ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় মাহমুদউল্লাহর Logo বরিশাল বিশ্ববিদ্যালয় মেহেন্দিগঞ্জ ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে জহিরুল – নাজমুল Logo নোয়াখালীতে ব্যবসায়ীদের সংগঠন আইবিডব্লিউএফ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo লিবিয়া থেকে দেশে ফিরছে ১৭৬ বাংলাদেশি Logo “আ. লীগের বিচার নিশ্চিত হওয়ার আগে কোনো আলাপ নয়, ফুলস্টপ” Logo ‘জান দেব, জুলাই দেব না’, স্লোগানে-স্লোগানে উত্তাল শাহবাগ Logo প্রেমে রাজি না হওয়ায় কিশোরীকে ধর্ষণ, মামলা তুলে না নেওয়ায় বাবাকে হত্যার অভিযোগ Logo উপদেষ্টা পদে ৮ জনের শপথ, ফেসবুকে ছড়িয়ে পড়া পত্রটি ভুয়া: প্রেস সচিব Logo বগুড়ায় ট্রা‌কের ধাক্কায় মা-মে‌য়ের মৃত্যু Logo হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী শমী কায়সারের জামিন

‘জান দেব, জুলাই দেব না’, স্লোগানে-স্লোগানে উত্তাল শাহবাগ

দেশবিরোধী ষড়যন্ত্র রুখতে গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক লাকী আক্তার ও দেশদ্রোহী সেবাদাসদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে ইনকিলাব মঞ্চ। বুধবার (১২ মার্চ) বিকেল ৪টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনের রাস্তায় এক পাশে তারা এই অবস্থান কর্মসূচি শুরু করে। সন্ধ্যা সাড়ে ৭টার সময়ও তাদের অবস্থান দেখা যায়।

এ সময় তাদের ‘জান দেব, জুলাই দেব না’, ‘শাহবাগ না বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ’; ‘শ তে শাহবাগি, তুই হাসিনা তুই হাসিনা’; ‘ল তে লাকী আক্তার, তুই হাসিনা তুই হাসিনা’; ‘বিচার বিচার বিচার চাই, শাহবাগের বিচার চাই’; ‘শাহবাগি/মবতন্ত্র/সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’; ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’; ‘ক্ষমতা না জনতা, জনতা জনতা’; ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’; ‘দিল্লি না ঢাকা’’ ঢাকা ঢাকা’; ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি বলেন, গতকালকে পুলিশের হাতে লাঠি ছিল না, তারা টিয়ারগ্যাস বা সাউন্ড গ্রেনেডও মারেনি। কিন্তু পুলিশের ওপর আগে হামলা করা হয়েছে।তাহলে তাদের ওপর ক্ষোভ কিসের? গতকাল শাহবাগিরা গেছে ধর্ষকদের শাস্তির দাবিতে কিন্তু তারা স্লোগান দিয়েছে ড. ইউনূসের বিরুদ্ধে। তাই পুলিশের ওপর হামলাকারী শাহবাগের কসাই লাকি আক্তার ও দেশদ্রোহী সেবাদাসদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।

তিনি আরো বলেন, ‘আমরা আজকে এখন থেকেই শাহবাগে অবস্থান নিচ্ছি। আমরা এখানেই ইফতার করব। আমরা রাস্তা অবরোধ করব না। কিন্তু এই লাকী আক্তারসহ অন্যদের গ্রেপ্তার না করা পর্যন্ত আমরা এখান থেকে উঠব না।

এ সময় ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে ৫ দফা দাবি জানান প্ল্যাটফরমটির মুখপাত্র শরীফ উসমান হাদি। দাবিগুলো হলো, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে ৯০ দিনের মধ্যে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

১. প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে পুলিশের ওপর হামলা করে দেশকে অস্থিতিশীল করতে মব সৃষ্টিকারী হামলাকারীদের অতি দ্রুত গ্রেপ্তার করতে হবে।

২. শাপলা কসাই লাকী আক্তার ও অন্যান্যদের গ্রেপ্তার করে ২০১৩ সালের শাহবাগের সব ষড়যন্ত্র উন্মোচন করতে হবে।

৩. জাতিসংঘকে অন্তর্ভুক্ত করে শাপলা ও সব গণহত্যার সুষ্ঠু তদন্ত করতে হবে।

৪. জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার শুরু করে অতি দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।

জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় মাহমুদউল্লাহর

‘জান দেব, জুলাই দেব না’, স্লোগানে-স্লোগানে উত্তাল শাহবাগ

আপডেট সময় ০৮:১৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫

দেশবিরোধী ষড়যন্ত্র রুখতে গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক লাকী আক্তার ও দেশদ্রোহী সেবাদাসদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে ইনকিলাব মঞ্চ। বুধবার (১২ মার্চ) বিকেল ৪টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনের রাস্তায় এক পাশে তারা এই অবস্থান কর্মসূচি শুরু করে। সন্ধ্যা সাড়ে ৭টার সময়ও তাদের অবস্থান দেখা যায়।

এ সময় তাদের ‘জান দেব, জুলাই দেব না’, ‘শাহবাগ না বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ’; ‘শ তে শাহবাগি, তুই হাসিনা তুই হাসিনা’; ‘ল তে লাকী আক্তার, তুই হাসিনা তুই হাসিনা’; ‘বিচার বিচার বিচার চাই, শাহবাগের বিচার চাই’; ‘শাহবাগি/মবতন্ত্র/সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’; ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’; ‘ক্ষমতা না জনতা, জনতা জনতা’; ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’; ‘দিল্লি না ঢাকা’’ ঢাকা ঢাকা’; ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি বলেন, গতকালকে পুলিশের হাতে লাঠি ছিল না, তারা টিয়ারগ্যাস বা সাউন্ড গ্রেনেডও মারেনি। কিন্তু পুলিশের ওপর আগে হামলা করা হয়েছে।তাহলে তাদের ওপর ক্ষোভ কিসের? গতকাল শাহবাগিরা গেছে ধর্ষকদের শাস্তির দাবিতে কিন্তু তারা স্লোগান দিয়েছে ড. ইউনূসের বিরুদ্ধে। তাই পুলিশের ওপর হামলাকারী শাহবাগের কসাই লাকি আক্তার ও দেশদ্রোহী সেবাদাসদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।

তিনি আরো বলেন, ‘আমরা আজকে এখন থেকেই শাহবাগে অবস্থান নিচ্ছি। আমরা এখানেই ইফতার করব। আমরা রাস্তা অবরোধ করব না। কিন্তু এই লাকী আক্তারসহ অন্যদের গ্রেপ্তার না করা পর্যন্ত আমরা এখান থেকে উঠব না।

এ সময় ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে ৫ দফা দাবি জানান প্ল্যাটফরমটির মুখপাত্র শরীফ উসমান হাদি। দাবিগুলো হলো, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে ৯০ দিনের মধ্যে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

১. প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে পুলিশের ওপর হামলা করে দেশকে অস্থিতিশীল করতে মব সৃষ্টিকারী হামলাকারীদের অতি দ্রুত গ্রেপ্তার করতে হবে।

২. শাপলা কসাই লাকী আক্তার ও অন্যান্যদের গ্রেপ্তার করে ২০১৩ সালের শাহবাগের সব ষড়যন্ত্র উন্মোচন করতে হবে।

৩. জাতিসংঘকে অন্তর্ভুক্ত করে শাপলা ও সব গণহত্যার সুষ্ঠু তদন্ত করতে হবে।

৪. জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার শুরু করে অতি দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।