ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যা

রাজশাহীর দুর্গাপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী শাহিনুরের বিরুদ্ধে। গতকাল শুক্রবার (১৪ মার্চ) রাতে উপজেলার জয়নগর ইউনিয়নের আনুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। হত্যার পর নিহতের স্বামী শাহিনুর পলাতক রয়েছেন। জানা যায়, দুই বছর আগে আফরিন আক্তার বৃষ্টির (২২) বিয়ে হয় ওই গ্রামের শাহিনুর রহমানের সঙ্গে।

বর্তমানে তাদের সংসারে একটি কন্যাসন্তান আছে। বিয়ের পর থেকে আফরিন আক্তার বৃষ্টিকে যৌতুকের জন্য তার স্বামী শাহিনুর রহমান প্রায় নির্যাতন করে আসছিলেন। গত (১৪ মার্চ) শুক্রবার সন্ধ্যায় আফরিন আক্তার বৃষ্টিকে মারধর করে মুখে বিষ ঢেলে দেন তার স্বামী। এরপর পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই জহুরুল ইসলাম জানান, যৌতুকের দাবিসহ নানা বিষয় নিয়ে তার বোনকে প্রায় মারধর করতেন শাহিনুর। শুক্রবার সন্ধ্যায় হত্যার উদ্দেশ্যে আবারও তাকে মারধর করেন এবং সেই আঘাতে মারা যান। বিষয়টি ভিন্ন খাতে নেওয়ার জন্য হত্যার পর তার মুখে বিষ ঢেলে দেন স্বামী শাহিনুর। দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

এরপর লাশটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

জনপ্রিয় সংবাদ

টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র, নিহত অন্তত ১০

যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যা

আপডেট সময় ০৮:৪৯:১৫ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫

রাজশাহীর দুর্গাপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী শাহিনুরের বিরুদ্ধে। গতকাল শুক্রবার (১৪ মার্চ) রাতে উপজেলার জয়নগর ইউনিয়নের আনুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। হত্যার পর নিহতের স্বামী শাহিনুর পলাতক রয়েছেন। জানা যায়, দুই বছর আগে আফরিন আক্তার বৃষ্টির (২২) বিয়ে হয় ওই গ্রামের শাহিনুর রহমানের সঙ্গে।

বর্তমানে তাদের সংসারে একটি কন্যাসন্তান আছে। বিয়ের পর থেকে আফরিন আক্তার বৃষ্টিকে যৌতুকের জন্য তার স্বামী শাহিনুর রহমান প্রায় নির্যাতন করে আসছিলেন। গত (১৪ মার্চ) শুক্রবার সন্ধ্যায় আফরিন আক্তার বৃষ্টিকে মারধর করে মুখে বিষ ঢেলে দেন তার স্বামী। এরপর পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই জহুরুল ইসলাম জানান, যৌতুকের দাবিসহ নানা বিষয় নিয়ে তার বোনকে প্রায় মারধর করতেন শাহিনুর। শুক্রবার সন্ধ্যায় হত্যার উদ্দেশ্যে আবারও তাকে মারধর করেন এবং সেই আঘাতে মারা যান। বিষয়টি ভিন্ন খাতে নেওয়ার জন্য হত্যার পর তার মুখে বিষ ঢেলে দেন স্বামী শাহিনুর। দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

এরপর লাশটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’