ঢাকা ০২:০২ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে শিক্ষকদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা Logo ‘সাংবিধানিক আইন ও বিধি অনুযায়ী শাপলা প্রতীক বরাদ্দ দেওয়ার সুযোগ নেই’ Logo রাকসুতে হেরে যাওয়া ছাত্রদল প্রার্থীসহ স্বতন্ত্র প্রার্থীদের শিবিরের সঙ্গীতকে কটাক্ষ করে নাচ Logo দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড নিয়ে অন্তর্বর্তী সরকারের বিবৃতি Logo দ্য নিউজের সাংবাদিক ইমরানকে প্রাণনাশের হুমকি Logo দেশ জুড়ে এসব অগ্নিকাণ্ডের ঘটনা পূর্বপরিকল্পিত: মির্জা ফখরুল Logo চট্রগ্রাম বন্দরে ১২০০ টন কাচামাল নিয়ে জাহাজডুবি Logo রিশাদের রেকর্ড বোলিংয়ে মিরপুরে বাংলাদেশের বড় জয় Logo মৌলভীবাজারে এম নাসের রহমানের নির্বাচনী গণসংযোগ শুরু Logo একাত্তরের শহিদ আবদুর রবের কবর জিয়ারত করলেন চাকসুর ভিপি-জিএসরা

সুবিপ্রবিতে যুক্তরাষ্ট্রে উচ্চ শিক্ষার উপর সেমিনার অনুষ্ঠিত

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি সোসাইটির উদ্যোগে “যুক্তরাষ্ট্রে উচ্চ শিক্ষা” বিষয়ক একটি গুরুত্বপূর্ণ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারটি অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে, যেখানে শিক্ষার্থীদের মধ্যে বিদেশে উচ্চ শিক্ষার সুযোগ-সুবিধা, চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. নিজাম উদ্দিন। রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত শিক্ষাবিদ প্রফেসর ড. আবুল কালাম, যিনি বর্তমানে ইউএসএ-র ব্যুরো অফ ইন্ডিয়ান এডুকেশন-এ কর্মরত এবং একজন ফুলব্রাইট ইউএস স্কলার।

সভাপতিত্ব করেন রসায়ন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ মাহমুদ। সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে প্রফেসর ড. আবুল কালাম বিদেশে উচ্চ শিক্ষার অভিজ্ঞতা, স্কলারশিপ প্রক্রিয়া, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ, শিক্ষক-শিক্ষার্থীদের সম্পর্ক ইত্যাদি বিষয়ের ওপর আলোকপাত করেন। তিনি ‘মিডনাইট ব্রেকফাস্ট’ এবং ‘গ্রেটেলস ও জেয়ার’ প্রথার কথা তুলে ধরে উল্লেখ করেন যে, এইসব ছোট ছোট সংস্কৃতি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ড. কালাম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “আপনি কোন বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, সেটি বড় বিষয় নয়; বরং আপনি দিনশেষে কোথায় অবস্থান করছেন, কী শিখছেন এবং কিভাবে নিজেকে গড়ে তুলছেন—তাই বেশি গুরুত্বপূর্ণ।” তিনি কেমিস্ট্রি সোসাইটিকে অনুষ্ঠান আয়োজনের জন্য ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সেখ আব্দুল লতিফ। এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উপস্থিত শিক্ষার্থীরা এমন একটি সেমিনারে অংশ নিতে পেরে আনন্দ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও এধরনের অনুষ্ঠান আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।

 

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে শিক্ষকদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

সুবিপ্রবিতে যুক্তরাষ্ট্রে উচ্চ শিক্ষার উপর সেমিনার অনুষ্ঠিত

আপডেট সময় ১০:৩৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি সোসাইটির উদ্যোগে “যুক্তরাষ্ট্রে উচ্চ শিক্ষা” বিষয়ক একটি গুরুত্বপূর্ণ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারটি অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে, যেখানে শিক্ষার্থীদের মধ্যে বিদেশে উচ্চ শিক্ষার সুযোগ-সুবিধা, চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. নিজাম উদ্দিন। রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত শিক্ষাবিদ প্রফেসর ড. আবুল কালাম, যিনি বর্তমানে ইউএসএ-র ব্যুরো অফ ইন্ডিয়ান এডুকেশন-এ কর্মরত এবং একজন ফুলব্রাইট ইউএস স্কলার।

সভাপতিত্ব করেন রসায়ন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ মাহমুদ। সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে প্রফেসর ড. আবুল কালাম বিদেশে উচ্চ শিক্ষার অভিজ্ঞতা, স্কলারশিপ প্রক্রিয়া, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ, শিক্ষক-শিক্ষার্থীদের সম্পর্ক ইত্যাদি বিষয়ের ওপর আলোকপাত করেন। তিনি ‘মিডনাইট ব্রেকফাস্ট’ এবং ‘গ্রেটেলস ও জেয়ার’ প্রথার কথা তুলে ধরে উল্লেখ করেন যে, এইসব ছোট ছোট সংস্কৃতি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ড. কালাম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “আপনি কোন বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, সেটি বড় বিষয় নয়; বরং আপনি দিনশেষে কোথায় অবস্থান করছেন, কী শিখছেন এবং কিভাবে নিজেকে গড়ে তুলছেন—তাই বেশি গুরুত্বপূর্ণ।” তিনি কেমিস্ট্রি সোসাইটিকে অনুষ্ঠান আয়োজনের জন্য ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সেখ আব্দুল লতিফ। এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উপস্থিত শিক্ষার্থীরা এমন একটি সেমিনারে অংশ নিতে পেরে আনন্দ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও এধরনের অনুষ্ঠান আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।