ভারতীয় বিমানের জন্য আগামী ২৩ মে পর্যন্ত নিজেদের আকাশ সীমা বন্ধ করেছে পাকিস্তান। দেশ দুটির মধ্যে চলমান সীমান্ত উত্তেজনার মধ্যেই পাকিস্থান ও ভারত উভয় দেশের জন্য নির্ধারিত বিভিন্ন চুক্তি সহ নানান সুযোগ সুবিধা বন্ধ ঘোষণা করে তবে ভারতের জন্য সবচাইতে মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে পাকিস্তানের নেয়া এই সিদ্ধান্তটি, দেশটি ভারতীয় বিমান সংস্থাগুলোর জন্য তাদের আকাশ সীমা বন্ধ করে দিয়েছে।
এর ফলে ভারতের আন্তর্জাতিক বিমানগুলোর চলাচলে দেখা দিয়েছে বিশৃঙ্খলা এবং খুব কম সময়ের মধ্যেই যাত্রীদের ভিন্ন রুটে যাতায়াতের ব্যবস্থা করতে গিয়ে বিমান সংস্থাগুলোকে খোয়াতে হচ্ছে লাখ লাখ টাকা, হঠাৎ করেই এমন বিপত্তিতে পড়ায় ভারতীয় প্রধান চারটি বিমান সংস্থা – এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, স্পাইসজেট এবং আকাসা এয়ার ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভারতের বেশ কয়েকটি আন্তর্জাতিক রুটে চলাচলের নির্দিষ্ট সময়ের তুলনায় অতিরিক্ত প্রায় দুই থেকে তিন ঘন্টা সময় আকাশেই ভিন্ন রুটে বিমানগুলোকে উড়াতে হচ্ছে, ফলে অতিরিক্ত সময়ের জন্য অধিক জ্বালানি খরচ বৃদ্ধির পাশাপাশি দেখা দিয়েছেন নানান প্রতিবন্ধকতা। ফ্লাইট মনিটরিং ওয়েবসাইট থেকে জানা যায়, সপ্তাহে ১৩৯ টি ভারতীয় বিমান পাকিস্তানের আকাশ সীমা ব্যবহার করতো।
পাকিস্তানের এই নিষেধাজ্ঞার কারণে ভারতীয় বিমানগুলোকে বিকল্প রুটে চলাচল করতে হবে এবং গুনতে হবে অতিরিক্ত সময় এবং অধিক জ্বালানি।