ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo এবার একসঙ্গে মাঠে নামছে জামায়াতসহ সমমনা ৮ দল Logo প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে শিক্ষকদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা Logo ‘সাংবিধানিক আইন ও বিধি অনুযায়ী শাপলা প্রতীক বরাদ্দ দেওয়ার সুযোগ নেই’ Logo রাকসুতে হেরে যাওয়া ছাত্রদল প্রার্থীসহ স্বতন্ত্র প্রার্থীদের শিবিরের সঙ্গীতকে কটাক্ষ করে নাচ Logo দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড নিয়ে অন্তর্বর্তী সরকারের বিবৃতি Logo দ্য নিউজের সাংবাদিক ইমরানকে প্রাণনাশের হুমকি Logo দেশ জুড়ে এসব অগ্নিকাণ্ডের ঘটনা পূর্বপরিকল্পিত: মির্জা ফখরুল Logo চট্রগ্রাম বন্দরে ১২০০ টন কাচামাল নিয়ে জাহাজডুবি Logo রিশাদের রেকর্ড বোলিংয়ে মিরপুরে বাংলাদেশের বড় জয় Logo মৌলভীবাজারে এম নাসের রহমানের নির্বাচনী গণসংযোগ শুরু

যুক্তরাজ্যে পাকিস্তানি হাইকমিশনে ভাঙচুরে দায়ে অভিযুক্ত ভারতীয়

যুক্তরাজ্যে পাকিস্তানি হাইকমিশনে ভাঙচুরে দায়ে অভিযুক্ত ভারতীয়

যুক্তরাজ্যে পাকিস্তানের দূতাবাস ভাঙচুরে উসকানি ও সংশ্লিষ্টতার অভিযোগে অঙ্কিত লাভ (৪১) নামের এক ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ।

গতকাল রোববার তাকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট প্রদান করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছেন লন্ডন মেট্রোপলিটন পুলিশের এক মুখপাত্র।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে লন্ডনের কিংস্টন অ্যান্ড চেলসিয়া এলাকার লওন্ডেস স্কয়্যারে অবস্থিত পাকিস্তানি হাইকমিশনের একাধিক জানালা ভাঙচুর করা হয়। পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, এই হামলা চালিয়েছিলেন অঙ্কিত এবং তিনি একাই ছিলেন।

প্রাথমিক অনুসন্ধানে আরও জানা গেছে, ৪১ বছর বয়সী অঙ্কিত লাভের জন্ম ভারতের জম্মু ও কাশ্মির রাজ্যে। নিজেকে সুরকার ও সঙ্গীতশিল্পী হিসেবে পরিচয় দেওয়া অঙ্কিতের কোনো স্থায়ী ঠিকানা নেই। ২০১৫ সালে তিনি নিজেকে জম্মু ও কাশ্মিরের ডোগরা রাজবংশের উত্তরাধিকারী এবং জম্মু-কাশ্মির ন্যাশনাল প্যান্থার্স পার্টির সাবেক প্রেসিডেন্ট ভীম সিং-এর পুত্র হিসেবে ঘোষণা করেন। জম্মু-কাশ্মির ন্যাশনাল প্যান্থার্স পার্টি মূলত একটি ধর্মনিরপেক্ষ ও বামঘেঁষা রাজনৈতিক দল।

২০১৬ সালে মেয়র নির্বাচনে প্রার্থী হয়েছিলেন তিনি। সেজন্য ‘ওয়ান লাভ পার্টি’ নামের একটি রাজনৈতিক দলও গঠন করেছিলেন। কিন্তু নির্বাচনে তিনি শোচনীয়ভাবে পরাজিত হন এবং তার সেই রাজনৈতিক দলটিও বর্তমানে অস্তিত্বহীন।

অঙ্কিত লাভকে গ্রেপ্তারে ইতোমধ্যে তৎপরতা শুরু হয়েছে বলে জানানো হয়েছে লন্ডন মেট্রোপলিটন পুলিশের বিবৃতিতে।

