ঢাকা ০৭:২০ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিএনপি হলো ছ্যাঁচড়া চাঁদাবাজ: ফয়জুল করীম Logo জাতীয় সমাবেশ সফল করায় জামায়াতের কৃতজ্ঞতা প্রকাশ Logo ফোন করে জামায়াত আমিরের খোঁজ নিলেন সেনাপ্রধান Logo অব্যাহতি পেল সেই কিশোর ফাইয়াজ, সংশোধিত আইনে প্রথম আদেশ Logo জামায়াত আমিরের চিকিৎসার জন্য যে কোনো সহায়তা দিতে প্রস্তুত সেনাবাহিনী Logo জামায়াত কেয়ামত পর্যন্ত ক্ষমতায় আসতে পারবে না: গয়েশ্বর চন্দ্র Logo আইনশৃঙ্খলায় দৃশ্যমান অগ্রগতি, নির্বাচন সুষ্ঠু হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টার Logo হারানো বিজ্ঞপ্তি:২ দিন ধরে নিখোঁজ সাদ মুহাম্মদ সাব্বির Logo ২৯শে জুলাই ডাকসুর তফসিল ঘোষণা, ভোট হতে পারে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে Logo গুলিবিদ্ধ হয়েও থামেনি সংগ্রাম: জামায়াতের সমাবেশে দৃঢ়চেতা তা’মীরুল মিল্লাতের ছাত্র জুনাইদ

আবু সাঈদের পরিবারের সঙ্গে দেখা করলেন পাবিপ্রবি উপ-উপাচার্য ড. নজরুল ইসলাম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) উপ-উপাচার্য প্রফেসর ড. নজরুল ইসলাম।

শনিবার (২৬ এপ্রিল) রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের জাফরপাড়া গ্রামের বাবনপুরে শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন তিনি। এসময় তিনি শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন এবং তাঁর পিতা মকবুল হোসেন ও মাতা মনোয়ারা বেগমের খোঁজখবর নেন এবং তাঁদের সঙ্গে কথা বলেন। এ সময় আবু সাঈদ ফাউন্ডেশনের সম্পাদক আবু হোসেনও উপস্থিত ছিলেন।

পাবিপ্রবি উপ-উপাচার্য ড. নজরুল ইসলাম বলেন, “বিশ্ব মেধা সম্পদ দিবস উপলক্ষে আয়োজিত প্রোগামে আমি মুল বক্তা হিসেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম। জুলাই আন্দোলনে আবু সাঈদের শহীদ হওয়ার পর পরিস্থিতির পরিবর্তন ঘটে। আবু সাঈদসহ সকল শহীদের প্রাণের বিনিময়ে আমাদের জুলাই অভ্যুত্থান সফল হয়েছে। আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নয়, ব্যক্তিগত অনুভূতি থেকে গিয়েছি। আবু সাঈদের কবর জিয়ারত করেছি এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া করেছি।”

তিনি আরও বলেন, “আবু সাঈদের বাবা-মা অত্যন্ত সহজসরল এবং অমায়িক মানুষ। সন্তান হারানোর ট্রমা থেকে তাঁরা এখনো পুরোপুরি বের হতে পারেননি। মানসিক ও অর্থনৈতিকভাবে তাঁরা খুব বেশি স্বচ্ছল নন। আমি তাঁদের কাছে আমার জন্য দোয়া চেয়েছি। আল্লাহ শহীদদের পিতা-মাতার দোয়া কবুল করেন।”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিএনপি হলো ছ্যাঁচড়া চাঁদাবাজ: ফয়জুল করীম

আবু সাঈদের পরিবারের সঙ্গে দেখা করলেন পাবিপ্রবি উপ-উপাচার্য ড. নজরুল ইসলাম

আপডেট সময় ০৮:০৭:২৬ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) উপ-উপাচার্য প্রফেসর ড. নজরুল ইসলাম।

শনিবার (২৬ এপ্রিল) রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের জাফরপাড়া গ্রামের বাবনপুরে শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন তিনি। এসময় তিনি শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন এবং তাঁর পিতা মকবুল হোসেন ও মাতা মনোয়ারা বেগমের খোঁজখবর নেন এবং তাঁদের সঙ্গে কথা বলেন। এ সময় আবু সাঈদ ফাউন্ডেশনের সম্পাদক আবু হোসেনও উপস্থিত ছিলেন।

পাবিপ্রবি উপ-উপাচার্য ড. নজরুল ইসলাম বলেন, “বিশ্ব মেধা সম্পদ দিবস উপলক্ষে আয়োজিত প্রোগামে আমি মুল বক্তা হিসেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম। জুলাই আন্দোলনে আবু সাঈদের শহীদ হওয়ার পর পরিস্থিতির পরিবর্তন ঘটে। আবু সাঈদসহ সকল শহীদের প্রাণের বিনিময়ে আমাদের জুলাই অভ্যুত্থান সফল হয়েছে। আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নয়, ব্যক্তিগত অনুভূতি থেকে গিয়েছি। আবু সাঈদের কবর জিয়ারত করেছি এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া করেছি।”

তিনি আরও বলেন, “আবু সাঈদের বাবা-মা অত্যন্ত সহজসরল এবং অমায়িক মানুষ। সন্তান হারানোর ট্রমা থেকে তাঁরা এখনো পুরোপুরি বের হতে পারেননি। মানসিক ও অর্থনৈতিকভাবে তাঁরা খুব বেশি স্বচ্ছল নন। আমি তাঁদের কাছে আমার জন্য দোয়া চেয়েছি। আল্লাহ শহীদদের পিতা-মাতার দোয়া কবুল করেন।”