ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গুজরাটে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ১৮ জনের মৃত্যু Logo চীনে সেভেন সিস্টার্স নিয়ে যা বলেছিলেন ড. ইউনূস? যেজন্য হতভম্ব ভারত Logo জামায়াতের ঈদ উপলক্ষে প্রীতি ভোজের ঘটনায় বিএনপি – যুবলীগের হামলা Logo শহীদ নাসিব হাসান রিহান-এর পরিবারের সদস্যদের সাথে আমীরে জামায়াতের ঈদ কুশল বিনিময় Logo ড. ইউনূসকে শেহবাজের ফোন, পাকিস্তান সফরের আমন্ত্রণ Logo মিয়ানমারে ভূমিকম্প: ২ হাজার ছাড়াল নিহতের সংখ্যা Logo গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: খালেদা জিয়া Logo ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের পদত্যাগ Logo ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’স্লোগান, বিএনপির সাথে সংঘর্ষ গুলিবিদ্ধ ১ Logo আইপিএলসহ টিভিতে যা দেকবেন আজ

মানসিক রোগী সেজে মেয়েদের উত্ত্যক্ত করা সেই হৃদয় আটক

ঢাকার অদূরে সাভারে বিভিন্ন স্থানে মানসিক রোগী সেজে নারীদের প্রতি অশালীন অঙ্গভঙ্গির মাধ্যমে উত্ত্যক্ত করার অভিযোগে খালিদ মাহমুদ ওরফে হৃদয় খান নামের এক তরুণকে আটক করেছে পুলিশ।

সোমবার (১০ মার্চ) রাতে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে খালিদ মাহমুদ হৃদয় খান পাগলের বেশ ধারণ করে ভিডিও তৈরি করেন। পথেঘাটে বিভিন্ন মেয়েদের হিজাব ছাড়া বের না হওয়ার জন্য তাদের প্রতি অশালীন মন্তব্য করেন।

এসব ভিডিও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। তিনি ভিডিওতে বলেন, হিজাব না পরলে ধর্ষিত হবেন। ভিডিওতে কম বয়সী মেয়েদের প্রতিও তিনি অশালীন মন্তব্য করেন। তার এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যাতে তিনি দুই মেয়েকে হিন্দু ধর্মের বলেও কটাক্ষ করেন।

তার ওই ভিডিওতে দুই কিশোরীকে উদ্দেশ করে হিজাব বা বোরকা পরার কথা বলেন। তার এমন অশালীন ও আপত্তিকর বক্তব্য সমাজের শান্তিপূর্ণভাবে বসবাসরত হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মধ‍্যে বিরোধ সৃষ্টির অপচেষ্টা। একই সঙ্গে সমাজে মা-বোনদের মধ্যে একটা বিভ্রান্তিকর মেসেজ ছড়িয়ে দিচ্ছেন, এতে সমাজে সব নারীদের প্রতি পুরুষের দৃষ্টিভঙ্গি নেগেটিভ আকারে উপস্থাপন করেছেন। তার এ ধরনের কাজ সমাজে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে।

এই অপরাধে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সোমবার বিকেল আনুমানিক ৪টার দিকে সাভারের আমিনবাজার থেকে তাকে পুলিশ গ্রেপ্তার করে। এ বিষয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবীর বলেন, নারীদের উত্ত্যক্ত করা এবং নারীদের প্রতি সহিংসতা বৃদ্ধির চেষ্টার অপরাধে খালিদ মাহমুদ ওরফে হৃদয় খানকে আটক করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

গুজরাটে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ১৮ জনের মৃত্যু

মানসিক রোগী সেজে মেয়েদের উত্ত্যক্ত করা সেই হৃদয় আটক

আপডেট সময় ১০:১৬:০৪ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫

ঢাকার অদূরে সাভারে বিভিন্ন স্থানে মানসিক রোগী সেজে নারীদের প্রতি অশালীন অঙ্গভঙ্গির মাধ্যমে উত্ত্যক্ত করার অভিযোগে খালিদ মাহমুদ ওরফে হৃদয় খান নামের এক তরুণকে আটক করেছে পুলিশ।

সোমবার (১০ মার্চ) রাতে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে খালিদ মাহমুদ হৃদয় খান পাগলের বেশ ধারণ করে ভিডিও তৈরি করেন। পথেঘাটে বিভিন্ন মেয়েদের হিজাব ছাড়া বের না হওয়ার জন্য তাদের প্রতি অশালীন মন্তব্য করেন।

এসব ভিডিও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। তিনি ভিডিওতে বলেন, হিজাব না পরলে ধর্ষিত হবেন। ভিডিওতে কম বয়সী মেয়েদের প্রতিও তিনি অশালীন মন্তব্য করেন। তার এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যাতে তিনি দুই মেয়েকে হিন্দু ধর্মের বলেও কটাক্ষ করেন।

তার ওই ভিডিওতে দুই কিশোরীকে উদ্দেশ করে হিজাব বা বোরকা পরার কথা বলেন। তার এমন অশালীন ও আপত্তিকর বক্তব্য সমাজের শান্তিপূর্ণভাবে বসবাসরত হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মধ‍্যে বিরোধ সৃষ্টির অপচেষ্টা। একই সঙ্গে সমাজে মা-বোনদের মধ্যে একটা বিভ্রান্তিকর মেসেজ ছড়িয়ে দিচ্ছেন, এতে সমাজে সব নারীদের প্রতি পুরুষের দৃষ্টিভঙ্গি নেগেটিভ আকারে উপস্থাপন করেছেন। তার এ ধরনের কাজ সমাজে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে।

এই অপরাধে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সোমবার বিকেল আনুমানিক ৪টার দিকে সাভারের আমিনবাজার থেকে তাকে পুলিশ গ্রেপ্তার করে। এ বিষয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবীর বলেন, নারীদের উত্ত্যক্ত করা এবং নারীদের প্রতি সহিংসতা বৃদ্ধির চেষ্টার অপরাধে খালিদ মাহমুদ ওরফে হৃদয় খানকে আটক করা হয়েছে।