ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গুজরাটে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ১৮ জনের মৃত্যু Logo চীনে সেভেন সিস্টার্স নিয়ে যা বলেছিলেন ড. ইউনূস? যেজন্য হতভম্ব ভারত Logo জামায়াতের ঈদ উপলক্ষে প্রীতি ভোজের ঘটনায় বিএনপি – যুবলীগের হামলা Logo শহীদ নাসিব হাসান রিহান-এর পরিবারের সদস্যদের সাথে আমীরে জামায়াতের ঈদ কুশল বিনিময় Logo ড. ইউনূসকে শেহবাজের ফোন, পাকিস্তান সফরের আমন্ত্রণ Logo মিয়ানমারে ভূমিকম্প: ২ হাজার ছাড়াল নিহতের সংখ্যা Logo গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: খালেদা জিয়া Logo ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের পদত্যাগ Logo ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’স্লোগান, বিএনপির সাথে সংঘর্ষ গুলিবিদ্ধ ১ Logo আইপিএলসহ টিভিতে যা দেকবেন আজ

ঈদের কেনাকাটা শেষে ফেরার পথে স্বামী-স্ত্রী-সন্তানসহ ঝরলো ৫ জনের প্রাণ

পাবনা-ঈশ্বরদী মহাসড়কের বহরপুরে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের স্বামী, স্ত্রী ও শিশু সন্তানসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে ঈশ্বরদীর মুলাডুলি বহরপুরে মুল্লিকা অ্যাগ্রো ফুডের সামনে এই দুর্ঘটনা ঘটে। ঈদের কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল গ্রামের মৃত বাবু প্রামাণিকের ছেলে রাব্বি প্রামাণিক (৩০), রাব্বির স্ত্রী মুক্তা খাতুন (২৭), তাদের দুই বছর বয়সী ছেলে মুস্তাকিম। নিহত অন্য দুজন হলেন ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার রতিডাঙ্গা গ্রামের আশরাফুল ইসলামের ছেলে রাতুল হোসেন (৩০) এবং ঈশ্বরদীর মো. রানার ছেলে সিএনজিচালক ত্বোহা হোসেন (২৫)।

বিষয়টির নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, যাত্রীবাহী বাসটি ঈশ্বরদীর দিকে যাচ্ছিল। আর সিএনজি চালিত অটোরিকশাটি ঈশ্বরদীর থেকে যাচ্ছিল। এই সময় বাস-সিএনজিটি ঘটনাস্থলে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত হন।

ওসি জানান, এ ঘটনা আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। আহত দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে হাসপাতালে নেওয়ার পথে একজন মারা গেছেন বলে জানা গেছে।

ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। তবে বাসটি জব্দ করা হয়েছে বলে জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

গুজরাটে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ১৮ জনের মৃত্যু

ঈদের কেনাকাটা শেষে ফেরার পথে স্বামী-স্ত্রী-সন্তানসহ ঝরলো ৫ জনের প্রাণ

আপডেট সময় ১০:০৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

পাবনা-ঈশ্বরদী মহাসড়কের বহরপুরে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের স্বামী, স্ত্রী ও শিশু সন্তানসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে ঈশ্বরদীর মুলাডুলি বহরপুরে মুল্লিকা অ্যাগ্রো ফুডের সামনে এই দুর্ঘটনা ঘটে। ঈদের কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল গ্রামের মৃত বাবু প্রামাণিকের ছেলে রাব্বি প্রামাণিক (৩০), রাব্বির স্ত্রী মুক্তা খাতুন (২৭), তাদের দুই বছর বয়সী ছেলে মুস্তাকিম। নিহত অন্য দুজন হলেন ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার রতিডাঙ্গা গ্রামের আশরাফুল ইসলামের ছেলে রাতুল হোসেন (৩০) এবং ঈশ্বরদীর মো. রানার ছেলে সিএনজিচালক ত্বোহা হোসেন (২৫)।

বিষয়টির নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, যাত্রীবাহী বাসটি ঈশ্বরদীর দিকে যাচ্ছিল। আর সিএনজি চালিত অটোরিকশাটি ঈশ্বরদীর থেকে যাচ্ছিল। এই সময় বাস-সিএনজিটি ঘটনাস্থলে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত হন।

ওসি জানান, এ ঘটনা আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। আহত দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে হাসপাতালে নেওয়ার পথে একজন মারা গেছেন বলে জানা গেছে।

ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। তবে বাসটি জব্দ করা হয়েছে বলে জানান তিনি।