ঢাকা ১০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বসতবাড়িতে ছাত্রদল নেতার নেতৃত্বে হামলার অভিযোগ, আহত ৩ Logo এই সময় -কে সাক্ষাৎকার বিতর্কের মধ্যেই মির্জা ফখরুল-অনমিত্রের ছবি প্রকাশ Logo ডেঙ্গুতে আক্রান্ত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি Logo জবি ছাত্রদলের উদ্যোগে ৩ দিনব্যাপী জরুরি স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ Logo বিএনপি ভারতমুখী হলে আমরা তাদের উচিত শিক্ষা দেব: নাসীরুদ্দীন Logo গালির জবাবে দোয়া হবে আমাদের কর্মসূচি : জামায়াত আমির Logo জামায়াতকে আর মাথায় উঠতে দেব না, ভারতীয় মিডিয়াকে মির্জা ফখরুল Logo নন-এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার দাবি জামায়াতের Logo তিন দিন পিছিয়ে ১৫ অক্টোবর চাকসু নির্বাচন Logo ছাত্র সংসদ নির্বাচনসহ ১০ দফা দাবিতে ছাত্রশিবিরের স্মারকলিপি প্রদান

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট

  • মোশারফ
  • আপডেট সময় ১২:৪১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
  • 116

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে অন্তত ৫০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জে সড়কের দুই পাশ পুরো ব্লক হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকরা।

বৃহস্পতিবার (১ মে) ভোরে চান্দিনা উপজেলার নূরীতলা এলাকায় যানজটের সৃষ্টি হয়। ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে দুই দিকের ৫০ কিলোমিটার এলাকায়।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার নূরীতলা এলাকায় একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকামুখী লেনে উল্টে যায়। হাইওয়ে পুলিশের যে রেকার আছে, তার ধারণক্ষমতার বাইরে ওই কাভার্ডভ্যান। পরে ফেনী থেকে রেকার এনে পড়ে যাওয়া কাভার্ডভ্যানটি উদ্ধারের কাজ শুরু করে পুলিশ। সকাল সাড়ে ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত যানজট ছিল। মহাসড়কের নিমসার থেকে দাউদকান্দি পর্যন্ত ৫০ কিলোমিটার এলাকায় যানজট ছড়িয়ে পড়েছে।

ঢাকাগামী রয়েল পরিবহনের চালক রমিজ উদ্দিন বলেছেন, সকাল সাড়ে ৮টায় ঢাকার উদ্দেশে রওনা করে বুড়িচংয়ের নিমসার বাজারে যানজটে এক ঘণ্টা বসে থাকতে হয়েছে। কোথাও ৫ মিনিট গাড়ি চললে আবার ২০ মিনিট বসে থাকতে হয়। এভাবে ১০টা ৪০ মিনিটে চান্দিনায় পৌঁছেছি। অথচ, এ সময়ে ঢাকার কাছাকাছি থাকার কথা ছিল।

নিমসার বাজারে আটকে থাকা প্রাইভেটকারের যাত্রী তৌহিদুল ইসলাম বলেছেন, ভোর থেকে যানজট। অথচ, হাইওয়ে পুলিশকে দেখছি না।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেছেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নূরীতলা এলাকায় কালভার্টের ওপর আড়াআড়িভাবে কাভার্ডভ্যানটি পড়ে যায়। পরে ঢাকামুখী লেনের বেশকিছু গাড়ি উল্টো পথে ঢুকে যানজটের সৃষ্টি করে। ফেনী থেকে ক্রেন এনে গাড়িটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বসতবাড়িতে ছাত্রদল নেতার নেতৃত্বে হামলার অভিযোগ, আহত ৩

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট

আপডেট সময় ১২:৪১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে অন্তত ৫০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জে সড়কের দুই পাশ পুরো ব্লক হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকরা।

বৃহস্পতিবার (১ মে) ভোরে চান্দিনা উপজেলার নূরীতলা এলাকায় যানজটের সৃষ্টি হয়। ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে দুই দিকের ৫০ কিলোমিটার এলাকায়।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার নূরীতলা এলাকায় একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকামুখী লেনে উল্টে যায়। হাইওয়ে পুলিশের যে রেকার আছে, তার ধারণক্ষমতার বাইরে ওই কাভার্ডভ্যান। পরে ফেনী থেকে রেকার এনে পড়ে যাওয়া কাভার্ডভ্যানটি উদ্ধারের কাজ শুরু করে পুলিশ। সকাল সাড়ে ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত যানজট ছিল। মহাসড়কের নিমসার থেকে দাউদকান্দি পর্যন্ত ৫০ কিলোমিটার এলাকায় যানজট ছড়িয়ে পড়েছে।

ঢাকাগামী রয়েল পরিবহনের চালক রমিজ উদ্দিন বলেছেন, সকাল সাড়ে ৮টায় ঢাকার উদ্দেশে রওনা করে বুড়িচংয়ের নিমসার বাজারে যানজটে এক ঘণ্টা বসে থাকতে হয়েছে। কোথাও ৫ মিনিট গাড়ি চললে আবার ২০ মিনিট বসে থাকতে হয়। এভাবে ১০টা ৪০ মিনিটে চান্দিনায় পৌঁছেছি। অথচ, এ সময়ে ঢাকার কাছাকাছি থাকার কথা ছিল।

নিমসার বাজারে আটকে থাকা প্রাইভেটকারের যাত্রী তৌহিদুল ইসলাম বলেছেন, ভোর থেকে যানজট। অথচ, হাইওয়ে পুলিশকে দেখছি না।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেছেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নূরীতলা এলাকায় কালভার্টের ওপর আড়াআড়িভাবে কাভার্ডভ্যানটি পড়ে যায়। পরে ঢাকামুখী লেনের বেশকিছু গাড়ি উল্টো পথে ঢুকে যানজটের সৃষ্টি করে। ফেনী থেকে ক্রেন এনে গাড়িটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।