গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কৈ কাশদহ গ্রামে বৈশাখী মেলার আড়ালে জুয়া ও অশ্লীল নাচের অভিযোগে বিক্ষুব্ধ জনতা প্যান্ডেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৫ এপ্রিল) রাতের দিকে।
স্থানীয়রা জানান, একদিনের জন্য বৈশাখী মেলার আয়োজন করা হয়েছিল। দিনে ম্যাজিক শো থাকলেও রাতের বেলায় সেখানে অশ্লীল নাচ এবং জুয়ার আয়োজন হয়। বিষয়টি নিয়ে এলাকাবাসী আপত্তি জানালেও আয়োজকরা তা উপেক্ষা করেন। এতে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী একত্রিত হয়ে প্যান্ডেলটি ভেঙে ফেলে এবং আগুন ধরিয়ে দেয়।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাকিম আজাদ জানান, মেলার আয়োজনের বিষয়ে পুলিশকে কিছু জানানো হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, মাদক ও জুয়াসহ অপরাধ দমনে নিয়মিত অভিযান চলছে এবং দোষীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।