ঢাকা ০৮:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চট্টগ্রাম টেস্টসহ টিভিতে টিভিতে যা দেখবেন আজ Logo এপ্রিলের ২৬ দিনে দেশে রেমিট্যান্স এলো ২২৭ কোটি ডলার Logo আফগান সীমান্তে পাকিস্তানের সেনা অভিযান, ৫৪ জঙ্গি নিহত Logo নিখোঁজের একদিন পর রেললাইনের পাশে মিলল যুবকের খণ্ড বিখণ্ড লাশ Logo জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা Logo পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশকেও পানি দেওয়া বন্ধের দাবি বিজেপির Logo নোয়াখালীতে শহীদ রিজভীর একমাত্র ভাই রিমনের ওপর সন্ত্রাসী হামলা, অবস্থা আশঙ্কাজনক Logo ৫ আগস্টের পর থেকে অবৈধ এক টাকা স্পর্শ করিনি: সারজিস আলম Logo শিক্ষা, আদর্শ ও ইসলামী চেতনায় বাগেরহাটে সাথী শিক্ষা শিবির অনুষ্ঠিত Logo জ্ঞানভিত্তিক অর্থনীতির এই যুগে মেধাস্বত্ব একটি শক্তিশালী হাতিয়ার: বেরোবি উপাচার্য

জ্ঞানভিত্তিক অর্থনীতির এই যুগে মেধাস্বত্ব একটি শক্তিশালী হাতিয়ার: বেরোবি উপাচার্য

জ্ঞানভিত্তিক অর্থনীতির এই যুগে মেধাস্বত্ব একটি শক্তিশালী হাতিয়ার: বেরোবি উপাচার্য

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেছেন, বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানে মেধাস্বত্ব হলো তত্ত্ব আর বাস্তবতার মধ্যে সেতুবন্ধন। ঔষধ, কৃষি উদ্ভাবন, শিক্ষাগত সরঞ্জাম কিংবা ডিজিটাল প্রযুক্তির মতো একাডেমিয়ায় উদ্ভাবিত গবেষণার খাতগুলির জন্য মেধাস্বত্ব অপরিবহার্য। তিনি বলেন, জ্ঞানভিত্তিক অর্থনীতির এই যুগে মেধাস্বত্ব একটি শক্তিশালী হাতিয়ার।

আজ রবিবার (২৭ এপ্রিল) সকালে একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে বিশ্ব মেধাসম্পদ দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন। উপাচার্য বলেন, নিজ নিজ মেধাস্বত্ব রক্ষার পাশাপাশি এমন একটি বিশ্ব নির্মাণের জন্য কাজ করতে হবে, যেখানে সৃজনশীলতা দায়িত্বশীলভাবে, অন্তর্ভুক্তিমূলকভাবে এবং টেকসইভাবে বিকশিত হয়। তিনি আরও বলেন, উদ্ভাবনকে উৎসাহিত করার পাশাপাশি ন্যায়সংগত প্রবেশাধিকার নিশ্চিতে তরুণ ও নারী উদ্ভাবক এবং প্রান্তিক জনগোষ্ঠীর সৃষ্টির সুরক্ষা নিশ্চিত করতে হবে। তবে আমাদের সচেতন থাকতে হবে, যেন মেধাস্বত্বের কাঠামো কখনোই বাধা না হয়ে ওঠে। বরং এটি যেন উদ্ভাবনের পথকে আরও উন্মুক্ত করে।

ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলামের সভাপতিতে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ এমদাদুল হক এবং রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ। আইকিউএসি আয়োজিত বিশ্ব মেধাসম্পদ দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান বক্তা হিসেবে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম মেধাস্বত্বের ওপর প্রবন্ধ উপস্থাপন করেন। সেমিনারে বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

এর আগে সকালে দিবসটি উপলক্ষে উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলীর নেতৃত্বে একটি র‌্যালির আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ২২টি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক, প্রধান গেট, পার্কের মোড়, শহীদ আবু সাঈদ চত্বর হয়ে ক্যাম্পাসে এসে শেষ হয়।

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম টেস্টসহ টিভিতে টিভিতে যা দেখবেন আজ

জ্ঞানভিত্তিক অর্থনীতির এই যুগে মেধাস্বত্ব একটি শক্তিশালী হাতিয়ার: বেরোবি উপাচার্য

আপডেট সময় ০৮:২৯:৩০ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেছেন, বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানে মেধাস্বত্ব হলো তত্ত্ব আর বাস্তবতার মধ্যে সেতুবন্ধন। ঔষধ, কৃষি উদ্ভাবন, শিক্ষাগত সরঞ্জাম কিংবা ডিজিটাল প্রযুক্তির মতো একাডেমিয়ায় উদ্ভাবিত গবেষণার খাতগুলির জন্য মেধাস্বত্ব অপরিবহার্য। তিনি বলেন, জ্ঞানভিত্তিক অর্থনীতির এই যুগে মেধাস্বত্ব একটি শক্তিশালী হাতিয়ার।

আজ রবিবার (২৭ এপ্রিল) সকালে একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে বিশ্ব মেধাসম্পদ দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন। উপাচার্য বলেন, নিজ নিজ মেধাস্বত্ব রক্ষার পাশাপাশি এমন একটি বিশ্ব নির্মাণের জন্য কাজ করতে হবে, যেখানে সৃজনশীলতা দায়িত্বশীলভাবে, অন্তর্ভুক্তিমূলকভাবে এবং টেকসইভাবে বিকশিত হয়। তিনি আরও বলেন, উদ্ভাবনকে উৎসাহিত করার পাশাপাশি ন্যায়সংগত প্রবেশাধিকার নিশ্চিতে তরুণ ও নারী উদ্ভাবক এবং প্রান্তিক জনগোষ্ঠীর সৃষ্টির সুরক্ষা নিশ্চিত করতে হবে। তবে আমাদের সচেতন থাকতে হবে, যেন মেধাস্বত্বের কাঠামো কখনোই বাধা না হয়ে ওঠে। বরং এটি যেন উদ্ভাবনের পথকে আরও উন্মুক্ত করে।

ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলামের সভাপতিতে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ এমদাদুল হক এবং রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ। আইকিউএসি আয়োজিত বিশ্ব মেধাসম্পদ দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান বক্তা হিসেবে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম মেধাস্বত্বের ওপর প্রবন্ধ উপস্থাপন করেন। সেমিনারে বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

এর আগে সকালে দিবসটি উপলক্ষে উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলীর নেতৃত্বে একটি র‌্যালির আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ২২টি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক, প্রধান গেট, পার্কের মোড়, শহীদ আবু সাঈদ চত্বর হয়ে ক্যাম্পাসে এসে শেষ হয়।