ঢাকা ০৪:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সভাপতির পর এবার প্রকাশ্যে ববি শিবিরের দপ্তর সম্পাদক Logo রাষ্ট্র ক্ষমতায় গেলে আমরা এই পুলিশকে বিএনপির পুলিশ বানাবো না: জি কে গউছ Logo চট্টগ্রামে কর্ণফুলীতে চেয়ারম্যান অপসারণের দাবিতে ফের মানববন্ধন Logo চট্টগ্রামে পুলিশের উপর হামলাকারী শাকিল অস্ত্রসহ গ্রেফতার Logo খালেদা জিয়ার ৮০তম জন্মদিন, ছাত্রদল নেতার উদ্যোগে দোয়া ও উপহার বিতরণ Logo চট্টগ্রামে পুকুরে ডুবে চবি ছাত্রীসহ প্রাণ গেল ২ জনের Logo চিকিৎসা পেশা নিয়ে আসিফ নজরুলের মন্তব্য রাষ্ট্রবিরোধী: এনসিপি Logo মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী গ্রেপ্তার Logo বিএনপি নেতা দুলুর বক্তব্যের নিন্দা জানিয়েছেন নাটোর জেলা জামায়াত Logo গাজাবাসীদের জন্য ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

শিক্ষার্থীদের রোষানলে প্রধান শিক্ষক, হাতিয়ায় প্রধান সড়ক অবরোধ

ছবি: শিক্ষার্থীদের হাতিয়া প্রধান সড়ক অবরোধ

নোয়াখালীর হাতিয়া উপজেলায় বিরবিরি সেন্টার বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজাহিদ ইকবালের অপসারণের দাবিতে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

রবিবার (২৭ এপ্রিল) সকাল ১০টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণের সামনে প্রধান সড়কে গাছ ফেলে অবরোধ গড়ে তোলে শিক্ষার্থীরা। এ সময় সড়কের দুই পাশে যানবাহন আটকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং যাত্রীরা দুর্ভোগে পড়েন।

অবরোধে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, মুজাহিদ ইকবাল বিদ্যালয়ে যোগদানের পর থেকে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। তাদের দাবি, বিদ্যুৎ সরবরাহ চালু হলেও বিদ্যালয়ে সংযোগ স্থাপন না করে প্রধান শিক্ষক শিক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায় করে তা নিজের বাড়িতে সংযোগ স্থাপন করেছেন। এতে বিদ্যুৎবিহীন পরিবেশে অতিরিক্ত গরমের মধ্যে শিক্ষার্থীদের ক্লাস করতে হচ্ছে, ফলে অনেকেই অসুস্থ হয়ে পড়ছে।

শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের অপসারণ এবং বিদ্যালয়ে দ্রুত বিদ্যুৎ সংযোগ প্রদান না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

এ বিষয়ে প্রধান শিক্ষক মুজাহিদ ইকবাল অভিযোগ অস্বীকার করে বলেন, বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন করা হয়েছে এবং শিগগিরই সংযোগ স্থাপিত হবে। তিনি দাবি করেন, কিছু শিক্ষক ষড়যন্ত্র করে শিক্ষার্থীদের উসকানি দিচ্ছেন। বিদ্যালয়ের উন্নয়নের লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন বলেও মন্তব্য করেন।

হাতিয়া থানা সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের সড়ক অবরোধের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। উপজেলা প্রশাসনের আশ্বাসে প্রায় আধা ঘণ্টা পর শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। বিষয়টি সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

জনপ্রিয় সংবাদ

সভাপতির পর এবার প্রকাশ্যে ববি শিবিরের দপ্তর সম্পাদক

শিক্ষার্থীদের রোষানলে প্রধান শিক্ষক, হাতিয়ায় প্রধান সড়ক অবরোধ

আপডেট সময় ০৭:৫৮:০৩ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

নোয়াখালীর হাতিয়া উপজেলায় বিরবিরি সেন্টার বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজাহিদ ইকবালের অপসারণের দাবিতে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

রবিবার (২৭ এপ্রিল) সকাল ১০টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণের সামনে প্রধান সড়কে গাছ ফেলে অবরোধ গড়ে তোলে শিক্ষার্থীরা। এ সময় সড়কের দুই পাশে যানবাহন আটকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং যাত্রীরা দুর্ভোগে পড়েন।

অবরোধে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, মুজাহিদ ইকবাল বিদ্যালয়ে যোগদানের পর থেকে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। তাদের দাবি, বিদ্যুৎ সরবরাহ চালু হলেও বিদ্যালয়ে সংযোগ স্থাপন না করে প্রধান শিক্ষক শিক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায় করে তা নিজের বাড়িতে সংযোগ স্থাপন করেছেন। এতে বিদ্যুৎবিহীন পরিবেশে অতিরিক্ত গরমের মধ্যে শিক্ষার্থীদের ক্লাস করতে হচ্ছে, ফলে অনেকেই অসুস্থ হয়ে পড়ছে।

শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের অপসারণ এবং বিদ্যালয়ে দ্রুত বিদ্যুৎ সংযোগ প্রদান না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

এ বিষয়ে প্রধান শিক্ষক মুজাহিদ ইকবাল অভিযোগ অস্বীকার করে বলেন, বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন করা হয়েছে এবং শিগগিরই সংযোগ স্থাপিত হবে। তিনি দাবি করেন, কিছু শিক্ষক ষড়যন্ত্র করে শিক্ষার্থীদের উসকানি দিচ্ছেন। বিদ্যালয়ের উন্নয়নের লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন বলেও মন্তব্য করেন।

হাতিয়া থানা সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের সড়ক অবরোধের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। উপজেলা প্রশাসনের আশ্বাসে প্রায় আধা ঘণ্টা পর শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। বিষয়টি সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।