ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সীমান্ত জুড়ে সংঘর্ষ: ২০০ তালেবান সদস্য নিহতের দাবি পাকিস্তানের Logo শহীদ মিনারেই রাত কাটাবেন আন্দোলনরত শিক্ষকরা Logo রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা Logo চবি শিবিরের এজিএস প্রার্থীকে নিয়ে সহপাঠীর স্ট্যাটাস ‘মুন্নার মতো ছেলে শিবিরের তৈরি?’ Logo কোনো ষড়যন্ত্রই বিএনপির বিজয়কে ঠেকাতে পারবে না: দুলু Logo ৩০০ কোটি টাকা বরাদ্দে আইকনিক হচ্ছে আন্দরকিল্লা মসজিদ Logo নতুন কর্মসূচি ঘোষণা করল জামায়াতে ইসলামী Logo চবি ছাত্রদলের ৩ প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ শিবিরের Logo সেনা কর্মকর্তাদের বিচারের ক্ষমতা ট্রাইব্যুনালের রয়েছে Logo চবির আবাসিক হলে ছাত্রদল প্যানেলের প্রার্থীর কক্ষে দুই বহিরাগত সনাক্ত

আফগান সীমান্তে পাকিস্তানের সেনা অভিযান, ৫৪ জঙ্গি নিহত

আফগান সীমান্তে পাকিস্তানের সেনা অভিযান, ৫৪ জঙ্গি নিহত

আফগানিস্তান থেকে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সীমান্ত দিয়ে সে দেশে ঢোকার চেষ্টা করার সময় ৫৪ জন জঙ্গি নিহত হয়েছে। পাকিস্তানি সেনাবাহিনী রবিবার এ তথ্য জানিয়েছে।

সেনাবাহিনী এদিন এক বিবৃতিতে জানায়, শুক্রবার থেকে রবিবারের মধ্যে খাইবারপাখতুনখোয়া প্রদেশে পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত দিয়ে ঢোকার চেষ্টা করছিল জঙ্গিদের একটি বড় দল। তখনই তাদের গতিবিধি নজরে আসে নিরাপত্তা বাহিনীর।

পরে তাদের অভিযানে ৫৪ জন জঙ্গি নিহত হয়েছে। পাশাপাশি সীমান্ত পার হওয়ার চেষ্টা করা জঙ্গিদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, ‘বিদেশি প্রভুদের নির্দেশে পাকিস্তানের অভ্যন্তরে বড় ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর উদ্দেশ্যে এই জঙ্গিরা বিশেষভাবে অনুপ্রবেশের চেষ্টা করছিল।’

পাকিস্তানি সেনাবাহিনী বলেছে, ‘ভারত যখন পাকিস্তানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলছে, ঠিক সেই সময় এই জঙ্গিরা এমন কাজ করছে, যা স্পষ্ট করে দেয় কার ইঙ্গিতে তারা পরিচালিত হচ্ছে।

আফগানিস্তানে তালেবান ২০২১ সালে ফের ক্ষমতায় ফেরার পর থেকে পাকিস্তানে সন্ত্রাসী হামলার হার ব্যাপক বেড়ে গেছে। ইসলামাবাদ দাবি করে আসছে, আফগানিস্তানে নিরাপদ আশ্রয় নিয়েই হামলাকারীরা পাকিস্তানে হামলা চালাচ্ছে।

অন্যদিকে সম্প্রতি পাকিস্তানের বিরুদ্ধে ভারত ‘সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদে সমর্থন’ দেওয়ার অভিযোগ তুলেছে। কাশ্মীরের বিতর্কিত অঞ্চলে ২২ এপ্রিল বন্দুকধারীদের হামলায় ২৬ জন বেসামরিক মানুষ নিহত হওয়ার পর ভারত এই অভিযোগ করে।

