ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

গাইবান্ধায় বিতরণের চালের বস্তায় স্বৈরাচার শেখ হাসিনার নামে স্লোগান

গাইবান্ধার সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নে ফেয়ার প্রাইসের চাল বিতরণের বস্তায় এখনো “শেখ হাসিনার বাংলাদেশ-ক্ষুধা হবে নিরুদ্দেশ” স্লোগান দেখা যাচ্ছে। এ ঘটনায় সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

জানা গেছে, ডিলার পয়েন্টে বিতরণের জন্য এ ধরনের স্লোগানসংবলিত বস্তায় চাল সরবরাহ করা হচ্ছে।

এ ব্যাপারে ডিলার রামপ্রসাদ সাহার কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘গোডাউন থেকে যদি দেওয়া হয় তাহলে আমরা কী করব।

সূত্র জানায়, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি দরে ফেয়ার প্রাইসের চাল গত সোম ও মঙ্গলবার গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নে স্বৈরাচার শেখ হাসিনার নাম লেখা বস্তায় বিতরণের জন্য দেওয়া হয়। ডিলার এই চাল সদর উপজেলা খাদ্য গোডাউন থেকে উত্তোলন করেন। অথচ সারা দেশে এ ধরনের বিতর্কিত বস্তা ব্যবহার না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু হেনা মোস্তফা কালাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘আমি লেখা মুছে দেওয়ার জন্য সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বলেছি।

তার পরেও কী কারণে ওই লেখা সংবলিত বস্তা দিয়ে চাল দেওয়া হয়েছে তা আমার বোধগম্য নয়।’
এ বিষয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক মিজানুর রহমান বলেন, ‘আমরা কালি দিয়ে ওই লেখাগুলো মুছে দিচ্ছি। মাত্র ২০-২৫ জন লেবার দিয়ে কাজ করতে হচ্ছে আমাদের। এর পরও দু-একটি বস্তায় অনিচ্ছাকৃতভাবে ওই স্লোগানসংবলিত লেখা থেকে যেতে পারে।

আমি নির্দেশনা দিয়েছি দ্রুত এগুলো মুছে দিতে।

জনপ্রিয় সংবাদ

মুন্সীগঞ্জের শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে জেলেকে গণপিটুনি

গাইবান্ধায় বিতরণের চালের বস্তায় স্বৈরাচার শেখ হাসিনার নামে স্লোগান

আপডেট সময় ০৮:১০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫

গাইবান্ধার সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নে ফেয়ার প্রাইসের চাল বিতরণের বস্তায় এখনো “শেখ হাসিনার বাংলাদেশ-ক্ষুধা হবে নিরুদ্দেশ” স্লোগান দেখা যাচ্ছে। এ ঘটনায় সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

জানা গেছে, ডিলার পয়েন্টে বিতরণের জন্য এ ধরনের স্লোগানসংবলিত বস্তায় চাল সরবরাহ করা হচ্ছে।

এ ব্যাপারে ডিলার রামপ্রসাদ সাহার কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘গোডাউন থেকে যদি দেওয়া হয় তাহলে আমরা কী করব।

সূত্র জানায়, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি দরে ফেয়ার প্রাইসের চাল গত সোম ও মঙ্গলবার গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নে স্বৈরাচার শেখ হাসিনার নাম লেখা বস্তায় বিতরণের জন্য দেওয়া হয়। ডিলার এই চাল সদর উপজেলা খাদ্য গোডাউন থেকে উত্তোলন করেন। অথচ সারা দেশে এ ধরনের বিতর্কিত বস্তা ব্যবহার না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু হেনা মোস্তফা কালাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘আমি লেখা মুছে দেওয়ার জন্য সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বলেছি।

তার পরেও কী কারণে ওই লেখা সংবলিত বস্তা দিয়ে চাল দেওয়া হয়েছে তা আমার বোধগম্য নয়।’
এ বিষয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক মিজানুর রহমান বলেন, ‘আমরা কালি দিয়ে ওই লেখাগুলো মুছে দিচ্ছি। মাত্র ২০-২৫ জন লেবার দিয়ে কাজ করতে হচ্ছে আমাদের। এর পরও দু-একটি বস্তায় অনিচ্ছাকৃতভাবে ওই স্লোগানসংবলিত লেখা থেকে যেতে পারে।

আমি নির্দেশনা দিয়েছি দ্রুত এগুলো মুছে দিতে।