খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) চার শিক্ষার্থীর ওপর বহিরাগতদের হামলার ঘটনা ঘটেছে। শনিবার রাত আটটার দিকে কুয়েট সংলগ্ন নগরীর ফুলবাড়িগেট এলাকায় খাবার খেতে গেলে তাদের ওপর এ হামলা চালানো হয়। হামলায় আহতরা হলেন, কুয়েটের ১৯ ব্যাচের ছাত্র ওবায়দুল্লাহ, গালিব, মোহন ও মুজাহিদ। কুয়েট মেডিক্যাল সেন্টারে ভর্তি করা হয়েছে।
আহতদের রক্তাক্ত অবস্থায় দেখা গেছে। এ ঘটনার প্রতিবাদে রাত ১০টায় কুয়েট ক্যাম্পাসে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। কুয়েটের শিক্ষার্থী রাহাতুল ইসলাম বলেন, হামলাকারীরা সংখ্যায় ১২/১৫ জন ছিলেন। হামলাকারীরা ‘ভিসি মাসুদকে কেন নামিয়েছিস’ বলে মারধর শুরু করেন।
এ ব্যাপারে কেএমপির খানজাহান আলী থানার ওসি (তদন্ত) সঞ্জিত কুমার ঘোষ বলেন, হামলার বিষয়টি শুনেছিন। এর বাইরে কিছু জানি না।
এর আগে গত ২৩ এপ্রিলও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি-প্রোভিসিকে অপসারণ করায় ওইদিন মধ্যরাতে আনন্দ মিছিল করেন শিক্ষার্থীরা। সেই মিছিলে বহিরাগতরা হামলা করে।