ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ববি তে বিজয় ভোজের বাজেট নিয়ে শিক্ষার্থীদের অসন্তোষ Logo দেশের স্বার্থেই জাতিসংঘ মানবাধিকার কার্যালয় স্থাপন: পররাষ্ট্র উপদেষ্টা Logo পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে নেমে ৭৪ রানে হারল টাইগাররা Logo থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘাত: সামরিকভাবে কে শক্তিশালী Logo ইসলাম সব মানুষের নিরাপত্তা এবং অধিকার নিশ্চিত করেছে: জামায়াত সেক্রেটারি Logo ৬ বিলিয়ন পাউন্ডের মুক্তবাণিজ্য চুক্তিতে স্বাক্ষর ভারত ও যুক্তরাজ্যের Logo কুমারখালীতে চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে ভাংচুর লুটপাটের অভিযোগ Logo এবার বাংলাদেশকে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিল পাকিস্তান Logo গত ১৫ বছরে আওয়ামী সন্ত্রাসে নিহতদের তালিকা প্রস্তুতের নির্দেশ Logo প্রেমিকাকে ফেসবুকে ফলো করায় বন্ধুকে খুন 

মোবাইল ফোনে ইন্টারনেট দেখার সময় বিজ্ঞাপন আসা বন্ধ করবেন যেভাবে

  • লিমন হোসেন
  • আপডেট সময় ০৯:৩৫:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
  • 232

কোনোকিছু পড়া বা ভিডিও দেখার সময় বিজ্ঞাপন অনেকের কাছেই বিরক্তিকর।মোবাইল ফোনের স্ক্রিনে অনলাইনে কিছু একটা পড়ছেন, অথবা সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ভিডিও দেখছেন। এমন সময় ভেসে উঠলো বিজ্ঞাপন। যা অনেকক্ষেত্রেই পুরো স্ক্রিনজুড়ে থাকে। যা অনেকের জন্যই বিরক্তিকর। তবে আপনি চাইলেই এই অবাঞ্চিত বিজ্ঞাপন আসা বন্ধ করতে পারবেন এই বিরুক্ত থেকে মুক্তি পেতে পারে। চলুন দেখে আসি কি করে বন্ধ করেতে এই অবাঞ্চিত বিজ্ঞাপন ।

ফোন থেকে
প্রথমে মোবাইল ফোনের সেটিংস অপশনে যান।
সেখান থেকে গুগ্‌ল অপশনে ক্লিক করুন।
একটি নতুন পাতা খুলবে, সেখানে থাকা “অল সার্ভিসেস” অপশনে যান।
এবার সেখান থেকে যেতে হবে “প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি” অপশনে, তারপর অ্যাড্‌সে ক্লিক করুন।
অ্যাডস-এ গিয়ে ‘অ্যাড প্রাইভেসি’ অপশনে যেতে হবে। সেখান থেকে “অ্যাড টপিকস”-এ যান।
এবার “অ্যাড টপিকস” অপশনটি অফ করে দিন। তাহলেই গুচ্ছ গুচ্ছ বিজ্ঞাপন ঢোকা বন্ধ হবে ফোনে।

ব্রাউজার থেকে
প্রথমে ফোন বা ট্যাব থেকে গুগ্‌ল ক্রোমের পাতাটি খুলতে হবে।
পাতাটির ডান দিকে একেবারে কোণে তিনটি “ডট” দেখতে পাবেন।
সেখানে ক্লিক করলে লম্বা একটি তালিকা চলে আসবে। সেখান থেকে “সেটিংস” অপশনে ক্লিক করতে হবে।
“সেটিংস” অপশনে ক্লিক করলে আরও একটি তালিকা আসবে। সেখান থেকে “সাইট সেটিংস” নামে অপশনটিতে গিয়ে ক্লিক করুন।
এরপর নতুন একটি পাতা আসবে, সেখানে “কনটেন্ট” অপশনে ক্লিক করলেই “পপ-আপ অ্যান্ড রিডাইরেক্ট” অপশন দেখতে পাবেন। পাশেই “টগল” অপশন দেখা যাবে, সেটি বন্ধ করতে হবে।
এরপর আবার ফিরে যান “সাইট সেটিংস”-এ। সেখানে গিয়ে “ইনট্রুসিভ অ্যাড্‌স” অপশনটি খুলুন। সেখানে আরও একটি অপশন থাকবে, সেটিকে বন্ধ করে দিন।

