গাজাজুড়ে ইসরায়েলের বিমান হামলায় বৃহস্পতিবার (২০ মার্চ) অন্তত ৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় ডজন খানেক মানুষ আহত হয়েছেন। গাজার একজন স্বাস্থ্য কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
চিকিৎসকরা বলেন, গাজা উপত্যকার উত্তর ও দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এর আগে বুধবার (১৯ মার্চ) ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছিল, তাদের বাহিনী মধ্য ও দক্ষিণ গাজায় স্থল অভিযান পুনরায় শুরু করেছে। মূলত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে মঙ্গলবার ভোররাতে গাজায় ভয়াবহ হামলা চালায় ইসরায়েল। এতে চার শতাধিক মানুষ নিহত এবং বহু মানুষ আহত হন। ২০২৩ সালের অক্টোবর মাসে গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর থেকে সবচেয়ে মারাত্মক হামলার একটি এটি।
ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে যে, অভিযানের মাধ্যমে নেটজারিম করিডোরের উপর ইসরায়েলের নিয়ন্ত্রণ বেড়েছে। তবে সশস্ত্র গোষ্ঠী হামাস বলেছে যে স্থল অভিযান এবং নেটজারিম করিডোরে অনুপ্রবেশ দুই মাস পুরনো যুদ্ধবিরতি চুক্তির একটি “নতুন এবং বিপজ্জনক লঙ্ঘন”। একটি বিবৃতিতে গোষ্ঠীটি চুক্তির প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে মধ্যস্থতাকারীদের “তাদের দায়িত্ব গ্রহণ করার” আহ্বান জানিয়েছে।
বৃহস্পতিবার রয়টার্সের সাথে কথা বলার সময়, হামাসের একজন কর্মকর্তা বলেছেন যে মধ্যস্থতাকারীরা দুইপক্ষের সাথে আলোচনার প্রচেষ্টা বাড়িয়েছে, তবে”এখনও কোন অগ্রগতি হয়নি।” আর হামাস এই হামলার প্রতিশোধ নেয়ার কোনও স্পষ্ট হুমকি দেয়নি।