ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গুজরাটে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ১৮ জনের মৃত্যু Logo চীনে সেভেন সিস্টার্স নিয়ে যা বলেছিলেন ড. ইউনূস? যেজন্য হতভম্ব ভারত Logo জামায়াতের ঈদ উপলক্ষে প্রীতি ভোজের ঘটনায় বিএনপি – যুবলীগের হামলা Logo শহীদ নাসিব হাসান রিহান-এর পরিবারের সদস্যদের সাথে আমীরে জামায়াতের ঈদ কুশল বিনিময় Logo ড. ইউনূসকে শেহবাজের ফোন, পাকিস্তান সফরের আমন্ত্রণ Logo মিয়ানমারে ভূমিকম্প: ২ হাজার ছাড়াল নিহতের সংখ্যা Logo গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: খালেদা জিয়া Logo ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের পদত্যাগ Logo ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’স্লোগান, বিএনপির সাথে সংঘর্ষ গুলিবিদ্ধ ১ Logo আইপিএলসহ টিভিতে যা দেকবেন আজ

বেড়িবাঁধের কাজ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৩৭:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
  • 0 Views

ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের কাজকে কেন্দ্র করে বিএনপি দুই গ্রুপের সংঘর্ষে মো. রাশেদ হোসেন রাজু (২৭) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন।

বুধবার (১৯ মার্চ) দিবাগত রাত ৯টার দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথেই তার মৃত্যু হয়। নিহত রাশেদ উপজেলার দক্ষিণ সাকুচিয়া এলাকার আবুল কালামের ছেলে ও ওই ইউনিয়নের ছাত্রদলের সাবেক সম্পাদক।

এর আগে বুধবার সকালে দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নুরউদ্দিন বাজার এলাকায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন।

স্থানীয় ও পুলিশজানা যায়, বুধবার সকালে পানি উন্নয়ন বোর্ডের নির্মাণাধীন বেঁড়িবাধের কাজ নিয়ে দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নুরউদ্দিন বাজার এলাকায় স্থানীয় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এতে রাশেদসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। গুরুতর আহত রাশেদকে প্রথমে চরফ্যাসন হাসপাতাল ভর্তি করা হয়।

অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল হয়ে ঢাকায় নেওয়ার পথে ফরিদপুরে রাত ৯টার দিকে মারা যান। বাকী আহতরা চরফ্যাসন ও মনপুরায় চিকিৎসা নিচ্ছেন।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির রাশেদের মৃত্যুর বিষয় নিশ্চিত করে বলেন, সকালে বেড়িবাঁধের কাজ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে রাশেদ নামে একজন গুরুতর আহত হলে তাকে ঢাকায় নেওয়ার পথে ফরিদপুর এলাকায় সে নিহত হয়।

এ ঘটনায় উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে। এ বিষয়ে নিহতের ভাই রাতেই থানায় অভিযোগ দিয়েছেন। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গুজরাটে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ১৮ জনের মৃত্যু

বেড়িবাঁধের কাজ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

আপডেট সময় ০৮:৩৭:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের কাজকে কেন্দ্র করে বিএনপি দুই গ্রুপের সংঘর্ষে মো. রাশেদ হোসেন রাজু (২৭) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন।

বুধবার (১৯ মার্চ) দিবাগত রাত ৯টার দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথেই তার মৃত্যু হয়। নিহত রাশেদ উপজেলার দক্ষিণ সাকুচিয়া এলাকার আবুল কালামের ছেলে ও ওই ইউনিয়নের ছাত্রদলের সাবেক সম্পাদক।

এর আগে বুধবার সকালে দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নুরউদ্দিন বাজার এলাকায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন।

স্থানীয় ও পুলিশজানা যায়, বুধবার সকালে পানি উন্নয়ন বোর্ডের নির্মাণাধীন বেঁড়িবাধের কাজ নিয়ে দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নুরউদ্দিন বাজার এলাকায় স্থানীয় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এতে রাশেদসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। গুরুতর আহত রাশেদকে প্রথমে চরফ্যাসন হাসপাতাল ভর্তি করা হয়।

অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল হয়ে ঢাকায় নেওয়ার পথে ফরিদপুরে রাত ৯টার দিকে মারা যান। বাকী আহতরা চরফ্যাসন ও মনপুরায় চিকিৎসা নিচ্ছেন।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির রাশেদের মৃত্যুর বিষয় নিশ্চিত করে বলেন, সকালে বেড়িবাঁধের কাজ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে রাশেদ নামে একজন গুরুতর আহত হলে তাকে ঢাকায় নেওয়ার পথে ফরিদপুর এলাকায় সে নিহত হয়।

এ ঘটনায় উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে। এ বিষয়ে নিহতের ভাই রাতেই থানায় অভিযোগ দিয়েছেন। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।