ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo এ মাসে জুলাই সনদ না হলে দায় সরকার আর ঐকমত্য কমিশনের: সালাহউদ্দিন Logo মুন্সীগঞ্জে এনসিপির পথসভা: “নতুন বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ লড়াই অব্যাহত থাকবে” Logo সিরাজগঞ্জ জেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল আজিজ, সেক্রেটারি শোয়াইব Logo পাবনায় জেলা প্রশাসনের উদ্যোগে  জুলাই গণঅভ্যুত্থান স্মরণে প্রতীকী ম্যারাথন Logo ‘যতদিন বাংলাদেশের নাম থাকবে, ততদিন উচ্চারিত হবে জুলাই যোদ্ধাদের নাম’ Logo গোপালগঞ্জকে ৪ জেলায় ভাগ করে দিয়ে ৬৩ জেলার বাংলাদেশ করা হোক- আমির হামজা Logo ‘সামনের জুলাই তুই কনে থাকবি’ নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি Logo যেসব অঞ্চলে বজ্রবৃষ্টি ও ভারি বর্ষণ হতে শঙ্কা Logo গোপালগঞ্জে সংঘর্ষে আরও একজনের মৃত্যু Logo জুলাই সনদ প্রণয়নের প্রক্রিয়া স্বচ্ছ ও দৃশ্যমান করার নির্দেশ প্রধান উপদেষ্টার

কেরানীগঞ্জে জুলাই বিপ্লবের শহীদ সায়েমের পর রাজনের কবরের প্রাচীর ভাঙ্গচুর

কেরানীগঞ্জের তারানগর ইউনিয়নের উত্তর বাহেরচরে বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদ রাজনের কবরের প্রাচীর ভেঙে ফেলার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার (২৬ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানা যায়। খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। এর পূর্বেও গত ১৪ মার্চ দক্ষিণ কেরানীগঞ্জ আবদুল্লাহপুর শহীদ সায়েমের কবর ভেঙেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এঘটনায় মামলা তাদের ৪ জনকে আটকও করেছে পুলিশ। ঘটনার খবর পেয়ে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যান। পরিদর্শন শেষে তারা কবরের প্রাচীর ভাঙার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেরানীগঞ্জ মডেল থানার আহবায়ক শাফায়েত ঢালী বলেন, “শহীদ রাজন বৈষম্যবিরোধী সংগ্রামের প্রতীক। তাঁর আত্মত্যাগের প্রতি এমন অবমাননা জাতির জন্য লজ্জার। যারা এই জঘন্য কাজ করেছে, তাদের দ্রুত খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”

এছাড়াও নেতা কর্মীরা জানান, একজন শহীদকে অসম্মান করা শুধু ব্যক্তি রাজনকে নয়, বৈষম্যবিরোধী আন্দোলন ও মানবিক মূল্যবোধকেই আঘাত করা। আমরা অবিলম্বে কবর পুনর্নির্মাণ, ঘটনার বিচার এবং শহীদের স্মৃতি সংরক্ষণের দাবি জানাই।” স্থানীয় এলাকাবাসীও ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকেই বলেন, শহীদদের প্রতি সম্মান জানানো প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। এ ধরনের ন্যক্কারজনক ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।

এদিকে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে থাকলেও জনগণের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) মো. জাহাঙ্গীর আলম বলেন, ঘটনাটি জানার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনতে তদন্ত চলছে।

এই ঘটনার উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা ২ সংসদীয় আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ তৌফিক হাসান।তিনি জানান, স্বৈরাচারের দোষররা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। রাজনৈতিক আশ্রয় ও প্রশাসনের আওয়ামী দলীয় নিয়োগ প্রাপ্তরা এখনও ধৃষ্টতা প্রদর্শন করছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

এ মাসে জুলাই সনদ না হলে দায় সরকার আর ঐকমত্য কমিশনের: সালাহউদ্দিন

কেরানীগঞ্জে জুলাই বিপ্লবের শহীদ সায়েমের পর রাজনের কবরের প্রাচীর ভাঙ্গচুর

আপডেট সময় ০১:৩৭:১৯ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

কেরানীগঞ্জের তারানগর ইউনিয়নের উত্তর বাহেরচরে বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদ রাজনের কবরের প্রাচীর ভেঙে ফেলার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার (২৬ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানা যায়। খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। এর পূর্বেও গত ১৪ মার্চ দক্ষিণ কেরানীগঞ্জ আবদুল্লাহপুর শহীদ সায়েমের কবর ভেঙেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এঘটনায় মামলা তাদের ৪ জনকে আটকও করেছে পুলিশ। ঘটনার খবর পেয়ে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যান। পরিদর্শন শেষে তারা কবরের প্রাচীর ভাঙার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেরানীগঞ্জ মডেল থানার আহবায়ক শাফায়েত ঢালী বলেন, “শহীদ রাজন বৈষম্যবিরোধী সংগ্রামের প্রতীক। তাঁর আত্মত্যাগের প্রতি এমন অবমাননা জাতির জন্য লজ্জার। যারা এই জঘন্য কাজ করেছে, তাদের দ্রুত খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”

এছাড়াও নেতা কর্মীরা জানান, একজন শহীদকে অসম্মান করা শুধু ব্যক্তি রাজনকে নয়, বৈষম্যবিরোধী আন্দোলন ও মানবিক মূল্যবোধকেই আঘাত করা। আমরা অবিলম্বে কবর পুনর্নির্মাণ, ঘটনার বিচার এবং শহীদের স্মৃতি সংরক্ষণের দাবি জানাই।” স্থানীয় এলাকাবাসীও ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকেই বলেন, শহীদদের প্রতি সম্মান জানানো প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। এ ধরনের ন্যক্কারজনক ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।

এদিকে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে থাকলেও জনগণের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) মো. জাহাঙ্গীর আলম বলেন, ঘটনাটি জানার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনতে তদন্ত চলছে।

এই ঘটনার উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা ২ সংসদীয় আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ তৌফিক হাসান।তিনি জানান, স্বৈরাচারের দোষররা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। রাজনৈতিক আশ্রয় ও প্রশাসনের আওয়ামী দলীয় নিয়োগ প্রাপ্তরা এখনও ধৃষ্টতা প্রদর্শন করছে।