আওয়ামী লীগকে ‘খুনি-সন্ত্রাসী সংগঠন’ উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, ‘‘তাদের দেশে আর কোনো রাজনৈতিক কার্যক্রম চালাতে দেওয়া হবে না। আগামীর বাংলাদেশে এ সকল সন্ত্রাসীদের যেখানে দেখবে, , বাংলাদেশের ছাত্র-জনতা, শহীদ পরিবার, আহত জনতা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।’’
বুধবার (৩০ এপ্রিল) বিকেলে বগুড়ার পৌরপার্কের শহীদ টিটু মিলনায়তন প্রাঙ্গনে এনসিপি বগুড়া জেলা শাখার আয়োজনে গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এ সব কথা বলেন।
সারজিস আলম বলেন, ‘‘জুলাই অভ্যুত্থানে বগুড়া অন্যতম রণক্ষেত্রের একটি জেলা ছিল। এই বগুড়া জেলায় একটার পর একটা আমার ভাইদের শহীদ করা হয়েছে। আমার ভাই-বোনদের শরীর থেকে রক্ত ঝরানো হয়েছে। বিগত ১৬ বছর বগুড়াকে সব দিক থেকে বঞ্চিত করা হয়েছে। জেলার নাম শুনলেই কারো চাকরি হয়নি। চাকরির প্রমোশন আটকে দেওয়া হয়েছে। অবকাঠামোগত উন্নয়নেও চরম বৈষম্যের শিকার হয়েছে বগুড়া।’’
তিনি আরো বলেন, ‘‘আমরা এই বৈষম্যের অবসান চাই।’’ তিনি ঢাকা থেকে বগুড়ার সঙ্গে সরাসরি রেললাইন চালুরও দাবি জানান।
সারজিস আলম বগুড়া জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম মমতাজ উদ্দিনের ছেলের নাম উল্লেখ করে বলেন, ‘‘বগুড়া জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মাসুদুর রহমান মিলন এই জেলার শত বছরের ঐতিহ্যবাহী প্যালেস মিউজিয়াম দখল করেছেন। জেলা ক্রীড়া সংস্থা দখল করেছেন। তার মতো অসংখ্য আওয়ামী দালাল বগুড়ায় রয়েছে। এ সব দালালদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।’’