ঢাকা ০২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাজধানীর ৫০টি জায়গায় বসছে ‘এয়ার পিউরিফায়ার’ যাহা সিগারেটের মতো ক্ষতিকর ধোঁয়া টেনে নিতে সক্ষম Logo ভারত-পাকিস্তানকে একসঙ্গে কাজ করার আহ্বান যুক্তরাষ্ট্রের Logo ‘জামায়াত ক্ষমতায় এলে নারী শ্রমিকরাও পূর্ণ অধিকার ও মর্যাদা পাবে’ Logo ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট Logo দীর্ঘ ৩২ বছর পর জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা Logo মাসুদ সাঈদীর হাত ধরে জামায়াতে যোগ দিলেন ২৯ সনাতন ধর্মাবলম্বী Logo হাসিনার মুখ্য সচিব কায়কাউসের কারসাজিতে সাড়ে ৪ হাজার কোটি টাকার কর ফাঁকি দিয়েছে আদানি Logo বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে অপপ্রচার, ব্রিটিশ এমপিদের উদ্বেগ Logo আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি বিবৃতি Logo গাজায় ইসরায়েলি বর্বরতায় নিহত আরও ৩৫ ফিলিস্তিনি

ঢাকা থেকে পুরনো যানবাহন সরাতে অ্যাকশনে নামছে বিআরটিএ

বায়ুদূষণ নিয়ন্ত্রণে ঢাকা মহানগরী থেকে পুরনো বাস, মিনিবাস, ট্রাক, কাভার্ডভ্যানসহ প্রভৃতি মোটরযান অপসারণ করবে সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বুধবার (৩০ এপ্রিল) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় বিআরটিএ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ঢাকা মহানগরী থেকে পুরনো বাস, মিনিবাস, ট্রাক, কাভার্ড ভ্যান প্রভৃতি মোটরযান অপসারণ করা হবে। বায়ুদূষণ নিয়ন্ত্রণে সরকার ঢাকা মহানগরী থেকে এসব মোটরযান অপসারণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।’

আরও বলা হয়, ‘এই সিদ্ধান্ত বাস্তবায়নে মে মাস থেকে ২০ বছরের বেশি পুরনো বাস, মিনিবাস এবং ২৫ বছরের বেশি পুরোনো ট্রাক, কাভার্ড ভ্যান প্রভৃতি মালবাহী মোটরযান ঢাকা মহানগরী থেকে অপসারণ করতে হবে।’

এ বিষয়ে সংশ্লিষ্ট সবার সহযোগিতা একান্তভাবে কামনা করেছে সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলেও রাজধানী থেকে পুরনো যানবাহন সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে তখন বাধা হয়ে দাঁড়িয়েছিলেন মালিকরা। এবারও তারা সাড়া দিচ্ছেন না। ফলে অন্তর্বর্তী সরকার সড়কে শৃঙ্খলা ফেরাতে কতটুকু সফল হবে, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

সড়ক পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, পুরনো যানবাহন উঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত বাস্তবায়নের মূল দায়িত্ব পরিবহন মালিকদেরই দেওয়া হয়েছে।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) হিসাবে, ঢাকাসহ সারা দেশে চলাচলকারী ৭৫ হাজারের বেশি বাস, মিনিবাস, ট্রাক, কাভার্ড ভ্যান ও ট্যাংক লরির আয়ুষ্কাল পেরিয়ে গেছে।

বিশেষজ্ঞদের মতে, পুরনো এসব যানবাহন সড়কে দুর্ঘটনা বাড়াচ্ছে এবং পরিবেশ দূষণ করছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রাজধানীর ৫০টি জায়গায় বসছে ‘এয়ার পিউরিফায়ার’ যাহা সিগারেটের মতো ক্ষতিকর ধোঁয়া টেনে নিতে সক্ষম

ঢাকা থেকে পুরনো যানবাহন সরাতে অ্যাকশনে নামছে বিআরটিএ

আপডেট সময় ০৮:১২:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫

বায়ুদূষণ নিয়ন্ত্রণে ঢাকা মহানগরী থেকে পুরনো বাস, মিনিবাস, ট্রাক, কাভার্ডভ্যানসহ প্রভৃতি মোটরযান অপসারণ করবে সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বুধবার (৩০ এপ্রিল) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় বিআরটিএ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ঢাকা মহানগরী থেকে পুরনো বাস, মিনিবাস, ট্রাক, কাভার্ড ভ্যান প্রভৃতি মোটরযান অপসারণ করা হবে। বায়ুদূষণ নিয়ন্ত্রণে সরকার ঢাকা মহানগরী থেকে এসব মোটরযান অপসারণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।’

আরও বলা হয়, ‘এই সিদ্ধান্ত বাস্তবায়নে মে মাস থেকে ২০ বছরের বেশি পুরনো বাস, মিনিবাস এবং ২৫ বছরের বেশি পুরোনো ট্রাক, কাভার্ড ভ্যান প্রভৃতি মালবাহী মোটরযান ঢাকা মহানগরী থেকে অপসারণ করতে হবে।’

এ বিষয়ে সংশ্লিষ্ট সবার সহযোগিতা একান্তভাবে কামনা করেছে সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলেও রাজধানী থেকে পুরনো যানবাহন সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে তখন বাধা হয়ে দাঁড়িয়েছিলেন মালিকরা। এবারও তারা সাড়া দিচ্ছেন না। ফলে অন্তর্বর্তী সরকার সড়কে শৃঙ্খলা ফেরাতে কতটুকু সফল হবে, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

সড়ক পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, পুরনো যানবাহন উঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত বাস্তবায়নের মূল দায়িত্ব পরিবহন মালিকদেরই দেওয়া হয়েছে।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) হিসাবে, ঢাকাসহ সারা দেশে চলাচলকারী ৭৫ হাজারের বেশি বাস, মিনিবাস, ট্রাক, কাভার্ড ভ্যান ও ট্যাংক লরির আয়ুষ্কাল পেরিয়ে গেছে।

বিশেষজ্ঞদের মতে, পুরনো এসব যানবাহন সড়কে দুর্ঘটনা বাড়াচ্ছে এবং পরিবেশ দূষণ করছে।