ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

বগুড়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযুক্ত নুরু গ্রেফতার

বগুড়ার কাহালুতে প্রতিবেশীর দুই শিশুকে ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত নুরু ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ তাকে আদালতে চালান করা হব।

রোববার সন্ধ্যায় বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
নুরু ইসলাম উপজেলার পাইকড় ইউনিয়নের বাসিন্দা ও পেশায় কৃষি শ্রমিক।

গত বুধবার (১২ মার্চ) উপজেলার পাইকড় ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশ শুক্রবার রাতে দুই শিশুকে নিজেদের হেফাজতে নিয়ে হাসপাতালে ভর্তি করায়।

এজাহারের বরাতে পুলিশ সূত্র জানায়, বুধবার শিশু দুইটি বাড়ির সামনে খেলছিল। এ সময় খাবারের লোভ দেখিয়ে তাদের নিজ বাড়িতে নিয়ে যায়। সেখানে দুই শিশুকে ধর্ষণ করে নুরু। পরদিন বৃহস্পতিবার ধর্ষণের শিকার দুই শিশুর একজন জ্বরে আক্রান্ত ও আরেকজনের রক্তক্ষরণ শুরু হলে পরিবার বিষয়টি টের পেলে অভিযুক্ত নুরু এলাকা ছেড়ে পালিয়ে যায়।

পরবর্তীতে পুলিশ খবর পেয়ে শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে ভুক্তভোগী দুই শিশুকে হেফাজতে নিয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বগুড়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযুক্ত নুরু গ্রেফতার

আপডেট সময় ০৩:৪০:২৩ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫

বগুড়ার কাহালুতে প্রতিবেশীর দুই শিশুকে ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত নুরু ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ তাকে আদালতে চালান করা হব।

রোববার সন্ধ্যায় বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
নুরু ইসলাম উপজেলার পাইকড় ইউনিয়নের বাসিন্দা ও পেশায় কৃষি শ্রমিক।

গত বুধবার (১২ মার্চ) উপজেলার পাইকড় ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশ শুক্রবার রাতে দুই শিশুকে নিজেদের হেফাজতে নিয়ে হাসপাতালে ভর্তি করায়।

এজাহারের বরাতে পুলিশ সূত্র জানায়, বুধবার শিশু দুইটি বাড়ির সামনে খেলছিল। এ সময় খাবারের লোভ দেখিয়ে তাদের নিজ বাড়িতে নিয়ে যায়। সেখানে দুই শিশুকে ধর্ষণ করে নুরু। পরদিন বৃহস্পতিবার ধর্ষণের শিকার দুই শিশুর একজন জ্বরে আক্রান্ত ও আরেকজনের রক্তক্ষরণ শুরু হলে পরিবার বিষয়টি টের পেলে অভিযুক্ত নুরু এলাকা ছেড়ে পালিয়ে যায়।

পরবর্তীতে পুলিশ খবর পেয়ে শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে ভুক্তভোগী দুই শিশুকে হেফাজতে নিয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়।