ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গোপালগঞ্জে ১৪ ঘণ্টা কারফিউ শিথিল Logo চাঁদাবাজদের বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলব : মুহাম্মদ রেজাউল করীম Logo আজ জামায়াতের জাতীয় সমাবেশ, রাজধানীতে নেতাকর্মীদের ঢল Logo আইনশৃঙ্খলার অবনতি, অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত Logo টিভিতে আজকের খেলা Logo ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ কাঠামোয় সাত কলেজে ভর্তি কার্যক্রম শুরুর অনুমোদন Logo এ মাসে জুলাই সনদ না হলে দায় সরকার আর ঐকমত্য কমিশনের: সালাহউদ্দিন Logo মুন্সীগঞ্জে এনসিপির পথসভা: “নতুন বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ লড়াই অব্যাহত থাকবে” Logo সিরাজগঞ্জ জেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল আজিজ, সেক্রেটারি শোয়াইব Logo পাবনায় জেলা প্রশাসনের উদ্যোগে  জুলাই গণঅভ্যুত্থান স্মরণে প্রতীকী ম্যারাথন

টোল প্লাজার কর্মচারীদের কুপিয়ে ১৪ লাখ টাকা ছিনিয়ে নেন বিএনপি নেতা

লালামনিরহাট তিস্তা সড়ক সেতু-১ এর টোল প্লাজায় হামলা চালিয়ে টোল আদায়কারী তিন কর্মচারীকে কুপিয়ে ১৪ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে মাহফুজুর রহমান রাজু (৪০) নামে স্থানীয় এক বিএনপি নেতা ও তার সঙ্গীরা। এ ঘটনায় লালমনিরহাট সদর থানায় মামলা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে মামলাটি করেন টোল আদায়কারী পরিচালক নাজমুল আলম। মামলায় ওই বিএনপি নেতা রাজুসহ ১৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ২০-২৫ জনকে আসামি করা হয়।

এর আগে বুধবার (২৩ এপ্রিল) রাত ৮টার দিকে টোল প্লাজায় ওই হামলার ঘটনা ঘটে। আহতরা লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযুক্ত বিএনপি নেতা মাহফুজুর রহমান রাজু সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এবং ইউনিয়নের মোস্তাফি এলাকার সামাদ বেপারির ছেলে।

আহতরা হলেন- টোল আদায়কারী ম্যানেজার সুরুজ্জামান (৩০), কর্মচারী জুয়েল (২৬) ও মোখলেস (২৭)।

জানা যায়, গোকুন্ডা ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রাজুসহ ৫-৭ জন মোটরসাইকেলযোগে টোল না দিয়ে ক্ষমতার দাপট দেখিয়ে তিস্তা টোল প্লাজা পার হচ্ছিলেন। এসময় টোল প্লাজার কর্মচারীরা মোটরসাইকেল প্রতি ১০ টাকা করে টোল চাইলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর কিছুক্ষণ পর বিএনপি নেতা রাজু দেশীয় অস্ত্রে সজ্জিত দলবল নিয়ে তিস্তা টোল প্লাজায় হামলা চালিয়ে টোল আদায়কারী তিন কর্মচারীকে লোহার রড় দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এসময় ক্যাশ বাক্সে থাকা ১৪ লাখ টাকা ছিনিয়ে নেন।

লালমনিরহাট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক (উপ-পরিচালক) ডা. মোকাদ্দেম হোসেন বলেন, আতদের মধ্যে জুয়েল ও সুরুজ্জামানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

এদিকে ঘটনাস্থলে পুলিশের ৫ জন সদস্য দায়িত্বরত থাকলেও তারা নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে বলে অভিযোগ উঠেছে। এছাড়া ঘটনার পর পরেই তড়িঘড়ি করে একটি পক্ষ সিসিটিভির ফুটেজ ও ঘটনার আলামত নষ্ট করেছে বলেও অভিযোগ উঠেছে।

টোল প্লাজায় দায়িত্বরত পুলিশের সাব-ইন্সপেক্টর রওশন বলেন, দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এসময় লুটপাটের কোনো ঘটনা ঘটেছে কি না তা সিসিটিভির ফুটেজ দেখলে বোঝা যাবে।

