ঢাকা ১০:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

দেশে গণতন্ত্র না ফেরা পর্যন্ত সংগ্রাম চলবে: রিজভী

দেশে গণতন্ত্র না ফেরা পর্যন্ত সংগ্রাম চলবে: রিজভী

দেশে গণতন্ত্র না ফেরা পর্যন্ত বিএনপির আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার (৮ নভেম্বর) দেশব্যাপী তৃতীয় দফায় ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচির মধ্যে বিকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

রুহুল কবির রিজভী বলেন, ‘সকল ধরনের প্রতিকূলতা- প্রতিবন্ধকতা উপেক্ষা করে নেতাকর্মীরা বুকে বুলেট বহন করে রাজপথে দাঁড়াচ্ছে, দাঁড়াবে। যতক্ষণ পর্যন্ত না গণতন্ত্র ফিরে আসে, অবাধ সুষ্ঠু নির্বাচন, মানুষের অধিকার প্রতিষ্ঠিত না হয়, ততক্ষণ পর্যন্ত এই সংগ্রাম এই আন্দোলন অব্যাহত থাকবে। ছাত্রদল ঢাকা মহানগর পূর্ব এর সদস্য সচিব আল-আমীনকে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তুলে নেওয়ার পর আর কোনও খোঁজ নেই অভিযোগ করে রিজভী বলেন, ‘প্রতিনিয়ত প্রতিদিন শেখ হাসিনার আইনশৃঙ্খলা বাহিনী এবং তাদের গোয়েন্দারা এই কাজগুলো করছে। একটি সামগ্রিক নৈরাজ্য, ভীতির পরিবেশ তৈরি করা অর্থাৎ বিএনপির নেতাকর্মীরা যাতে রাস্তায় না নামে। কিন্তু সরকার সেটাতে ব্যর্থ হবে।’

এ সময় গাজীপুরের কোনাবাড়িতে পোশাক শিল্পে ন্যূনতম মুজরির দাবিতে আন্দোলরত শ্রমিকদের ওপর পুলিশের হামলায় এক নারী শ্রমিক নিহত হওয়ার ঘটনায় নিন্দা জনান বিএনপির এই নেতা।

তিনি বলেন, ‘আজ একজন নারী শ্রমিককে কত দুঃখ নিয়ে ন্যায্য মজুরির জন্য আন্দোলন করতে এসে জীবন দিতে হয়েছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে অবরোধ কর্মসূচিতে ৫১৫ জনের অধিক নেতাকর্মী গ্রেফতার হয়েছে, ১৮টি মামলায় ১ হাজার ৯২০ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে। রুহুল কবির রিজভী বলেন, ‘গত ২৮ অক্টোবরের মহাসমাবেশের পর থেকে এই পর্যন্ত ১২ হাজার ৪৪৬ জন নেতাকর্মীকে গ্রেফতার ও ৫৭৯ এর অধিক মামলা দায়ের করা হয়েছে।

তিনি বলেন, ‘আজ অবরোধ কর্মসূচি সফল হয়েছে। সারা দেশে কোনও দূরপাল্লার গাড়ি ছাড়েনি। যাত্রী পাওয়া যায়নি বলেই গাড়ি ছাড়েনি। অর্থাৎ এই কর্মসূচিতে মানুষের সমর্থন রয়েছে। আজ সন্ধ্যা-রাত্রি, আগামীকাল দিন-রাত্রিতেও অবরোধ কর্মসূচি চলবে।

 

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলের হামলায় লেবাননে একদিনে নিহত আরও ৫৯

দেশে গণতন্ত্র না ফেরা পর্যন্ত সংগ্রাম চলবে: রিজভী

আপডেট সময় ০৯:১৫:০৭ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩

দেশে গণতন্ত্র না ফেরা পর্যন্ত বিএনপির আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার (৮ নভেম্বর) দেশব্যাপী তৃতীয় দফায় ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচির মধ্যে বিকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

রুহুল কবির রিজভী বলেন, ‘সকল ধরনের প্রতিকূলতা- প্রতিবন্ধকতা উপেক্ষা করে নেতাকর্মীরা বুকে বুলেট বহন করে রাজপথে দাঁড়াচ্ছে, দাঁড়াবে। যতক্ষণ পর্যন্ত না গণতন্ত্র ফিরে আসে, অবাধ সুষ্ঠু নির্বাচন, মানুষের অধিকার প্রতিষ্ঠিত না হয়, ততক্ষণ পর্যন্ত এই সংগ্রাম এই আন্দোলন অব্যাহত থাকবে। ছাত্রদল ঢাকা মহানগর পূর্ব এর সদস্য সচিব আল-আমীনকে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তুলে নেওয়ার পর আর কোনও খোঁজ নেই অভিযোগ করে রিজভী বলেন, ‘প্রতিনিয়ত প্রতিদিন শেখ হাসিনার আইনশৃঙ্খলা বাহিনী এবং তাদের গোয়েন্দারা এই কাজগুলো করছে। একটি সামগ্রিক নৈরাজ্য, ভীতির পরিবেশ তৈরি করা অর্থাৎ বিএনপির নেতাকর্মীরা যাতে রাস্তায় না নামে। কিন্তু সরকার সেটাতে ব্যর্থ হবে।’

এ সময় গাজীপুরের কোনাবাড়িতে পোশাক শিল্পে ন্যূনতম মুজরির দাবিতে আন্দোলরত শ্রমিকদের ওপর পুলিশের হামলায় এক নারী শ্রমিক নিহত হওয়ার ঘটনায় নিন্দা জনান বিএনপির এই নেতা।

তিনি বলেন, ‘আজ একজন নারী শ্রমিককে কত দুঃখ নিয়ে ন্যায্য মজুরির জন্য আন্দোলন করতে এসে জীবন দিতে হয়েছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে অবরোধ কর্মসূচিতে ৫১৫ জনের অধিক নেতাকর্মী গ্রেফতার হয়েছে, ১৮টি মামলায় ১ হাজার ৯২০ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে। রুহুল কবির রিজভী বলেন, ‘গত ২৮ অক্টোবরের মহাসমাবেশের পর থেকে এই পর্যন্ত ১২ হাজার ৪৪৬ জন নেতাকর্মীকে গ্রেফতার ও ৫৭৯ এর অধিক মামলা দায়ের করা হয়েছে।

তিনি বলেন, ‘আজ অবরোধ কর্মসূচি সফল হয়েছে। সারা দেশে কোনও দূরপাল্লার গাড়ি ছাড়েনি। যাত্রী পাওয়া যায়নি বলেই গাড়ি ছাড়েনি। অর্থাৎ এই কর্মসূচিতে মানুষের সমর্থন রয়েছে। আজ সন্ধ্যা-রাত্রি, আগামীকাল দিন-রাত্রিতেও অবরোধ কর্মসূচি চলবে।