ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নোবিপ্রবিতে বেস্ট উইমেন রিসার্চার অ্যাওয়ার্ড প্রদানের ঘোষণা Logo বগুড়ায় সড়ক দুর্ঘটনায় স্বামী স্ত্রী নিহত Logo প্রেমের ফাঁদে ফেলে যুবককে অপহরণ, মুক্তিপণ ২৫ লাখ টাকা দাবি Logo রাজধানীতে রাস্তায় নারীদের পেটানো সেই রাসেল গ্রেপ্তার Logo হাবিবুল্লাহ বাহার কলেজের সাবেক উপাধ্যক্ষ খুন Logo রোহিঙ্গা ক্যাম্পে আসছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব Logo মানসিক রোগী সেজে মেয়েদের উত্ত্যক্ত করা সেই হৃদয় আটক Logo নারী নির্যাতন ও হয়রানির বিরুদ্ধে পুলিশের হটলাইন সেবা চালু Logo জামায়াতের নারী নেত্রীদের ওপর বিএনপির হামলায় নিন্দা Logo সাভারে দি স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

নোবিপ্রবিতে বেস্ট উইমেন রিসার্চার অ্যাওয়ার্ড প্রদানের ঘোষণা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বেস্ট উইমেন রিসার্চার অ্যাওয়ার্ড প্রদানের ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

রোববার (৯ মার্চ ২০২৫) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় এ ঘোষণা দেন তিনি।

গবেষণায় অবদান স্বরূপ ইতিমধ্যে রিসার্চ অ্যাওয়ার্ড ও পাবলিকেশন্স অ্যাওয়ার্ড দেওয়ার উদ্যোগ নিয়েছে নোবিপ্রবি প্রশাসন। সে অনুযায়ী কাজ শুরু করেছে বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেল। এবার শুধু নারী গবেষকদের অনুপ্রেরণা দিতে সেরা নারী গবেষক পুরস্কার দিতে চাই নোবিপ্রবি প্রশাসন।

মতবিনিময় সভায় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, “এখন থেকে নোবিপ্রবিতে প্রতি বছর বেস্ট উইমেন রিসার্চার অ্যাওয়ার্ড প্রদান করা হবে। গবেষণায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরুপ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন বিভাগের নারী শিক্ষকদের এ অ্যাওয়ার্ড প্রদান করা হবে।”

সভায় তিনি আরও বলেন, ‘আমরা চাই একটি সুন্দর কর্মপরিবেশ যেখানে নারী পুরুষ সবাই যার যার সম্মান নিয়ে কাজ করতে পারবে। সুন্দর পরিবেশ অনেক ক্ষেত্রেই আছে, এর পরিধি আরও বাড়াতে হবে। নারীদের নামায আদায়ের জন্য ভবনগুলোতে কক্ষ বরাদ্দ করা হয়েছে। প্রত্যেক ভবনে অন্তত একটি করে ছাত্রীদের কমন রুম করার চেষ্টা করবো।’

সভায় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ এবং রিসার্চ সেল পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম বক্তব্য রাখেন। এতে নোবিপ্রবি বিভিন্ন বিভাগের নারী শিক্ষকবৃন্দ অংশ নেয়।

জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে বেস্ট উইমেন রিসার্চার অ্যাওয়ার্ড প্রদানের ঘোষণা

নোবিপ্রবিতে বেস্ট উইমেন রিসার্চার অ্যাওয়ার্ড প্রদানের ঘোষণা

আপডেট সময় ১১:৫৩:৪০ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বেস্ট উইমেন রিসার্চার অ্যাওয়ার্ড প্রদানের ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

রোববার (৯ মার্চ ২০২৫) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় এ ঘোষণা দেন তিনি।

গবেষণায় অবদান স্বরূপ ইতিমধ্যে রিসার্চ অ্যাওয়ার্ড ও পাবলিকেশন্স অ্যাওয়ার্ড দেওয়ার উদ্যোগ নিয়েছে নোবিপ্রবি প্রশাসন। সে অনুযায়ী কাজ শুরু করেছে বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেল। এবার শুধু নারী গবেষকদের অনুপ্রেরণা দিতে সেরা নারী গবেষক পুরস্কার দিতে চাই নোবিপ্রবি প্রশাসন।

মতবিনিময় সভায় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, “এখন থেকে নোবিপ্রবিতে প্রতি বছর বেস্ট উইমেন রিসার্চার অ্যাওয়ার্ড প্রদান করা হবে। গবেষণায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরুপ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন বিভাগের নারী শিক্ষকদের এ অ্যাওয়ার্ড প্রদান করা হবে।”

সভায় তিনি আরও বলেন, ‘আমরা চাই একটি সুন্দর কর্মপরিবেশ যেখানে নারী পুরুষ সবাই যার যার সম্মান নিয়ে কাজ করতে পারবে। সুন্দর পরিবেশ অনেক ক্ষেত্রেই আছে, এর পরিধি আরও বাড়াতে হবে। নারীদের নামায আদায়ের জন্য ভবনগুলোতে কক্ষ বরাদ্দ করা হয়েছে। প্রত্যেক ভবনে অন্তত একটি করে ছাত্রীদের কমন রুম করার চেষ্টা করবো।’

সভায় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ এবং রিসার্চ সেল পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম বক্তব্য রাখেন। এতে নোবিপ্রবি বিভিন্ন বিভাগের নারী শিক্ষকবৃন্দ অংশ নেয়।