ঢাকা ০২:৪১ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ইসি পুনর্গঠনে নির্বাচন কমিশনের সামনে এনসিপির বিক্ষোভ Logo ববির নবনিযুক্ত রেজিস্ট্রার মুহসিন উদ্দীন Logo দ্রুত নির্বাচনসহ ৩ দাবিতে প্রধান উপদেষ্টাকে অস্ট্রেলিয়ার ৪৩ সিনেটর-এমপির চিঠি Logo ধানমন্ডি থানায় কেন গেলেন হান্নান মাসউদ,জানতে এনসিপির কারণ দর্শানোর নোটিশ Logo মোবাইলে কথা বলার সময় পাঁচতলা থেকে পড়ে যুবকের মৃত্যু Logo আসিফ-মাহফুজকে পদত্যাগের আহ্বান ইশরাকের Logo জামালপুরে বিএনপি নেতার গুদাম থেকে ১০৪ বস্তা সরকারি চাল উদ্ধার Logo দুপুরের মধ্যে যে ৫ জেলায় ঝড় হতে পাবে Logo নিজ দেশকে ‘অসভ্য রাষ্ট্র’বললেন ইসরায়েলের বিরোধীদলীয় নেতা, দেশজুড়ে তোলপাড় Logo ‘১৭ বছর খাইনি, এখন খাব’দুই বিএনপি নেতার ফোনালাপ ফাঁস

আবু সাঈদের পরিবারের সঙ্গে দেখা করলেন পাবিপ্রবি উপ-উপাচার্য ড. নজরুল ইসলাম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) উপ-উপাচার্য প্রফেসর ড. নজরুল ইসলাম।

শনিবার (২৬ এপ্রিল) রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের জাফরপাড়া গ্রামের বাবনপুরে শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন তিনি। এসময় তিনি শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন এবং তাঁর পিতা মকবুল হোসেন ও মাতা মনোয়ারা বেগমের খোঁজখবর নেন এবং তাঁদের সঙ্গে কথা বলেন। এ সময় আবু সাঈদ ফাউন্ডেশনের সম্পাদক আবু হোসেনও উপস্থিত ছিলেন।

পাবিপ্রবি উপ-উপাচার্য ড. নজরুল ইসলাম বলেন, “বিশ্ব মেধা সম্পদ দিবস উপলক্ষে আয়োজিত প্রোগামে আমি মুল বক্তা হিসেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম। জুলাই আন্দোলনে আবু সাঈদের শহীদ হওয়ার পর পরিস্থিতির পরিবর্তন ঘটে। আবু সাঈদসহ সকল শহীদের প্রাণের বিনিময়ে আমাদের জুলাই অভ্যুত্থান সফল হয়েছে। আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নয়, ব্যক্তিগত অনুভূতি থেকে গিয়েছি। আবু সাঈদের কবর জিয়ারত করেছি এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া করেছি।”

তিনি আরও বলেন, “আবু সাঈদের বাবা-মা অত্যন্ত সহজসরল এবং অমায়িক মানুষ। সন্তান হারানোর ট্রমা থেকে তাঁরা এখনো পুরোপুরি বের হতে পারেননি। মানসিক ও অর্থনৈতিকভাবে তাঁরা খুব বেশি স্বচ্ছল নন। আমি তাঁদের কাছে আমার জন্য দোয়া চেয়েছি। আল্লাহ শহীদদের পিতা-মাতার দোয়া কবুল করেন।”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইসি পুনর্গঠনে নির্বাচন কমিশনের সামনে এনসিপির বিক্ষোভ

আবু সাঈদের পরিবারের সঙ্গে দেখা করলেন পাবিপ্রবি উপ-উপাচার্য ড. নজরুল ইসলাম

আপডেট সময় ০৮:০৭:২৬ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) উপ-উপাচার্য প্রফেসর ড. নজরুল ইসলাম।

শনিবার (২৬ এপ্রিল) রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের জাফরপাড়া গ্রামের বাবনপুরে শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন তিনি। এসময় তিনি শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন এবং তাঁর পিতা মকবুল হোসেন ও মাতা মনোয়ারা বেগমের খোঁজখবর নেন এবং তাঁদের সঙ্গে কথা বলেন। এ সময় আবু সাঈদ ফাউন্ডেশনের সম্পাদক আবু হোসেনও উপস্থিত ছিলেন।

পাবিপ্রবি উপ-উপাচার্য ড. নজরুল ইসলাম বলেন, “বিশ্ব মেধা সম্পদ দিবস উপলক্ষে আয়োজিত প্রোগামে আমি মুল বক্তা হিসেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম। জুলাই আন্দোলনে আবু সাঈদের শহীদ হওয়ার পর পরিস্থিতির পরিবর্তন ঘটে। আবু সাঈদসহ সকল শহীদের প্রাণের বিনিময়ে আমাদের জুলাই অভ্যুত্থান সফল হয়েছে। আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নয়, ব্যক্তিগত অনুভূতি থেকে গিয়েছি। আবু সাঈদের কবর জিয়ারত করেছি এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া করেছি।”

তিনি আরও বলেন, “আবু সাঈদের বাবা-মা অত্যন্ত সহজসরল এবং অমায়িক মানুষ। সন্তান হারানোর ট্রমা থেকে তাঁরা এখনো পুরোপুরি বের হতে পারেননি। মানসিক ও অর্থনৈতিকভাবে তাঁরা খুব বেশি স্বচ্ছল নন। আমি তাঁদের কাছে আমার জন্য দোয়া চেয়েছি। আল্লাহ শহীদদের পিতা-মাতার দোয়া কবুল করেন।”