‘তারেক রহমানের বিরুদ্ধে কথা বলছো কেন, তোমাকে জ্বালায়ছে পুড়ায়ছে’ বলে বৃদ্ধর ওপর আক্রমণ করতে দেখা যায় এক যুবককে। এ সময় বৃদ্ধকে ধাক্বা দিতে দিতে এক পর্যায়ে ঘাড় চেপে ধরেন আক্রমণ করেন ওই যুবক। আশেপাশের লোকজন ওই বৃদ্ধকে মারধর থেকে রক্ষা করতে গেলে তাদের দিকেও তেড়ে যান তিনি। ভাইরাল ভিডিওতে ওই যুবকের আচরণ নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন নেটিজেনরা।
বৃহস্পতিবার (২০ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে বৃদ্ধকে মারধর করার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, ঘটনাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে ঘটেছে। ঘটনাটি ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ওই যুবকের আচরণে ক্ষুব্ধ হয়েছেন।
ভাইরাল ওই ভিডিওটি ৫৬ সেকেন্ডের। সেখানে দেখা যায়, এক যুবক ‘তারেক রহমানের বিরুদ্ধে কথা বলছো কেন’ বলে বৃদ্ধর দিকে তেড়ে এসে আক্রমণ করেন। ওই সময় বারবার যুবক বলতে থাকেন ,‘তারেক রহমানের বিরুদ্ধে কথা বলছো কেন’। এক পর্যায়ে বৃদ্ধের ঘাড় চেপে ধরে ওই যুবক বলতে থাকেন, ও (বৃদ্ধ) তারেক রহমানের বিরুদ্ধে কি বলছে এখন বলুক। তখন জড়ো হওয়া লোকজনকে বলতে দেখা যায়, লোকটির মাথায় সমস্যা আছে। তখন ওই যুবক বলেন, আমি অনেক সময় ধরে দেখেছি, ও (বৃদ্ধ) কেন তারেক রহমানের বিরুদ্ধে কথা বলবে। ওর মাথায় সমস্যা নেই, ও সালছাড়ি পাগল। ভিডির শেষের দিকে বৃদ্ধকে বলতে শোনা যায়, আন্দোলন হয়েছে বৈষম্যের, গণতন্ত্রে হয়নি। আমি মিথ্যা বলছি কিনা দেখেন।
ভাইরাল ভিডিওর মন্তব্যে মনির নামের একজন লিখেছেন, ‘বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক যে কাউকে নিয়েই আলোচনা-সমালোচনা করতে পারবে। তাছাড়া যিনি রাজনীতি করেন তার সমালোচনা হবেই। সেজন্য এমন আচারণ কাম্য নয়।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী তাসনিম আফরোজ ইমি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাসে লিখেছেন, ‘ক্যাম্পাসে যখন শুরুতে আসি, একজনকে প্রায়ই দেখতাম যেখানে, সেখানে চিল্লায়ে বক্তৃতা দিচ্ছে। তার আচরণ কোনোভাবেই স্বাভাবিক লাগত না৷ তাকে মানসিক ভারসাম্যহীনই মনে হতো। পরে জানতে পারি ও ছাত্রলীগের ইনফর্মার ছিল। আজকে পোলাপান যে সিনক্রিয়েট করল, এটাতে ওদের পিওর ছাগলামিই প্রকাশ করল। কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেয়া উচিত না। তার চাইতে বড় কথা গু ঘাটাইলে গন্ধই ছড়ায় শুধু। কাজের কাজ কিছু হয় না। কোনটা গু, কোনটা ঘাটানো যাবে না, আর কোনটা অবশ্যই ঘাটাইতে হবে এই সেন্স পলিটিক্যাল পোলাপানের থাকে না ক্যামনে? ছিহ্!’