বলিউডের বরেণ্য অভিনেতা দেব মুখার্জি মারা গেছেন। শুক্রবার (১৪ মার্চ) সকাল সাড়ে ৯টায় মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮৩ বছর। টাইমস অব ইন্ডিয়া এ খবর প্রকাশ করেছে।
দেব মুখার্জির মুখপাত্র জুম টিভিকে বলেন, “গত কয়েক মাস ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন দেব মুখার্জি। বার্ধক্যজনিত কারণে আজ সকালে মারা যান তিনি।”
আজ বিকাল ৪টায় মুম্বাইয়ের জুহুর পবন হংস শ্মশানে অনুষ্ঠিত হবে দেব মুখার্জির শেষকৃত্য।
ব্যক্তিগত জীবনে দেব মুখার্জি দুটো বিয়ে করেন। প্রথম সংসারে জন্ম নেয় কন্যা সুনীতা। পরিচালক আশুতোষ গোয়ারিকরের সঙ্গে ঘর বেঁধেছেন তিনি। দ্বিতীয় সংসারে জন্ম নেয় পুত্র অয়ন মুখার্জি। বলিউডের জনপ্রিয় পরিচালক তিনি। ‘ব্রহ্মাস্ত্র’, ‘ওয়ার টু’ সিনেমার নির্মাতা অয়ন মুখার্জি। বলিউড অভিনেত্রী কাজল দেব মুখার্জির ভাতিজি।
১৯৪১ সালের ২২ নভেম্বর উত্তরপ্রদেশের কানপুরে জন্মগ্রহণ করেন দেব মুখার্জি। ১৯৬৫ সালে ‘তু হি মেরি জিন্দিগি’ সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রাখেন তিনি। এরপর বেশ কিছু সিনেমায় অভিনয় করেন। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হলো— ‘অধিকার’, ‘জিন্দিগি জিন্দিগি’, ‘অভিনেত্রী’, ‘কিং আঙ্কেল’, ‘কামিনি’, ‘কারাতে’ প্রমুখ।