ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo উপশাখা দায়িত্বশীলদের নিয়ে অর্ধদিবসব্যাপী কর্মশালা Logo তীব্র তাপপ্রবাহে পুড়ছে দেশের ৬ বিভাগ Logo পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রক কমিটির জরুরি বৈঠক ডেকেছেন শেহবাজ Logo মাদারীপুর জেলা যুব মহিলা লীগের সভাপতি ঢাকায় আটক Logo দ্বিতীয় দিনের মতো শাহবাগে চলছে ছাত্র-জনতার বিক্ষোভ Logo ঢাকা জেলা জামায়াতের দিনব্যাপী অগ্রসর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত Logo গাজায় ইসরায়েলের বর্বর হামলায় একদিনে নিহত ২৭ Logo চৌদ্দগ্রামে যৌথ অভিযানে যুবলীগ ক্যাড়ারসহ আটক – ৪ Logo সীতাকুণ্ডে জামায়াতের সমাবেশে ছাত্রদলের হামলা: গুলিবৃদ্ধসহ আহত ১০ Logo মধ্যরাতে নিজেদের মাটি পাঞ্জাবে শিখ সম্প্রদায়ে উপর ব্যালেস্টিক মিসাইল ছুড়েছে ভারত!

মনোনয়ন তুলেছিলেন আওয়ামী লীগের, পদ পেলেন বিএনপিতে

রুহী আফজাল ব্যবসায়ী ও নারী উদ্যোক্তা। গ্রামের বাড়ি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধুবিল গ্রামে। তাকে সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য করা হয়েছে। তবে ২০১৪ সালে জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের প্রার্থী হয়ে রুহী আফজাল ও তার বড় বোন রিটা আফজাল আওয়ামী লীগের মনোনয়ন তুলেছিলেন বলে দাবি করছে বিএনপির একাংশ।

গতকাল শনিবার (২৬ এপ্রিল) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত একটি পত্রে ৫ জনকে নতুন করে সম্মেলন কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। যেখানে রুহী আফজালের নামও রয়েছে। যা বিএনপির ভেরিফায়েড পেজেও প্রকাশ করা হয়েছে। এই তালিকা প্রকাশের পরই সিরাজগঞ্জ জেলা সদর ও রায়গঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীদের মাঝে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় বইছে।

অনেকে রুহী আফজালকে বয়কটের ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের পোস্ট করছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন দলে অনুপ্রবেশ ঠেকাতে নানা নির্দেশনা দিচ্ছেন ঠিক সময়ে রুহী আফজাল বিএনপিতে পদ পাওয়ায় দলের অনেক নেতাকর্মী ক্ষোভ প্রকাশ করছেন।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য রাহিদ মান্নান লেলিন বলেন, ‘বিগত ১৬ বছর বিএনপির রাজনীতির সাথে রুহী আফজালের কোনো সম্পৃক্ততা ছিল না। এই নারীকে কখনো রাজনীতির মাঠে দেখা যায়নি।

বিগত ১৬ বছরে বেলকুচি এবং রায়গঞ্জ-তাড়াশ আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের এমপিদের সঙ্গে মিলেমিশে ব্যবসা-বাণিজ্য করেছেন এবং একসঙ্গে চলেছেন। এমন একজন ব্যক্তিকে কিভাবে সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে তা আমাদের বোধগম্য নয়। এই সিদ্ধান্ত আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। দ্রুত সময়ের মধ্যে এই সিদ্ধান্ত পরিবর্তন না করা হলে আমরা তার বিরুদ্ধে মিছিল-সমাবেশ করব।’ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, ‘আপনারা সংবাদকর্মী আপনারাই ভালো জানেন বিগত সময়ে বিএনপির কারা মাঠে ছিল, আর কারা ছিল না।

বিএনপির কেন্দ্রীয় কমিটি ও জেলার সম্মেলন প্রস্তুত কমিটিই রুহী আফজালের বিষয়ে ভালো বলতে পারবেন।’ সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খান আলীম বলেন, ‘সিরাজগঞ্জ জেলা বিএনপির সিনিয়র কয়েকজন সাবেক নেতা ১৩ জনকে সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য করার জন্য সুপারিশ করেছিল। সেই তালিকা থেকে ৫ জনকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। কেউ যদি বিগত সময়ে আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ না করে থাকে তাহলে জেলা বিএনপির সাবেক নেতারা কিভাবে তাদের জন্য সুপারিশ করল?’

গত ২ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীমকে আহ্বায়ক করে ১৮ সদস্য বিশিষ্ট সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটি গঠন করা হয়। সম্প্রতি বিভিন্ন অভিযোগ ওঠায় এই কমিটির দুই সদস্যের পদ স্থগিত এবং একজনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এ অবস্থায় শনিবার (২৬ এপ্রিল) এই কমিটিতে আরো ৫ জনকে অন্তর্ভুক্ত করেছে কেন্দ্রীয় বিএনপি।

