ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক মে দিবস পালিত Logo চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে ঐতিহাসিক মে দিবস পালিত Logo নওগাঁয় মহান মে দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ Logo প্রকৌশল ক্যাডারে বৈষম্য ইস্যুতে রুয়েট প্রশাসনের আনুষ্ঠানিক বিবৃতি Logo রাজধানীর ৫০টি জায়গায় বসছে ‘এয়ার পিউরিফায়ার’ যাহা সিগারেটের মতো ক্ষতিকর ধোঁয়া টেনে নিতে সক্ষম Logo ভারত-পাকিস্তানকে একসঙ্গে কাজ করার আহ্বান যুক্তরাষ্ট্রের Logo ‘জামায়াত ক্ষমতায় এলে নারী শ্রমিকরাও পূর্ণ অধিকার ও মর্যাদা পাবে’ Logo ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট Logo দীর্ঘ ৩২ বছর পর জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা Logo মাসুদ সাঈদীর হাত ধরে জামায়াতে যোগ দিলেন ২৯ সনাতন ধর্মাবলম্বী

‘জামায়াত ক্ষমতায় এলে নারী শ্রমিকরাও পূর্ণ অধিকার ও মর্যাদা পাবে’

‘জামায়াত ক্ষমতায় এলে নারী শ্রমিকরাও পূর্ণ অধিকার ও মর্যাদা পাবে’

জামায়াতে ইসলামী আগামীতে ক্ষমতায় এলে শ্রমিক, গৃহকর্মী ও নারীরা তাদের অধিকার ও যথাযথ মর্যাদা পাবেন বলে জানিয়েছেন দলটির আমীর ডাঃ শফিকুর রহমান।

আজ বৃহস্পতিবার (০১ মে) সকালে রাজধানীর পল্টন মোড়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে শ্রমিক সমাবেশে তিনি একথা বলেন । জামায়াতে আমীর বলেন, শ্রমিকরা আজ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। এখনও শ্রমিকদের কাছ থেকে নানা বাহানায় চাঁদাবাজি করছে কেউ কেউ। শ্রমিকদের বঞ্চিত করার অধিকার কারোর নেই।

ডাঃ শফিকুর রহমান আরও বলেন, মালিক বাঁচলে শ্রমিক বাঁচবে, শ্রমিকরা বাঁচলে মালিক বাঁচবে। উভয়কেই প্রাপ্য সম্মান দিতে হবে। নারী শ্রমিকদের নিরাপত্তা ও কর্মস্থলে নামাজের সুব্যবস্থা করে দিতে হবে প্রতিটি প্রতিষ্ঠানকে।

সংগঠনটির নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানকে বাস্তবায়ন করতে হলে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। এজন্য প্রয়োজন কোরআনের আইন সংসদে পাশ করা।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, মালিক-শ্রমিকের দ্বন্দ্ব লাগিয়ে দেশে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আ ন ম শামসুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, রফিকুল ইসলাম খান ও ঢাকা মহানগর দক্ষিণের আমীর নরুল ইসলাম বুলবুল এবং ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ডাঃ মুহাম্মদ ফখরুদ্দিন মানিক ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আতিকুর রহমানসহ আরও অনেকেই।

সভাপতির বক্তব্যে আ ন ম শামসুল ইসলাম বলেন, নির্যাতিত শ্রমিকদের পাশে তাদের এই সংগঠন কাজ করে যাচ্ছে। কোরআনে আইন প্রতিষ্ঠা করতে পারলে, শ্রমিকরা কখনো বঞ্চিত হবে না।

জনপ্রিয় সংবাদ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক মে দিবস পালিত

‘জামায়াত ক্ষমতায় এলে নারী শ্রমিকরাও পূর্ণ অধিকার ও মর্যাদা পাবে’

আপডেট সময় ০১:২১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫

জামায়াতে ইসলামী আগামীতে ক্ষমতায় এলে শ্রমিক, গৃহকর্মী ও নারীরা তাদের অধিকার ও যথাযথ মর্যাদা পাবেন বলে জানিয়েছেন দলটির আমীর ডাঃ শফিকুর রহমান।

আজ বৃহস্পতিবার (০১ মে) সকালে রাজধানীর পল্টন মোড়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে শ্রমিক সমাবেশে তিনি একথা বলেন । জামায়াতে আমীর বলেন, শ্রমিকরা আজ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। এখনও শ্রমিকদের কাছ থেকে নানা বাহানায় চাঁদাবাজি করছে কেউ কেউ। শ্রমিকদের বঞ্চিত করার অধিকার কারোর নেই।

ডাঃ শফিকুর রহমান আরও বলেন, মালিক বাঁচলে শ্রমিক বাঁচবে, শ্রমিকরা বাঁচলে মালিক বাঁচবে। উভয়কেই প্রাপ্য সম্মান দিতে হবে। নারী শ্রমিকদের নিরাপত্তা ও কর্মস্থলে নামাজের সুব্যবস্থা করে দিতে হবে প্রতিটি প্রতিষ্ঠানকে।

সংগঠনটির নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানকে বাস্তবায়ন করতে হলে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। এজন্য প্রয়োজন কোরআনের আইন সংসদে পাশ করা।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, মালিক-শ্রমিকের দ্বন্দ্ব লাগিয়ে দেশে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আ ন ম শামসুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, রফিকুল ইসলাম খান ও ঢাকা মহানগর দক্ষিণের আমীর নরুল ইসলাম বুলবুল এবং ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ডাঃ মুহাম্মদ ফখরুদ্দিন মানিক ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আতিকুর রহমানসহ আরও অনেকেই।

সভাপতির বক্তব্যে আ ন ম শামসুল ইসলাম বলেন, নির্যাতিত শ্রমিকদের পাশে তাদের এই সংগঠন কাজ করে যাচ্ছে। কোরআনে আইন প্রতিষ্ঠা করতে পারলে, শ্রমিকরা কখনো বঞ্চিত হবে না।