রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশে বেড়েছে পাকিস্তানি শিল্পীদের পরিবেশনা। গত বছরের শেষ দিকে বাংলাদেশে পারফর্ম করে গেছেন সংগীতশিল্পী আতিফ আসলাম, আব্দুল হান্নান, রাহাত ফতেহ আলী খান এবং ব্যান্ড জাল। এবার বাংলাদেশের শ্রোতাদের গান শোনাতে আসছেন পাকিস্তানি ব্যান্ড জুনুনের ভোকাল আলী আজমত। আগামী ২ মে রাজধানী ঢাকার ইউনাইটেড কনভেনশনে আয়োজিত কনসার্টে গাইবেন তিনি।
‘আলী আজমত (দ্য ভয়েস অব জুনুন) লাইভ ইন ঢাকা’ শীর্ষক কনসার্টটির আয়োজন করছে অ্যাসেন। এরই মধ্যে শুরু হয়েছে টিকিট বিক্রি। ঈদের আগে সংগ্রহ করলে টিকিটের দাম পড়বে যথাক্রমে এক হাজার ৫০০, তিন হাজার ৫০০ ও সাত হাজার টাকা। ঈদের পর অঙ্কটা বাড়তে পারে।
টিকিট পাওয়া যাচ্ছে গেটসেটরক-এ।
ছয় বছর আগে ২০১৮ সালে প্রথমবার ঢাকায় এসেছিলেন আলী আজমত। সে সময় ব্যান্ড ‘জুনুন’সহ পারফরম করেছিলেন ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্টে।
১৯৯০ সালে ‘জুনুন’-এ যোগ দেন আজমত।
২০০৫ পর্যন্ত ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। পরে একক ক্যারিয়ারে মনোনিবেশ করেন। পাশাপাশি ‘জুনুন’-এর সঙ্গেও বিভিন্ন আয়োজনে পারফরম করেছেন।