ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ট্রাকচাপায় প্রাণ হাড়ালো বাবা-ছেলের

পাবনার ভাঙ্গুড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছেন।

শনিবার (১৫ মার্চ) বিকেলে উপজেলার দিলপাশার ইউনিয়নের পাটুল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. সুলাইমান (৩২) ও তার ছেলে জুনায়েদ আহমেদ (৪)। তারা উপজেলার পাথরঘাটা এলাকার ইদ্রিসের ছেলে ও নাতি।

স্থানীয়রা বলেন, শনিবার বিকেলে সোলায়মান ও তার ছেলে জুনায়েদ মোটরসাইকেলে করে খান মরিচ ইউনিয়নের সুলতানপুর এলাকার জুনায়েদের নানাবাড়ি যাচ্ছিলেন। মোটরসাইকেলটি দিলপাশার ইউনিয়নের পাটুল বাজারে পৌঁছলে পেছন থেকে একটি ট্রাক চাপা দেয়। এতে জুনায়েদের মাথা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। অপরদিকে সোলায়মানের শরীরের বাম পাশ দিয়ে ট্রাকের চাকা চলে গেলে গুরুতর আহত হন।

তাকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সোলায়মানকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন। সেখানে নেওয়ার পথে টাঙ্গাইল এলাকায় পৌঁছলে তিনি মারা যান। এ ঘটনায় সোলায়মানের বাবা ভাঙ্গুড়া থানায় একটি মামলা করেছেন।

মো. সুলাইমানের চাচা আনিসুর রহমান জানায়, সুলাইমানের ছেলে জুনায়েদ ট্রাকচাপায় ঘটনাস্থলেই মারা যায়। সুলাইমানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ৯টার দিকে টাঙ্গাইল এলাকায় মারা যান।

ভাঙ্গুড়া থানার ওসি শফিকুল ইসলাম জানায়, ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাবা-ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় ভাঙ্গুড়া থানায় একটি মামলা করা হয়েছে। ট্রাকটি আটক করা হলেও চালক ও তার সহযোগী পালিয়ে গেছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ট্রাম্পকে পাল্টা হুমকি ইরানের

ট্রাকচাপায় প্রাণ হাড়ালো বাবা-ছেলের

আপডেট সময় ০৯:৩৫:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫

পাবনার ভাঙ্গুড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছেন।

শনিবার (১৫ মার্চ) বিকেলে উপজেলার দিলপাশার ইউনিয়নের পাটুল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. সুলাইমান (৩২) ও তার ছেলে জুনায়েদ আহমেদ (৪)। তারা উপজেলার পাথরঘাটা এলাকার ইদ্রিসের ছেলে ও নাতি।

স্থানীয়রা বলেন, শনিবার বিকেলে সোলায়মান ও তার ছেলে জুনায়েদ মোটরসাইকেলে করে খান মরিচ ইউনিয়নের সুলতানপুর এলাকার জুনায়েদের নানাবাড়ি যাচ্ছিলেন। মোটরসাইকেলটি দিলপাশার ইউনিয়নের পাটুল বাজারে পৌঁছলে পেছন থেকে একটি ট্রাক চাপা দেয়। এতে জুনায়েদের মাথা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। অপরদিকে সোলায়মানের শরীরের বাম পাশ দিয়ে ট্রাকের চাকা চলে গেলে গুরুতর আহত হন।

তাকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সোলায়মানকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন। সেখানে নেওয়ার পথে টাঙ্গাইল এলাকায় পৌঁছলে তিনি মারা যান। এ ঘটনায় সোলায়মানের বাবা ভাঙ্গুড়া থানায় একটি মামলা করেছেন।

মো. সুলাইমানের চাচা আনিসুর রহমান জানায়, সুলাইমানের ছেলে জুনায়েদ ট্রাকচাপায় ঘটনাস্থলেই মারা যায়। সুলাইমানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ৯টার দিকে টাঙ্গাইল এলাকায় মারা যান।

ভাঙ্গুড়া থানার ওসি শফিকুল ইসলাম জানায়, ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাবা-ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় ভাঙ্গুড়া থানায় একটি মামলা করা হয়েছে। ট্রাকটি আটক করা হলেও চালক ও তার সহযোগী পালিয়ে গেছেন।