২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের বাছাইপর্ব চলছে পুরোদমে। ৪৮ দলের এই বিশ্বকাপে স্বাগতিক হিসেবে ইতোমধ্যে টিকিট নিশ্চিত করেছে কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র। বাকি ৪৫টি দল বাছাইপর্বের মাধ্যমে নির্বাচিত হবে। এখন পর্যন্ত কোনো দল বিশ্বকাপ নিশ্চিত করতে পারেনি, তবে মার্চেই কিছু দল টিকিট নিশ্চিত করতে পারে।
এশিয়ার প্রথম দল হিসেবে সেই যোগ্যতা অর্জন করলো জাপান
আজ বৃহস্পতিবার (২০ মার্চ) বাংলাদেশ সময় বিকেলে অনুষ্ঠিত ম্যাচে বাহরাইনকে ২-০ গোলে পরাজিত করে ২০২৬ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে জাপান। গত সেপ্টেম্বরে বাহরাইনকে ৫-০ গোলে হারিয়েছিল তারা।
এ মুহূর্তে ৭ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে রয়েছে জাপান। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে অস্ট্রেলিয়া। তারা আজ ইন্দোনেশিয়াকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে।
এশিয়া থেকে আরও যারা সুযোগ পেতে পারে
এ মাসেই এশিয়া অঞ্চল থেকে আরও কয়েকটি দল বিশ্বকাপে খেলা নিশ্চিত করতে পারে। ইরান যদি নিজেদের পরবর্তী দুটি ম্যাচে উজবেকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতকে হারাতে পারে, তবে বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়ে যাবে। দক্ষিণ কোরিয়া যদি ওমান ও জর্ডানের বিপক্ষে জয় পেলে তারা টানা ১১তম বারের মতো বিশ্বকাপে জায়গা পাবে। উজবেকিস্তান ও ইরাকও মার্চেই বিশ্বকাপের টিকিট পেয়ে যেতে পারে।
ওশেনিয়া থেকে কারা যাবে?
ওশেনিয়া অঞ্চলের বাছাইপর্ব শেষ হবে ২৪ মার্চ। আগামীকাল ওয়েলিংটনে দুটি সেমিফাইনালে নিউজিল্যান্ড ফিজির মুখোমুখি হবে এবং তাহিতির প্রতিপক্ষ হবে নিউ ক্যালিডোনিয়া। বিজয়ীরা ২৪ মার্চ ফাইনালে মুখোমুখি হবে, যেখানে জয়ী দলটি সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেবে। রানার্সআপ দলটি আন্তমহাদেশীয় প্লে-অফ খেলবে।
আর্জেন্টিনার সুযোগ দ্রুত নিশ্চিত করার
দক্ষিণ আমেরিকা থেকে ছয়টি দল সরাসরি বিশ্বকাপে যাবে এবং সপ্তম দলটি প্লে-অফ খেলে সুযোগ পাবে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা যদি মার্চে তাদের দুটি ম্যাচ জিতে নেয়, তবে বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়ে যাবে।
আগামীকাল উরুগুয়েকে হারালে এবং ২৬ মার্চ ব্রাজিলের বিপক্ষে জয় পেলেই তারা দক্ষিণ আমেরিকার প্রথম দল হিসেবে বিশ্বকাপে জায়গা পাবে।
অন্যান্য অঞ্চলের অবস্থা
আফ্রিকা ও উত্তর আমেরিকা: এই অঞ্চলের কোনো দল মার্চে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করতে পারবে না।
ইউরোপ: ইউরোপীয় অঞ্চলের বাছাইপর্ব শুরু হচ্ছে এ মাসেই।