ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মৌলভীবাজারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা আটক Logo ৭ গোলের থ্রিলার ম্যাচ, এমবাপের হ্যাটট্রিকও রিয়ালকে বাঁচাতে পারেনি বার্সার থেকে Logo নির্বাচনের আগে বিচার ও মৌলিক সংস্কারকাজ শেষ করতে হবে: নাহিদ ইসলাম Logo জুলাই ঐক্যের ঘোষণা: “আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠন নিষিদ্ধ করতে হবে” Logo বিশ্ববিদ্যালয়ে চান্স না পেয়ে গায়ে পেট্রোল ঢেলে শিক্ষার্থীর আত্মহত্যা Logo আ.লীগের কার্যক্রম বন্ধের সিদ্ধান্তে আমরা আনন্দিত: ফখরুল Logo ভুটানকে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ Logo আওয়ামী লীগ নিষিদ্ধে কুষ্টিয়ায় জামায়াতের শুকরানা সমাবেশ অনুষ্ঠিত Logo আ. লীগ নিষিদ্ধ: গরু জবাই করে খাওয়াচ্ছেন ‘শিশুবক্তা’ মাদানী Logo নাটোরে আওয়ামী লীগ নিষিদ্ধের খুশিতে জামায়াতের শোকরানা মিছিল

সুনামগঞ্জে যুবলীগ নেতার ১২শ মণ ধান কেটে নিয়েছে যুবদল নেতা

সুনামগঞ্জে যুবলীগ নেতার ১২শ মণ ধান কেটে নিয়েছে যুবদল নেতা

সুনামগঞ্জের শাল্লা উপজেলার ছায়ার হাওর থেকে উপজেলা যুবলীগ নেতা তকবির হোসেনের জমির ১২শ মণ ধান রাতের আঁধারে কেটে নিয়েছেন উপজেলা যুবদলের নেতা। শুক্রবার রাতে হার্ভেস্টর যন্ত্র লাগিয়ে তিনি ও তার সশস্ত্র লোকজন এই ধান কেটে নিয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছে শাল্লা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়।

জানা গেছে শাল্লা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান জাকির হোসেনের ভাতিজা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলতাব হোসেন তার ভাই ও স্বজনদের নিয়ে শুক্রবার রাতে নিজেদের বাড়ি সুলতানপুরের পার্শবর্তী ছায়ার হাওরে একই গ্রামের যুবলীগ নেতা তকবির হোসেনের ১৫ একর জমির ধান কেটে নেন।

বিষয়টি তাৎক্ষণিকভাবে যুবলীগ নেতা তকবির হোসেনের ছোট ভাই নবি হোসেন পুলিশ ও উপজেলা প্রশাসনকেও জানালেও তারা তাৎক্ষণিক কোনও ব্যবস্থা নেয়নি।

যুবলীগ নেতা তকবির হোসেন জানান, শুক্রবার সকালে থানায় অভিযোগ করেও কোন সুফল পায়নি আমার পরিবার। থানার মাত্র ১ কিলোমিটার দূরে জমির অবস্থান হলেও পুলিশকে জানিয়ে ধান রক্ষা করা সম্ভব হয়নি। আজ সকালে পুলিশ গ্রামে গিয়েছিল। খবর পেয়ে জমি পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তাও। তারা ধান কেটে নেওয়ার সত্যতা পেয়েছেন।

শাল্লা থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, ৮ কেদার জমির মালিকানা নিয়ে দ্বন্ধ আছে। কবিরের ভাইকে ধান কাটার জন্য বলেছিলাম। প্রয়োজনে পুলিশ পাঠিয়ে সহযোগিতার কথাও বলেছি। রাতের আধারে যুবদল নেতা ধান কেটে নিয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস বলেন, খবর পেয়ে উপজেলা কৃষি অফিসারকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমরা গিয়ে ধান কেটে নেওয়া হয়েছে বলে প্রমাণ পেয়েছি।

 

জনপ্রিয় সংবাদ

মৌলভীবাজারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা আটক

সুনামগঞ্জে যুবলীগ নেতার ১২শ মণ ধান কেটে নিয়েছে যুবদল নেতা

আপডেট সময় ১০:১৭:০৫ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

সুনামগঞ্জের শাল্লা উপজেলার ছায়ার হাওর থেকে উপজেলা যুবলীগ নেতা তকবির হোসেনের জমির ১২শ মণ ধান রাতের আঁধারে কেটে নিয়েছেন উপজেলা যুবদলের নেতা। শুক্রবার রাতে হার্ভেস্টর যন্ত্র লাগিয়ে তিনি ও তার সশস্ত্র লোকজন এই ধান কেটে নিয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছে শাল্লা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়।

জানা গেছে শাল্লা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান জাকির হোসেনের ভাতিজা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলতাব হোসেন তার ভাই ও স্বজনদের নিয়ে শুক্রবার রাতে নিজেদের বাড়ি সুলতানপুরের পার্শবর্তী ছায়ার হাওরে একই গ্রামের যুবলীগ নেতা তকবির হোসেনের ১৫ একর জমির ধান কেটে নেন।

বিষয়টি তাৎক্ষণিকভাবে যুবলীগ নেতা তকবির হোসেনের ছোট ভাই নবি হোসেন পুলিশ ও উপজেলা প্রশাসনকেও জানালেও তারা তাৎক্ষণিক কোনও ব্যবস্থা নেয়নি।

যুবলীগ নেতা তকবির হোসেন জানান, শুক্রবার সকালে থানায় অভিযোগ করেও কোন সুফল পায়নি আমার পরিবার। থানার মাত্র ১ কিলোমিটার দূরে জমির অবস্থান হলেও পুলিশকে জানিয়ে ধান রক্ষা করা সম্ভব হয়নি। আজ সকালে পুলিশ গ্রামে গিয়েছিল। খবর পেয়ে জমি পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তাও। তারা ধান কেটে নেওয়ার সত্যতা পেয়েছেন।

শাল্লা থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, ৮ কেদার জমির মালিকানা নিয়ে দ্বন্ধ আছে। কবিরের ভাইকে ধান কাটার জন্য বলেছিলাম। প্রয়োজনে পুলিশ পাঠিয়ে সহযোগিতার কথাও বলেছি। রাতের আধারে যুবদল নেতা ধান কেটে নিয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস বলেন, খবর পেয়ে উপজেলা কৃষি অফিসারকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমরা গিয়ে ধান কেটে নেওয়া হয়েছে বলে প্রমাণ পেয়েছি।