রুহী আফজাল মুঠোফোনে বলেন, ‘যারা আমার বিরুদ্ধে বলছে, আমি তাদের কোনো অভিযোগের উত্তর দেব না। তবে তাদের বলতে চাই, বিগত সময়ের নির্বাচনগুলোতে দলকে অর্থনৈতিক সহযোগিতা কে করেছে? মানুষ যে এত অকৃতজ্ঞ হয় তা আমার জানা ছিল না।’ আওয়ামী লীগের মনোনয়ন উত্তোলনের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি প্রশ্ন এড়িয়ে গিয়ে বলেন, ‘আমার পরিবারের মাত্র একজন সদস্য বড় বোন একসময় আওয়ামী লীগ করত, এখন আর করে না।’

 

আবিদ উল্যাহ জাকের/ঢাকা ভয়েস২৪

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

উপশাখা দায়িত্বশীলদের নিয়ে অর্ধদিবসব্যাপী কর্মশালা

মনোনয়ন তুলেছিলেন আওয়ামী লীগের, পদ পেলেন বিএনপিতে

আপডেট সময় ০৬:০৭:৫১ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

রুহী আফজাল ব্যবসায়ী ও নারী উদ্যোক্তা। গ্রামের বাড়ি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধুবিল গ্রামে। তাকে সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য করা হয়েছে। তবে ২০১৪ সালে জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের প্রার্থী হয়ে রুহী আফজাল ও তার বড় বোন রিটা আফজাল আওয়ামী লীগের মনোনয়ন তুলেছিলেন বলে দাবি করছে বিএনপির একাংশ।

গতকাল শনিবার (২৬ এপ্রিল) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত একটি পত্রে ৫ জনকে নতুন করে সম্মেলন কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। যেখানে রুহী আফজালের নামও রয়েছে। যা বিএনপির ভেরিফায়েড পেজেও প্রকাশ করা হয়েছে। এই তালিকা প্রকাশের পরই সিরাজগঞ্জ জেলা সদর ও রায়গঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীদের মাঝে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় বইছে।

অনেকে রুহী আফজালকে বয়কটের ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের পোস্ট করছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন দলে অনুপ্রবেশ ঠেকাতে নানা নির্দেশনা দিচ্ছেন ঠিক সময়ে রুহী আফজাল বিএনপিতে পদ পাওয়ায় দলের অনেক নেতাকর্মী ক্ষোভ প্রকাশ করছেন।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য রাহিদ মান্নান লেলিন বলেন, ‘বিগত ১৬ বছর বিএনপির রাজনীতির সাথে রুহী আফজালের কোনো সম্পৃক্ততা ছিল না। এই নারীকে কখনো রাজনীতির মাঠে দেখা যায়নি।

বিগত ১৬ বছরে বেলকুচি এবং রায়গঞ্জ-তাড়াশ আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের এমপিদের সঙ্গে মিলেমিশে ব্যবসা-বাণিজ্য করেছেন এবং একসঙ্গে চলেছেন। এমন একজন ব্যক্তিকে কিভাবে সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে তা আমাদের বোধগম্য নয়। এই সিদ্ধান্ত আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। দ্রুত সময়ের মধ্যে এই সিদ্ধান্ত পরিবর্তন না করা হলে আমরা তার বিরুদ্ধে মিছিল-সমাবেশ করব।’ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, ‘আপনারা সংবাদকর্মী আপনারাই ভালো জানেন বিগত সময়ে বিএনপির কারা মাঠে ছিল, আর কারা ছিল না।

বিএনপির কেন্দ্রীয় কমিটি ও জেলার সম্মেলন প্রস্তুত কমিটিই রুহী আফজালের বিষয়ে ভালো বলতে পারবেন।’ সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খান আলীম বলেন, ‘সিরাজগঞ্জ জেলা বিএনপির সিনিয়র কয়েকজন সাবেক নেতা ১৩ জনকে সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য করার জন্য সুপারিশ করেছিল। সেই তালিকা থেকে ৫ জনকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। কেউ যদি বিগত সময়ে আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ না করে থাকে তাহলে জেলা বিএনপির সাবেক নেতারা কিভাবে তাদের জন্য সুপারিশ করল?’

গত ২ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীমকে আহ্বায়ক করে ১৮ সদস্য বিশিষ্ট সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটি গঠন করা হয়। সম্প্রতি বিভিন্ন অভিযোগ ওঠায় এই কমিটির দুই সদস্যের পদ স্থগিত এবং একজনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এ অবস্থায় শনিবার (২৬ এপ্রিল) এই কমিটিতে আরো ৫ জনকে অন্তর্ভুক্ত করেছে কেন্দ্রীয় বিএনপি।

রুহী আফজাল মুঠোফোনে বলেন, ‘যারা আমার বিরুদ্ধে বলছে, আমি তাদের কোনো অভিযোগের উত্তর দেব না। তবে তাদের বলতে চাই, বিগত সময়ের নির্বাচনগুলোতে দলকে অর্থনৈতিক সহযোগিতা কে করেছে? মানুষ যে এত অকৃতজ্ঞ হয় তা আমার জানা ছিল না।’ আওয়ামী লীগের মনোনয়ন উত্তোলনের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি প্রশ্ন এড়িয়ে গিয়ে বলেন, ‘আমার পরিবারের মাত্র একজন সদস্য বড় বোন একসময় আওয়ামী লীগ করত, এখন আর করে না।’

 

আবিদ উল্যাহ জাকের/ঢাকা ভয়েস২৪