পাকিস্তান অবশ্য এ ধরনের কোনো সংশ্লিষ্টতা অস্বীকার করেছে। এদিকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি রবিবার লাহোরে সাংবাদিকদের বলেন, ‘জঙ্গিদের বিদেশি প্রভুরা তাদের পাকিস্তানে প্রবেশের জন্য উসকানি দিচ্ছে। আমাদের সেনারা তিন দিক থেকে আক্রমণ করে ৫৪ জন জঙ্গিকে হত্যা করেছে। চলমান অভিযানে এখন পর্যন্ত এটিই সর্বোচ্চসংখ্যক জঙ্গি নিহতের ঘটনা। এর আগে কখনো এত বেশিসংখ্যক জঙ্গি একসঙ্গে মারা যায়নি।

জনপ্রিয় সংবাদ

সীমান্ত জুড়ে সংঘর্ষ: ২০০ তালেবান সদস্য নিহতের দাবি পাকিস্তানের

আফগান সীমান্তে পাকিস্তানের সেনা অভিযান, ৫৪ জঙ্গি নিহত

আপডেট সময় ১১:২০:২৬ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

আফগানিস্তান থেকে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সীমান্ত দিয়ে সে দেশে ঢোকার চেষ্টা করার সময় ৫৪ জন জঙ্গি নিহত হয়েছে। পাকিস্তানি সেনাবাহিনী রবিবার এ তথ্য জানিয়েছে।

সেনাবাহিনী এদিন এক বিবৃতিতে জানায়, শুক্রবার থেকে রবিবারের মধ্যে খাইবারপাখতুনখোয়া প্রদেশে পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত দিয়ে ঢোকার চেষ্টা করছিল জঙ্গিদের একটি বড় দল। তখনই তাদের গতিবিধি নজরে আসে নিরাপত্তা বাহিনীর।

পরে তাদের অভিযানে ৫৪ জন জঙ্গি নিহত হয়েছে। পাশাপাশি সীমান্ত পার হওয়ার চেষ্টা করা জঙ্গিদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, ‘বিদেশি প্রভুদের নির্দেশে পাকিস্তানের অভ্যন্তরে বড় ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর উদ্দেশ্যে এই জঙ্গিরা বিশেষভাবে অনুপ্রবেশের চেষ্টা করছিল।’

পাকিস্তানি সেনাবাহিনী বলেছে, ‘ভারত যখন পাকিস্তানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলছে, ঠিক সেই সময় এই জঙ্গিরা এমন কাজ করছে, যা স্পষ্ট করে দেয় কার ইঙ্গিতে তারা পরিচালিত হচ্ছে।

আফগানিস্তানে তালেবান ২০২১ সালে ফের ক্ষমতায় ফেরার পর থেকে পাকিস্তানে সন্ত্রাসী হামলার হার ব্যাপক বেড়ে গেছে। ইসলামাবাদ দাবি করে আসছে, আফগানিস্তানে নিরাপদ আশ্রয় নিয়েই হামলাকারীরা পাকিস্তানে হামলা চালাচ্ছে।

অন্যদিকে সম্প্রতি পাকিস্তানের বিরুদ্ধে ভারত ‘সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদে সমর্থন’ দেওয়ার অভিযোগ তুলেছে। কাশ্মীরের বিতর্কিত অঞ্চলে ২২ এপ্রিল বন্দুকধারীদের হামলায় ২৬ জন বেসামরিক মানুষ নিহত হওয়ার পর ভারত এই অভিযোগ করে।

পাকিস্তান অবশ্য এ ধরনের কোনো সংশ্লিষ্টতা অস্বীকার করেছে। এদিকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি রবিবার লাহোরে সাংবাদিকদের বলেন, ‘জঙ্গিদের বিদেশি প্রভুরা তাদের পাকিস্তানে প্রবেশের জন্য উসকানি দিচ্ছে। আমাদের সেনারা তিন দিক থেকে আক্রমণ করে ৫৪ জন জঙ্গিকে হত্যা করেছে। চলমান অভিযানে এখন পর্যন্ত এটিই সর্বোচ্চসংখ্যক জঙ্গি নিহতের ঘটনা। এর আগে কখনো এত বেশিসংখ্যক জঙ্গি একসঙ্গে মারা যায়নি।