জনপ্রিয় সংবাদ

ববি তে বিজয় ভোজের বাজেট নিয়ে শিক্ষার্থীদের অসন্তোষ

মোবাইল ফোনে ইন্টারনেট দেখার সময় বিজ্ঞাপন আসা বন্ধ করবেন যেভাবে

আপডেট সময় ০৯:৩৫:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

কোনোকিছু পড়া বা ভিডিও দেখার সময় বিজ্ঞাপন অনেকের কাছেই বিরক্তিকর।মোবাইল ফোনের স্ক্রিনে অনলাইনে কিছু একটা পড়ছেন, অথবা সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ভিডিও দেখছেন। এমন সময় ভেসে উঠলো বিজ্ঞাপন। যা অনেকক্ষেত্রেই পুরো স্ক্রিনজুড়ে থাকে। যা অনেকের জন্যই বিরক্তিকর। তবে আপনি চাইলেই এই অবাঞ্চিত বিজ্ঞাপন আসা বন্ধ করতে পারবেন এই বিরুক্ত থেকে মুক্তি পেতে পারে। চলুন দেখে আসি কি করে বন্ধ করেতে এই অবাঞ্চিত বিজ্ঞাপন ।

ফোন থেকে
প্রথমে মোবাইল ফোনের সেটিংস অপশনে যান।
সেখান থেকে গুগ্‌ল অপশনে ক্লিক করুন।
একটি নতুন পাতা খুলবে, সেখানে থাকা “অল সার্ভিসেস” অপশনে যান।
এবার সেখান থেকে যেতে হবে “প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি” অপশনে, তারপর অ্যাড্‌সে ক্লিক করুন।
অ্যাডস-এ গিয়ে ‘অ্যাড প্রাইভেসি’ অপশনে যেতে হবে। সেখান থেকে “অ্যাড টপিকস”-এ যান।
এবার “অ্যাড টপিকস” অপশনটি অফ করে দিন। তাহলেই গুচ্ছ গুচ্ছ বিজ্ঞাপন ঢোকা বন্ধ হবে ফোনে।

ব্রাউজার থেকে
প্রথমে ফোন বা ট্যাব থেকে গুগ্‌ল ক্রোমের পাতাটি খুলতে হবে।
পাতাটির ডান দিকে একেবারে কোণে তিনটি “ডট” দেখতে পাবেন।
সেখানে ক্লিক করলে লম্বা একটি তালিকা চলে আসবে। সেখান থেকে “সেটিংস” অপশনে ক্লিক করতে হবে।
“সেটিংস” অপশনে ক্লিক করলে আরও একটি তালিকা আসবে। সেখান থেকে “সাইট সেটিংস” নামে অপশনটিতে গিয়ে ক্লিক করুন।
এরপর নতুন একটি পাতা আসবে, সেখানে “কনটেন্ট” অপশনে ক্লিক করলেই “পপ-আপ অ্যান্ড রিডাইরেক্ট” অপশন দেখতে পাবেন। পাশেই “টগল” অপশন দেখা যাবে, সেটি বন্ধ করতে হবে।
এরপর আবার ফিরে যান “সাইট সেটিংস”-এ। সেখানে গিয়ে “ইনট্রুসিভ অ্যাড্‌স” অপশনটি খুলুন। সেখানে আরও একটি অপশন থাকবে, সেটিকে বন্ধ করে দিন।