চট্টগ্রাম মহানগরের ইপিজেড এলাকায় একটি পাঁচ তলা ভবনের ছাদ থেকে পড়ে লোহার রড বিদ্ধ হয়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। নিহিত শিশুর নাম রঞ্জন (৭)। শুক্রবার (১৪ মার্চ) দুপুর ২টার দিকে মাইলের মাথার আজিজ বিল্ডিংয়ের ছাদ থেকে পড়ে শিশুটি মারা যায়। সে উক্ত ভবনের বাসিন্দা পটুয়াখালী জেলার বাবলু সরকারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিশু রঞ্জন ভবনের ছাদে খেলছিল। হঠাৎ ভারসাম্য হারিয়ে ছাদের কার্নিশ থেকে নিচে পড়ে যায়। নিচে থাকা সীমানা প্রাচীরের রড বিদ্ধ হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহবুব এলাহী বলেন, “আমরা যাওয়ার আগে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। পরে উদ্ধার করে আইনি প্রক্রিয়ার জন্য মরদেহ ইপিজেড থানায় হস্তান্তর করা হয়।”