ঝালকাঠি সুগন্ধা নদীর তীর থেকে মিজান (৩২) নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ সকাল সাড়ে ৯টার দিকে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। মিজান পুর্বচাঁদকাঠি এলাকার জাহাঙ্গির হোসেনের পুত্র। ছোট ভাই রাজু মৃতদেহটি সনাক্ত করেন।
রাজু জানান, গত রাতে সে মায়ের কাছ থেকে কিছু টাকা চায়। কিন্তু মা তাকে টাকা না দেয়ায় তখন সে বাসা থেকে বেরিয়ে যায়, পরে আর বাসায় ফিরে আসেনি। মিজান একটি ফার্নিচারের দোকানে কর্মচারীর কাজ করতো।
সদর থানার ওসি মনিরুজ্জামান জানান, স্থানীয়দের কাছে সংবাদ পেয়ে সুগন্ধা নদী থেকে জেলেপাড়া খালের প্রবেশদ্বারে গিয়ে মরদেহটি দেখতে পাই। ওই মোহনার দক্ষিণ-পুর্ব কোনায় একটি বটগাছের নিচে কিছু নেশাজাতীয় দ্রব্যের আলামত পাওয়া গেছে। তার শরীরে সবকিছু স্বাভাবিক থাকলেও তার ডান পায়ে জুতা ছিলো না। ধারণা করা হচ্ছে নেশাগ্রস্ত অবস্থায় অচেতন হয়ে পানি পড়ে আর উঠতে না পারায় ওখানে শ্বাসরুদ্ধ হয়ে মা*রা যায়। পরবর্তীতে ম*রদেহটি উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের মাধ্যমে ঘটনার আসল রহস্য জানা যাবে। এবং বর্তমানে আইনি প্রক্রিয়া চলমান আছে।