ভারতে অবৈধভাবে বসবাসের অভিযোগে গত শনিবার গুজরাট রাজ্যের সুরাটের চান্ডোলা লেক এলাকা থেকে কয়েক শতাধিক ‘বাংলাদেশিকে’ গ্রেপ্তার করেছিল পুলিশ। এবার সেই অনুপ্রবেশকারীদের অবৈধ স্থাপনাগুলো ভেঙে ফেলছে স্থানীয় প্রসাশন।
মঙ্গলবার সকালে কঠোর নিরাপত্তার মধ্যে আমেদাবাদ মিউনিসিপাল করপোরেশন (এএমসি) এর উদ্যোগে এই অবৈধ স্থাপনাগুলো ভেঙে ফেলার কাজ শুরু হয়। এসময় মোতায়েন ছিল প্রায় দুই হাজার পুলিশ সদস্য।
আমেদাবাদের যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) শারদ সিংহল বলেন, “চাণ্ডোলা লেক পার্শ্ববর্তী সিয়াশতনগর বাংলা ভাস এলাকায় সবচেয়ে বেশি বাংলাদেশি নাগরিক বসবাস করে।”
এই পুলিশ কর্মকর্তা বলেন, “এর আগে ২০০৯ সালে এই উচ্ছেদ অভিযান চলেছিল। পরে আবার অবৈধভাবে স্থাপনাগুলো নির্মাণ করা হয়। সাম্প্রতিক জরিপে আমেদাবাদ মিউনিসিপাল করপোরেশন জানতে পারে যে, সরকারি জমিতে এই অবৈধ স্থাপনাগুলো নির্মাণ করা হয়েছে। সেই মোতাবেক আজকে এই ডেমোলিশনের কাজ চলছে। এই অভিযানকে কেন্দ্র করে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে বা কারো যাতে প্রাণ না চলে যায়- সেদিকে লক্ষ্য রেখে পুলিশি বন্দোবস্ত রাখা হয়েছে। এই লক্ষ্যে ৫০ টি জেসিবি কাজ করছে। পাশাপাশি প্রায় দুই হাজার পুলিশ কর্মী মোতায়েন রাখা হয়েছে।”
ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছেন, শুক্রবার (২৫ এপ্রিল) রাত থেকে শনিবার (২৬ এপ্রিল) ভোর পর্যন্ত অভিযানে ১ হাজার ২৪ জন বাংলাদেশিকে আহমেদাবাদ ও সুরাট থেকে আটক করা হয়। শুধু আহমেদাবাদ থেকেই ৮৯০ বাংলাদেশিকে আটক করা হয়েছে। সুরাট থেকে ১৩৪ বাংলাদেশিকে আটক করা হয়েছে।