প্রসঙ্গত, ২২ এপ্রিল জম্মু ও কাশ্মির রাজ্যের পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানিয়ে গত শুক্রবার লন্ডনের হাইকমিশনের সামনে বিক্ষোভ করেন প্রায় ৩০০ ভারতীয়। বিক্ষোভ থেকে ২ জনকে গ্রেপ্তারও করে পুলিশ। সেই বিক্ষোভের দু’দিন পর রোববার এই ঘটনা ঘটান অঙ্কিত লাভ।

 

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

এবার একসঙ্গে মাঠে নামছে জামায়াতসহ সমমনা ৮ দল

যুক্তরাজ্যে পাকিস্তানি হাইকমিশনে ভাঙচুরে দায়ে অভিযুক্ত ভারতীয়

আপডেট সময় ০৭:২৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

যুক্তরাজ্যে পাকিস্তানের দূতাবাস ভাঙচুরে উসকানি ও সংশ্লিষ্টতার অভিযোগে অঙ্কিত লাভ (৪১) নামের এক ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ।

গতকাল রোববার তাকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট প্রদান করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছেন লন্ডন মেট্রোপলিটন পুলিশের এক মুখপাত্র।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে লন্ডনের কিংস্টন অ্যান্ড চেলসিয়া এলাকার লওন্ডেস স্কয়্যারে অবস্থিত পাকিস্তানি হাইকমিশনের একাধিক জানালা ভাঙচুর করা হয়। পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, এই হামলা চালিয়েছিলেন অঙ্কিত এবং তিনি একাই ছিলেন।

প্রাথমিক অনুসন্ধানে আরও জানা গেছে, ৪১ বছর বয়সী অঙ্কিত লাভের জন্ম ভারতের জম্মু ও কাশ্মির রাজ্যে। নিজেকে সুরকার ও সঙ্গীতশিল্পী হিসেবে পরিচয় দেওয়া অঙ্কিতের কোনো স্থায়ী ঠিকানা নেই। ২০১৫ সালে তিনি নিজেকে জম্মু ও কাশ্মিরের ডোগরা রাজবংশের উত্তরাধিকারী এবং জম্মু-কাশ্মির ন্যাশনাল প্যান্থার্স পার্টির সাবেক প্রেসিডেন্ট ভীম সিং-এর পুত্র হিসেবে ঘোষণা করেন। জম্মু-কাশ্মির ন্যাশনাল প্যান্থার্স পার্টি মূলত একটি ধর্মনিরপেক্ষ ও বামঘেঁষা রাজনৈতিক দল।

২০১৬ সালে মেয়র নির্বাচনে প্রার্থী হয়েছিলেন তিনি। সেজন্য ‘ওয়ান লাভ পার্টি’ নামের একটি রাজনৈতিক দলও গঠন করেছিলেন। কিন্তু নির্বাচনে তিনি শোচনীয়ভাবে পরাজিত হন এবং তার সেই রাজনৈতিক দলটিও বর্তমানে অস্তিত্বহীন।

অঙ্কিত লাভকে গ্রেপ্তারে ইতোমধ্যে তৎপরতা শুরু হয়েছে বলে জানানো হয়েছে লন্ডন মেট্রোপলিটন পুলিশের বিবৃতিতে।

প্রসঙ্গত, ২২ এপ্রিল জম্মু ও কাশ্মির রাজ্যের পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানিয়ে গত শুক্রবার লন্ডনের হাইকমিশনের সামনে বিক্ষোভ করেন প্রায় ৩০০ ভারতীয়। বিক্ষোভ থেকে ২ জনকে গ্রেপ্তারও করে পুলিশ। সেই বিক্ষোভের দু’দিন পর রোববার এই ঘটনা ঘটান অঙ্কিত লাভ।