রাজধানীর বাড্ডায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আজ অনুষ্ঠিত হয়েছে পৃথক দুটি বিক্ষোভ কর্মসূচি। একটি মিছিল উত্তর বাড্ডা থেকে শুরু হয়ে আফতাবনগর গেইটে গিয়ে শেষ হয়, যা সাধারণ ছাত্র-জনতার ব্যানারে সংগঠিত হয়।
এ কর্মসূচিতে ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতা, সাধারণ মানুষ এবং বৈষম্যবিরোধী আন্দোলনের সহ-সমন্বয়ক মোসাদ্দেক উপস্থিত ছিলেন।
একই সময়ে রামপুরা থেকে শুরু হওয়া এনসিপির আরেকটি বিক্ষোভ মিছিল গুলশান লিংক রোডে গিয়ে শেষ হয়। বিক্ষোভে বাড্ডা ও রামপুরা এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার জনগণ অংশগ্রহণ করেন।
মিছিলে বক্তারা দাবি করেন,জুলাই রক্তের দাগ বাড্ডার মাটি থেকে শোকানোর আগেই আওয়ামিলীগ বাড্ডায় মিছিল করেছে।পুনরায় তারা যদি এমন ধৃষ্টতা দেখায়,কঠোরভাবে তাদের দমন করা হবে।
বক্তারা প্রশাসন ও অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেন, জুলায়ের গণহত্যা করেও কিভাবে আওয়ামিলীগ সংগঠিত হচ্ছে?যাদের নামে মামলা আছে প্রত্যেক অপরাধীকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে হবে।এবং আইনি প্রক্রিয়ায় আওয়ামিলীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি করতে হবে।