ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

আলোচনায় জুনায়েদের গুগল ফরম, কী জানতে চেয়েছেন তিনি?

গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার দেশত্যাগের পর অন্তর্বর্তী সরকারের কাঠামোয় ছাত্রদের প্রতিনিধিত্ব দেখা যায়। এরপর ২৮ ফেব্রুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলামকে আহ্বায়ক করে জাতীয় নাগরিক পার্টি নামে নতুন একটি রাজনৈতিক দল ঘোষণা করা হয়।

তবে দল ঘোষণার আগেই আন্দোলনে নেতৃত্ব দেওয়া একটি পক্ষ জানিয়ে দেয়, তারা এতে থাকবে না। তাদের অন্যতম নেতা জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। এরপর থেকেই আলোচনা শুরু হয়—জুনায়েদ কি নতুন কোনো রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন?

অবশেষে আজ রবিবার রাজনৈতিক ও সামাজিক শক্তির সমন্বয়ে একটি শক্তিশালী প্ল্যাটফরম গঠনের উদ্যোগের ঘোষণা দিলেন জুনায়েদ। আগামী এপ্রিল মাসে নতুন এই প্ল্যাটফরম আসছে বলে জানিয়েছেন তিনি। নিজের ফেসবুক আইডিতে তিনি ‘জুলাই গণ-অভ্যুত্থান’ শক্তির এই প্ল্যাটফরমের প্রধান উদ্যোক্তা হিসেবে পরিচয় দিয়েছেন।

অনেকেই বলছেন, এই প্ল্যাটফরম দ্রুতই রাজনৈতিক দলে রূপ নেবে। জুনায়েদ তার ফেসবুক পোস্টের মন্তব্যের ঘরে একটি গুগল ফরম যুক্ত করে সবাইকে যুক্ত থাকতে আহ্বান জানিয়েছেন।

তার পোস্টের পর ওই গুগল ফরম নিয়ে আলোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মেহরাব হাসিব নামের একজন লিখেছেন, নতুন দল তাদের ফরমে বাজিমাত করেছে।

এখানে জিজ্ঞেস করা হচ্ছে আপনি এই প্ল্যাটফরমে কিভাবে অংশগ্রহণ করতে চান। অপশন হিসেবে রাখা হয়েছে সংগঠক, দাতা, সমর্থক, বুদ্ধিবৃত্তিক সহায়তা, অনলাইন অ্যাক্টিভিজম ইত্যাদি। অর্থাৎ সবাইকে দু-হাত খুলে আমন্ত্রণ জানানো হচ্ছে জয়েন করার জন্য। যে কেউ কন্ট্রিবিউট করতে পারবে, কোনো বাধাধরা নেই। ব্রিলিয়ান্ট মুভ!
জুনায়েদ তার গুগল ফরমে ব্যক্তির নাম, শিক্ষাপ্রতিষ্ঠান, মোবাইল নম্বর, পেশা ও কর্মক্ষেত্র, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, কোন জেলায় কাজ করতে ইচ্ছুক, প্ল্যাটফরমের সাথে কিভাবে যুক্ত হতে চান (সংগঠক, দাতা, সমর্থক, বুদ্ধিবৃত্তিক সহায়তা, অনলাইন অ্যাক্টিভিজম), সুনির্দিষ্টভাবে কোন এলাকায় কাজ করতে চান, পূর্ববর্তী কোন কোন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন এবং পদবি কী ছিল, বিগত স্বৈরাচার আমলে (জুলাই গণ-অভ্যুত্থানসহ) ভূমিকা, ফেসবুক আইডি লিংক, নতুন প্ল্যাটফরমের ব্যাপারে পরামর্শসহ বেশ কিছু তথ্য চাওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পকে পাল্টা হুমকি ইরানের

আলোচনায় জুনায়েদের গুগল ফরম, কী জানতে চেয়েছেন তিনি?

আপডেট সময় ০৮:৩৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫

গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার দেশত্যাগের পর অন্তর্বর্তী সরকারের কাঠামোয় ছাত্রদের প্রতিনিধিত্ব দেখা যায়। এরপর ২৮ ফেব্রুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলামকে আহ্বায়ক করে জাতীয় নাগরিক পার্টি নামে নতুন একটি রাজনৈতিক দল ঘোষণা করা হয়।

তবে দল ঘোষণার আগেই আন্দোলনে নেতৃত্ব দেওয়া একটি পক্ষ জানিয়ে দেয়, তারা এতে থাকবে না। তাদের অন্যতম নেতা জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। এরপর থেকেই আলোচনা শুরু হয়—জুনায়েদ কি নতুন কোনো রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন?

অবশেষে আজ রবিবার রাজনৈতিক ও সামাজিক শক্তির সমন্বয়ে একটি শক্তিশালী প্ল্যাটফরম গঠনের উদ্যোগের ঘোষণা দিলেন জুনায়েদ। আগামী এপ্রিল মাসে নতুন এই প্ল্যাটফরম আসছে বলে জানিয়েছেন তিনি। নিজের ফেসবুক আইডিতে তিনি ‘জুলাই গণ-অভ্যুত্থান’ শক্তির এই প্ল্যাটফরমের প্রধান উদ্যোক্তা হিসেবে পরিচয় দিয়েছেন।

অনেকেই বলছেন, এই প্ল্যাটফরম দ্রুতই রাজনৈতিক দলে রূপ নেবে। জুনায়েদ তার ফেসবুক পোস্টের মন্তব্যের ঘরে একটি গুগল ফরম যুক্ত করে সবাইকে যুক্ত থাকতে আহ্বান জানিয়েছেন।

তার পোস্টের পর ওই গুগল ফরম নিয়ে আলোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মেহরাব হাসিব নামের একজন লিখেছেন, নতুন দল তাদের ফরমে বাজিমাত করেছে।

এখানে জিজ্ঞেস করা হচ্ছে আপনি এই প্ল্যাটফরমে কিভাবে অংশগ্রহণ করতে চান। অপশন হিসেবে রাখা হয়েছে সংগঠক, দাতা, সমর্থক, বুদ্ধিবৃত্তিক সহায়তা, অনলাইন অ্যাক্টিভিজম ইত্যাদি। অর্থাৎ সবাইকে দু-হাত খুলে আমন্ত্রণ জানানো হচ্ছে জয়েন করার জন্য। যে কেউ কন্ট্রিবিউট করতে পারবে, কোনো বাধাধরা নেই। ব্রিলিয়ান্ট মুভ!
জুনায়েদ তার গুগল ফরমে ব্যক্তির নাম, শিক্ষাপ্রতিষ্ঠান, মোবাইল নম্বর, পেশা ও কর্মক্ষেত্র, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, কোন জেলায় কাজ করতে ইচ্ছুক, প্ল্যাটফরমের সাথে কিভাবে যুক্ত হতে চান (সংগঠক, দাতা, সমর্থক, বুদ্ধিবৃত্তিক সহায়তা, অনলাইন অ্যাক্টিভিজম), সুনির্দিষ্টভাবে কোন এলাকায় কাজ করতে চান, পূর্ববর্তী কোন কোন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন এবং পদবি কী ছিল, বিগত স্বৈরাচার আমলে (জুলাই গণ-অভ্যুত্থানসহ) ভূমিকা, ফেসবুক আইডি লিংক, নতুন প্ল্যাটফরমের ব্যাপারে পরামর্শসহ বেশ কিছু তথ্য চাওয়া হয়েছে।