ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo এপ্রিলের ২৬ দিনে দেশে রেমিট্যান্স এলো ২২৭ কোটি ডলার Logo আফগান সীমান্তে পাকিস্তানের সেনা অভিযান, ৫৪ জঙ্গি নিহত Logo নিখোঁজের একদিন পর রেললাইনের পাশে মিলল যুবকের খণ্ড বিখণ্ড লাশ Logo জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা Logo পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশকেও পানি দেওয়া বন্ধের দাবি বিজেপির Logo নোয়াখালীতে শহীদ রিজভীর একমাত্র ভাই রিমনের ওপর সন্ত্রাসী হামলা, অবস্থা আশঙ্কাজনক Logo ৫ আগস্টের পর থেকে অবৈধ এক টাকা স্পর্শ করিনি: সারজিস আলম Logo শিক্ষা, আদর্শ ও ইসলামী চেতনায় বাগেরহাটে সাথী শিক্ষা শিবির অনুষ্ঠিত Logo জ্ঞানভিত্তিক অর্থনীতির এই যুগে মেধাস্বত্ব একটি শক্তিশালী হাতিয়ার: বেরোবি উপাচার্য Logo কুষ্টিয়ার কুমারখালীতে পৌর জামায়াতের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ

শিক্ষার্থীদের রোষানলে প্রধান শিক্ষক, হাতিয়ায় প্রধান সড়ক অবরোধ

ছবি: শিক্ষার্থীদের হাতিয়া প্রধান সড়ক অবরোধ

নোয়াখালীর হাতিয়া উপজেলায় বিরবিরি সেন্টার বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজাহিদ ইকবালের অপসারণের দাবিতে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

রবিবার (২৭ এপ্রিল) সকাল ১০টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণের সামনে প্রধান সড়কে গাছ ফেলে অবরোধ গড়ে তোলে শিক্ষার্থীরা। এ সময় সড়কের দুই পাশে যানবাহন আটকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং যাত্রীরা দুর্ভোগে পড়েন।

অবরোধে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, মুজাহিদ ইকবাল বিদ্যালয়ে যোগদানের পর থেকে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। তাদের দাবি, বিদ্যুৎ সরবরাহ চালু হলেও বিদ্যালয়ে সংযোগ স্থাপন না করে প্রধান শিক্ষক শিক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায় করে তা নিজের বাড়িতে সংযোগ স্থাপন করেছেন। এতে বিদ্যুৎবিহীন পরিবেশে অতিরিক্ত গরমের মধ্যে শিক্ষার্থীদের ক্লাস করতে হচ্ছে, ফলে অনেকেই অসুস্থ হয়ে পড়ছে।

শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের অপসারণ এবং বিদ্যালয়ে দ্রুত বিদ্যুৎ সংযোগ প্রদান না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

এ বিষয়ে প্রধান শিক্ষক মুজাহিদ ইকবাল অভিযোগ অস্বীকার করে বলেন, বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন করা হয়েছে এবং শিগগিরই সংযোগ স্থাপিত হবে। তিনি দাবি করেন, কিছু শিক্ষক ষড়যন্ত্র করে শিক্ষার্থীদের উসকানি দিচ্ছেন। বিদ্যালয়ের উন্নয়নের লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন বলেও মন্তব্য করেন।

হাতিয়া থানা সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের সড়ক অবরোধের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। উপজেলা প্রশাসনের আশ্বাসে প্রায় আধা ঘণ্টা পর শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। বিষয়টি সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

জনপ্রিয় সংবাদ

এপ্রিলের ২৬ দিনে দেশে রেমিট্যান্স এলো ২২৭ কোটি ডলার

শিক্ষার্থীদের রোষানলে প্রধান শিক্ষক, হাতিয়ায় প্রধান সড়ক অবরোধ

আপডেট সময় ০৭:৫৮:০৩ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

নোয়াখালীর হাতিয়া উপজেলায় বিরবিরি সেন্টার বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজাহিদ ইকবালের অপসারণের দাবিতে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

রবিবার (২৭ এপ্রিল) সকাল ১০টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণের সামনে প্রধান সড়কে গাছ ফেলে অবরোধ গড়ে তোলে শিক্ষার্থীরা। এ সময় সড়কের দুই পাশে যানবাহন আটকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং যাত্রীরা দুর্ভোগে পড়েন।

অবরোধে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, মুজাহিদ ইকবাল বিদ্যালয়ে যোগদানের পর থেকে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। তাদের দাবি, বিদ্যুৎ সরবরাহ চালু হলেও বিদ্যালয়ে সংযোগ স্থাপন না করে প্রধান শিক্ষক শিক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায় করে তা নিজের বাড়িতে সংযোগ স্থাপন করেছেন। এতে বিদ্যুৎবিহীন পরিবেশে অতিরিক্ত গরমের মধ্যে শিক্ষার্থীদের ক্লাস করতে হচ্ছে, ফলে অনেকেই অসুস্থ হয়ে পড়ছে।

শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের অপসারণ এবং বিদ্যালয়ে দ্রুত বিদ্যুৎ সংযোগ প্রদান না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

এ বিষয়ে প্রধান শিক্ষক মুজাহিদ ইকবাল অভিযোগ অস্বীকার করে বলেন, বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন করা হয়েছে এবং শিগগিরই সংযোগ স্থাপিত হবে। তিনি দাবি করেন, কিছু শিক্ষক ষড়যন্ত্র করে শিক্ষার্থীদের উসকানি দিচ্ছেন। বিদ্যালয়ের উন্নয়নের লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন বলেও মন্তব্য করেন।

হাতিয়া থানা সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের সড়ক অবরোধের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। উপজেলা প্রশাসনের আশ্বাসে প্রায় আধা ঘণ্টা পর শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। বিষয়টি সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।