ঢাকা ১০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে আহতদের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo শাহরাস্তির মেহের ডিগ্রি কলেজে বৃটিশ নাগরিককে সভাপতি করায় প্রথম সভা বয়কট Logo ট্রাম্পের ১০০ দিনেই অতিষ্ঠ গোটা বিশ্ব Logo নোয়াখালী কলেজ অধ্যক্ষের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ইসলামি ছাত্র আন্দোলন Logo আমরা ফুলের মতো একটি বাংলাদেশ গড়তে চাই: আমীরে জামায়াত Logo চিনের রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২২ Logo ছয় দফা দাবিতে সব পলিটেকনিক ‘কমপ্লিট শাটডাউন’ Logo গুজরাটে ভেঙে ফেলা হচ্ছে ‘বাংলাদেশি’ অনুপ্রবেশকারীদের অবৈধ স্থাপনা Logo আজ ভয়াল ২৯ এপ্রিল : ১৯৯১ সালের সেই বিভীষিকাময় রাত এবং আজকের উপকূলের করুণ বাস্তবতা Logo জবি ছাত্রলীগের ৩৫ নেতাকর্মীদের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

প্রাথমিক শিক্ষকদের জন্য বড় সুখবর, পূরণ হচ্ছে দীর্ঘদিনের দাবি

প্রাথমিক শিক্ষকদের জন্য বড় সুখবর আসছে। তাদের বেতন গ্রেড এক ধাপ বাড়ানোর উদ্যোগ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ‘প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষার মানোন্নয়নে গঠিত পরামর্শক কমিটি’র সুপারিশ এবং আদালতের রায়ের আলোকে এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

এ উদ্যোগ বাস্তবায়িত হলে প্রাথমিকের সহকারী শিক্ষকরা শুরুতে ১২তম ও প্রধান শিক্ষকরা দশম গ্রেড পাবেন।

‘প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষার মানোন্নয়নে গঠিত পরামর্শক কমিটি’র নেতৃত্ব দিচ্ছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক মনজুর আহমদ। এই কমিটি প্রাথমিক শিক্ষকদের গ্রেড বাড়ানোসহ কয়েকটি সুপারিশ করেছে। গত ফেব্রুয়ারি মাসে সরকারের কাছে প্রতিবেদন জমা দেয়।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ বিষয়ে পদক্ষেপ নিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের সুপারিশ করা উন্নীত গ্রেডে অন্তর্ভুক্ত করার জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। পাশাপাশি বেতন স্কেল উন্নীতকরণের চেকলিস্ট অনুযায়ী প্রস্তাব দিতে অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি অধিদপ্তরকে এ চিঠি দেয় মন্ত্রণালয়।

এ ক্ষেত্রে শিক্ষক হিসেবে শুরুতে বেতন গ্রেড হবে ১২তম। এরপর দুই বছর পর চাকরি স্থায়ীকরণ ও আরো দুই বছর পর তারা ‘সিনিয়র শিক্ষক’ হবেন। তখন তাদের বেতন গ্রেড হবে ১১তম। এ ছাড়া পরামর্শক কমিটি প্রধান শিক্ষকদের বেতন গ্রেড দশম করার সুপারিশ করে।

জনপ্রিয় সংবাদ

জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে আহতদের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

প্রাথমিক শিক্ষকদের জন্য বড় সুখবর, পূরণ হচ্ছে দীর্ঘদিনের দাবি

আপডেট সময় ০২:৪৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

প্রাথমিক শিক্ষকদের জন্য বড় সুখবর আসছে। তাদের বেতন গ্রেড এক ধাপ বাড়ানোর উদ্যোগ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ‘প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষার মানোন্নয়নে গঠিত পরামর্শক কমিটি’র সুপারিশ এবং আদালতের রায়ের আলোকে এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

এ উদ্যোগ বাস্তবায়িত হলে প্রাথমিকের সহকারী শিক্ষকরা শুরুতে ১২তম ও প্রধান শিক্ষকরা দশম গ্রেড পাবেন।

‘প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষার মানোন্নয়নে গঠিত পরামর্শক কমিটি’র নেতৃত্ব দিচ্ছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক মনজুর আহমদ। এই কমিটি প্রাথমিক শিক্ষকদের গ্রেড বাড়ানোসহ কয়েকটি সুপারিশ করেছে। গত ফেব্রুয়ারি মাসে সরকারের কাছে প্রতিবেদন জমা দেয়।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ বিষয়ে পদক্ষেপ নিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের সুপারিশ করা উন্নীত গ্রেডে অন্তর্ভুক্ত করার জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। পাশাপাশি বেতন স্কেল উন্নীতকরণের চেকলিস্ট অনুযায়ী প্রস্তাব দিতে অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি অধিদপ্তরকে এ চিঠি দেয় মন্ত্রণালয়।

এ ক্ষেত্রে শিক্ষক হিসেবে শুরুতে বেতন গ্রেড হবে ১২তম। এরপর দুই বছর পর চাকরি স্থায়ীকরণ ও আরো দুই বছর পর তারা ‘সিনিয়র শিক্ষক’ হবেন। তখন তাদের বেতন গ্রেড হবে ১১তম। এ ছাড়া পরামর্শক কমিটি প্রধান শিক্ষকদের বেতন গ্রেড দশম করার সুপারিশ করে।