নীলফামারী জেলা ছাত্রশিবির, সামাজিক সংগঠন – বন্ধন স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন ও আলোর সন্ধানী ফাউন্ডেশন (আসফ) এর যৌথ উদ্যোগে ঘর পেলেন জলঢাকায় গোলেনুর বেগম।
নীলফামারী জেলার জলঢাকা উপজেলার পৌরসভার সীমান্তবর্তী ৯ নং ও কৈমারী ইউনিয়ন ৩ নং ওয়ার্ড এর মধ্যবর্তী উত্তর গাবরোল সরকার পাড়ায় বসবাস করেন গোলেনুর বেগম,
এই দুনিয়ায় আপনজন স্বামী, সন্তান বলতে কেউ নেই তার
৬৮ বছরেও অন্যের বাসায় কাজ করে দুমটো ডাল ভাত খেতে হয় গোলেনুর বেগম কে অন্যের ব্যবহার্য পোষাক ও সাহায্যে বদৌলতে বেচে আছে গোলেনুর বেগম
দিন শেষে রাতে থাকার জায়গাটাও নেই তার, অন্যের জমিতে কোন মতে ভাংগাচুড়া কুড়ে ঘরে থাকে, বৃষ্টি হলে সেখানেও থাকার কোন উপায় হয় না তার,এভাবেই চলে গোলেনুরের মানবেতর জীবন।
সেই গোলেনুর বেগম অবশেষে ঘর পেলেন ছাত্রশিবির ও সামাজিক সংগঠন এর যৌথ প্রচেষ্টায়।
ঘরের যাবতীয় কাজ শেষ করে ইফতার মাহফিলের আয়োজন করা হয়, উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ছাত্রশিবির জেলা সেক্রেটারি রেজাউল করিম, আলোর সন্ধানী ফাউন্ডেশনের পরিচালক ইঞ্জিনিয়ার সুমন ইসলাম, বন্ধন স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন এর প্রতিষ্টাতা পরিচালক রায়হান ইসলাম সাংগঠনিক সেক্রেটারি নুর আমিন।
শিবিরের জেলা অফিস সম্পাদক মোকাররম হোসাইন, উপজেলা সভাপতি আহসান হাবিব প্রমুখ।