ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

চাঁদপুরে বন্ধুদের সাথে নদীতে গোসল করতে নেমে কলেজ ছাত্র নিখোঁজ

চাঁদপুর শহরের গুনরাজদীতে বন্ধুদের সাথে ডাকাতিয়া নদীতে গোসল করতে গিয়ে সৌম্যদীপ সরকার আপন নামের ইন্টার পড়ুয়া এক কলেজ ছাত্র নিখোঁজ হয়েছে।

গতকাল রোববার (২৭ এপ্রিল) দুপুরে চাঁদপুর শহরের পৌরসভার ১০ নং ওয়ার্ডস্থ গুনরাজদী এলাকায় ডাকাতিয়া নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ হওয়া সৌম্যদীপ সরকার আপন মিশন রোড এলাকার মানিক রঞ্জন সরকারের ছেলে। তার বাবা হাজীগঞ্জে মেনাপুর বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক।নিখোঁজ আপন পুরান বাজার ডিগ্রী কলেজের প্রথম বর্ষের ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার দুপুরে আপন বাসা থেকে বের হয়ে বন্ধুদের সাথে গোসল করতে ইসলামপুর গাছতলা এলাকার দেশ এনার্জি বিদ্যুৎ কেন্দ্রের পাশে ডাকাতিয়া নদীতে যান। এ সময় তারা সাঁতার প্রতিযোগিতা দিয়ে নদীর এপার থেকে ওপার যাওয়ার চেষ্টা করে। তারা নদীর মাঝখান দিয়ে একটি বালু বোঝাই বলগেট যাওয়ার সময় প্রচন্ড ঢেউয়ে আপন নদীর তলদেশে তলিয়ে যায়। সাথে থাকা তিন বন্ধু তীরে উঠলেও আপন নিখোঁজ হয়। তবে বন্ধুরা নিখোঁজের সংবাদটি তার পরিবারকে দীর্ঘ সময় পরে জানান।
এদিকে নিখোঁজের খবর পেয়ে নৌ ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড, ও নৌ-পুলিশ সদস্যরা সহ ডুবরি দল দীর্ঘ কয়েক ঘন্টার উদ্ধার অভিযান পরিচালনা করে।

নিখোঁজ হওয়া আপনের মা শান্তা সরকার জানায়, বাসা থেকে না বলে আপন বন্ধুদের সাথে গোসল করতে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। আপন অল্প সাঁতার পারে। তবে মাঝেমধ্যে পরিবারের কাউকে না বলে নদীতে গোসল করতে যায় সে।
ছেলের খোঁজ পেতে সকলের সহযোগিতা কামনা করেন পরিবারের স্বজনরা।
কলেজ ছাত্র নিখোঁজের খবর শুনে এলাকার হাজার হাজার নারী পুরুষ ও তার সহপাঠীরা ডাকাতিয়া নদীর পাড়ে গিয়ে ভিড় জমায়।
আপন নিখোঁজ হওয়ায় বাবা মা ও পরিবারের স্বজনরা নদীর পাড়ে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়ে আহাজারি করতে দেখা যায়।

 

জনপ্রিয় সংবাদ

এবার সরকারি গ্রাফিক্স আর্টস ইনস্টিটিউটের শিক্ষার্থীকে ছাত্রদলের নির্যাতন

চাঁদপুরে বন্ধুদের সাথে নদীতে গোসল করতে নেমে কলেজ ছাত্র নিখোঁজ

আপডেট সময় ০৯:২০:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

চাঁদপুর শহরের গুনরাজদীতে বন্ধুদের সাথে ডাকাতিয়া নদীতে গোসল করতে গিয়ে সৌম্যদীপ সরকার আপন নামের ইন্টার পড়ুয়া এক কলেজ ছাত্র নিখোঁজ হয়েছে।

গতকাল রোববার (২৭ এপ্রিল) দুপুরে চাঁদপুর শহরের পৌরসভার ১০ নং ওয়ার্ডস্থ গুনরাজদী এলাকায় ডাকাতিয়া নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ হওয়া সৌম্যদীপ সরকার আপন মিশন রোড এলাকার মানিক রঞ্জন সরকারের ছেলে। তার বাবা হাজীগঞ্জে মেনাপুর বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক।নিখোঁজ আপন পুরান বাজার ডিগ্রী কলেজের প্রথম বর্ষের ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার দুপুরে আপন বাসা থেকে বের হয়ে বন্ধুদের সাথে গোসল করতে ইসলামপুর গাছতলা এলাকার দেশ এনার্জি বিদ্যুৎ কেন্দ্রের পাশে ডাকাতিয়া নদীতে যান। এ সময় তারা সাঁতার প্রতিযোগিতা দিয়ে নদীর এপার থেকে ওপার যাওয়ার চেষ্টা করে। তারা নদীর মাঝখান দিয়ে একটি বালু বোঝাই বলগেট যাওয়ার সময় প্রচন্ড ঢেউয়ে আপন নদীর তলদেশে তলিয়ে যায়। সাথে থাকা তিন বন্ধু তীরে উঠলেও আপন নিখোঁজ হয়। তবে বন্ধুরা নিখোঁজের সংবাদটি তার পরিবারকে দীর্ঘ সময় পরে জানান।
এদিকে নিখোঁজের খবর পেয়ে নৌ ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড, ও নৌ-পুলিশ সদস্যরা সহ ডুবরি দল দীর্ঘ কয়েক ঘন্টার উদ্ধার অভিযান পরিচালনা করে।

নিখোঁজ হওয়া আপনের মা শান্তা সরকার জানায়, বাসা থেকে না বলে আপন বন্ধুদের সাথে গোসল করতে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। আপন অল্প সাঁতার পারে। তবে মাঝেমধ্যে পরিবারের কাউকে না বলে নদীতে গোসল করতে যায় সে।
ছেলের খোঁজ পেতে সকলের সহযোগিতা কামনা করেন পরিবারের স্বজনরা।
কলেজ ছাত্র নিখোঁজের খবর শুনে এলাকার হাজার হাজার নারী পুরুষ ও তার সহপাঠীরা ডাকাতিয়া নদীর পাড়ে গিয়ে ভিড় জমায়।
আপন নিখোঁজ হওয়ায় বাবা মা ও পরিবারের স্বজনরা নদীর পাড়ে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়ে আহাজারি করতে দেখা যায়।