ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নোবিপ্রবিতে বেস্ট উইমেন রিসার্চার অ্যাওয়ার্ড প্রদানের ঘোষণা Logo বগুড়ায় সড়ক দুর্ঘটনায় স্বামী স্ত্রী নিহত Logo প্রেমের ফাঁদে ফেলে যুবককে অপহরণ, মুক্তিপণ ২৫ লাখ টাকা দাবি Logo রাজধানীতে রাস্তায় নারীদের পেটানো সেই রাসেল গ্রেপ্তার Logo হাবিবুল্লাহ বাহার কলেজের সাবেক উপাধ্যক্ষ খুন Logo রোহিঙ্গা ক্যাম্পে আসছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব Logo মানসিক রোগী সেজে মেয়েদের উত্ত্যক্ত করা সেই হৃদয় আটক Logo নারী নির্যাতন ও হয়রানির বিরুদ্ধে পুলিশের হটলাইন সেবা চালু Logo জামায়াতের নারী নেত্রীদের ওপর বিএনপির হামলায় নিন্দা Logo সাভারে দি স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

রোহিঙ্গা ক্যাম্পে আসছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস আগামী শুক্রবার (১৪ মার্চ) কক্সবাজার সফরে আসছেন। দু’জন একইদিন রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন ও রোহিঙ্গাদের সাথে ইফতারে অংশ নেবেন। বিশেষ সূত্র এ তথ্য জানিয়েছে।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস’র শুক্রবার কক্সবাজার সফরসূচি চূড়ান্ত করা হলেও নিরাপত্তাজনিত কারণে অত্যন্ত গোপনীয়তা রক্ষা করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসের শুক্রবার কক্সবাজার সফরসূচি প্রাক-প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে একটি সূত্র জানিয়েছে।

তাঁদের কক্সবাজার আগমন উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সূত্র মতে, প্রধান উপদেষ্টা ও জাতিসংঘের মহাসচিব দু’জন একইদিন কক্সবাজারে ভিন্ন ভিন্ন প্রোগ্রামে অংশ নিলেও তাঁরা রোহিঙ্গাদের সাথে ইফতারে অংশ নেবেন বলে ২ জনের প্রাক-প্রাথমিক সফরসূচিতে জানানো হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের মহাসচিবসহ রোহিঙ্গাদের সাথে ইফতার, কক্সবাজার জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করার কর্মসূচি ছাড়াও গুরুত্বপূর্ণ আরো কিছু প্রোগ্রামে অংশ নেবেন।

এছাড়া, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস শুক্রবার (১৪ মার্চ) দুপুর ১২টায় বিশেষ হেলিকপ্টার যোগে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে সড়কপথে তিনি উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে যাবেন। রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করে জাতিসংঘের মহাসচিব সেখানে কয়েকটি মতবিনিময় সভা ও রোহিঙ্গা ব্যবস্থাপনা কার্যক্রম পর্যবেক্ষন করবেন। পরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ রোহিঙ্গাদের সাথে ইফতারে যোগ দেবেন। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থাকে সড়কপথে কক্সবাজার পৌঁছে রাত সাড়ে ৮ টায় বিমানযোগে কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে।

জাতিসংঘের মহাসচিবের এই সফরের শিরোনাম দেওয়া হয়েছে ‘রামাদান সলিডারিটি ভিজিট’। বাংলাদেশ সফরকালে মুসলিম সম্প্রদায়ের প্রতি সংহতি জানিয়ে রোজা রাখবেন তিনি। পবিত্র রমজান মাসে ঢাকায় আসছেন বলেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। গত বছর রমজান মাসে মিসর ও জর্দান সফর করেছিলেন জাতিসংঘের মহাসচিব। সে সময় মুসলিমদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রোজা রেখেছিলেন তিনি। এবারের রোজার শুরুতেই বিশ্বজুড়ে মুসলমানদের উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব। এটি হবে গুতেরেসের বাংলাদেশে দ্বিতীয় সফর। এর আগে ২০২৩ সালে রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে আলোচনা করতে ঢাকায় এসেছিলেন তিনি।

জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে বেস্ট উইমেন রিসার্চার অ্যাওয়ার্ড প্রদানের ঘোষণা

রোহিঙ্গা ক্যাম্পে আসছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

আপডেট সময় ১১:০৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস আগামী শুক্রবার (১৪ মার্চ) কক্সবাজার সফরে আসছেন। দু’জন একইদিন রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন ও রোহিঙ্গাদের সাথে ইফতারে অংশ নেবেন। বিশেষ সূত্র এ তথ্য জানিয়েছে।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস’র শুক্রবার কক্সবাজার সফরসূচি চূড়ান্ত করা হলেও নিরাপত্তাজনিত কারণে অত্যন্ত গোপনীয়তা রক্ষা করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসের শুক্রবার কক্সবাজার সফরসূচি প্রাক-প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে একটি সূত্র জানিয়েছে।

তাঁদের কক্সবাজার আগমন উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সূত্র মতে, প্রধান উপদেষ্টা ও জাতিসংঘের মহাসচিব দু’জন একইদিন কক্সবাজারে ভিন্ন ভিন্ন প্রোগ্রামে অংশ নিলেও তাঁরা রোহিঙ্গাদের সাথে ইফতারে অংশ নেবেন বলে ২ জনের প্রাক-প্রাথমিক সফরসূচিতে জানানো হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের মহাসচিবসহ রোহিঙ্গাদের সাথে ইফতার, কক্সবাজার জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করার কর্মসূচি ছাড়াও গুরুত্বপূর্ণ আরো কিছু প্রোগ্রামে অংশ নেবেন।

এছাড়া, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস শুক্রবার (১৪ মার্চ) দুপুর ১২টায় বিশেষ হেলিকপ্টার যোগে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে সড়কপথে তিনি উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে যাবেন। রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করে জাতিসংঘের মহাসচিব সেখানে কয়েকটি মতবিনিময় সভা ও রোহিঙ্গা ব্যবস্থাপনা কার্যক্রম পর্যবেক্ষন করবেন। পরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ রোহিঙ্গাদের সাথে ইফতারে যোগ দেবেন। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থাকে সড়কপথে কক্সবাজার পৌঁছে রাত সাড়ে ৮ টায় বিমানযোগে কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে।

জাতিসংঘের মহাসচিবের এই সফরের শিরোনাম দেওয়া হয়েছে ‘রামাদান সলিডারিটি ভিজিট’। বাংলাদেশ সফরকালে মুসলিম সম্প্রদায়ের প্রতি সংহতি জানিয়ে রোজা রাখবেন তিনি। পবিত্র রমজান মাসে ঢাকায় আসছেন বলেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। গত বছর রমজান মাসে মিসর ও জর্দান সফর করেছিলেন জাতিসংঘের মহাসচিব। সে সময় মুসলিমদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রোজা রেখেছিলেন তিনি। এবারের রোজার শুরুতেই বিশ্বজুড়ে মুসলমানদের উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব। এটি হবে গুতেরেসের বাংলাদেশে দ্বিতীয় সফর। এর আগে ২০২৩ সালে রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে আলোচনা করতে ঢাকায় এসেছিলেন তিনি।