ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত মঙ্গলবার থেকে ৭১০ জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। একই সময়ে ৯০০ ফিলিস্তিনি আহত হয়েছেন। আহতদের প্রায় ৭০ শতাংশই নারী ও শিশু এবং তাদের বেশিরভাগেরই আঘাত গুরুতর।
বৃহস্পতিবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র খলিল আল-দাকরান জানিয়েছেন, ইসরায়েলি বর্বরতায় গত মঙ্গলবার থেকে গাজায় তিন দিনে ৭১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও ৯০০ ফিলিস্তিনি আহত হয়েছেন। হামলায় আহতদের অনেকেই চিকিৎসার অভাবে মারা গেছেন। চিকিৎসা সরঞ্জাম ও ওষুধের অভাবে তাদের জরুরি চিকিৎসা সেবা দেওয়া সম্ভব হচ্ছে না।
আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, এই হত্যাকাণ্ডে ১৮৩ জন শিশু নিহত হয়েছেন।