এদিকে মামলার খবরের পর থেকে অভিযুক্ত বিএনপি নেতা মাহফুজুর রহমান রাজু পলাতক রয়েছেন। এ বিষয়ে তার বক্তব্য নিতে তার দুটি মোবাইল নম্বরে একাধিকবার কল করলেও তা বন্ধ পাওয়া যায়।

লালমনিরহাট সদর থানার ওসি মোহাম্মদ নুরনবী বলেন, বুধবার রাতে তিস্তা টোলপ্লাজার ঘটনায় বৃহস্পতিবার দুপুরে থানায় মামলা দায়ের হয়েছে। তদন্ত শেষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে ১৪ ঘণ্টা কারফিউ শিথিল

টোল প্লাজার কর্মচারীদের কুপিয়ে ১৪ লাখ টাকা ছিনিয়ে নেন বিএনপি নেতা

আপডেট সময় ০৭:৫২:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

লালামনিরহাট তিস্তা সড়ক সেতু-১ এর টোল প্লাজায় হামলা চালিয়ে টোল আদায়কারী তিন কর্মচারীকে কুপিয়ে ১৪ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে মাহফুজুর রহমান রাজু (৪০) নামে স্থানীয় এক বিএনপি নেতা ও তার সঙ্গীরা। এ ঘটনায় লালমনিরহাট সদর থানায় মামলা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে মামলাটি করেন টোল আদায়কারী পরিচালক নাজমুল আলম। মামলায় ওই বিএনপি নেতা রাজুসহ ১৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ২০-২৫ জনকে আসামি করা হয়।

এর আগে বুধবার (২৩ এপ্রিল) রাত ৮টার দিকে টোল প্লাজায় ওই হামলার ঘটনা ঘটে। আহতরা লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযুক্ত বিএনপি নেতা মাহফুজুর রহমান রাজু সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এবং ইউনিয়নের মোস্তাফি এলাকার সামাদ বেপারির ছেলে।

আহতরা হলেন- টোল আদায়কারী ম্যানেজার সুরুজ্জামান (৩০), কর্মচারী জুয়েল (২৬) ও মোখলেস (২৭)।

জানা যায়, গোকুন্ডা ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রাজুসহ ৫-৭ জন মোটরসাইকেলযোগে টোল না দিয়ে ক্ষমতার দাপট দেখিয়ে তিস্তা টোল প্লাজা পার হচ্ছিলেন। এসময় টোল প্লাজার কর্মচারীরা মোটরসাইকেল প্রতি ১০ টাকা করে টোল চাইলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর কিছুক্ষণ পর বিএনপি নেতা রাজু দেশীয় অস্ত্রে সজ্জিত দলবল নিয়ে তিস্তা টোল প্লাজায় হামলা চালিয়ে টোল আদায়কারী তিন কর্মচারীকে লোহার রড় দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এসময় ক্যাশ বাক্সে থাকা ১৪ লাখ টাকা ছিনিয়ে নেন।

লালমনিরহাট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক (উপ-পরিচালক) ডা. মোকাদ্দেম হোসেন বলেন, আতদের মধ্যে জুয়েল ও সুরুজ্জামানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

এদিকে ঘটনাস্থলে পুলিশের ৫ জন সদস্য দায়িত্বরত থাকলেও তারা নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে বলে অভিযোগ উঠেছে। এছাড়া ঘটনার পর পরেই তড়িঘড়ি করে একটি পক্ষ সিসিটিভির ফুটেজ ও ঘটনার আলামত নষ্ট করেছে বলেও অভিযোগ উঠেছে।

টোল প্লাজায় দায়িত্বরত পুলিশের সাব-ইন্সপেক্টর রওশন বলেন, দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এসময় লুটপাটের কোনো ঘটনা ঘটেছে কি না তা সিসিটিভির ফুটেজ দেখলে বোঝা যাবে।

এদিকে মামলার খবরের পর থেকে অভিযুক্ত বিএনপি নেতা মাহফুজুর রহমান রাজু পলাতক রয়েছেন। এ বিষয়ে তার বক্তব্য নিতে তার দুটি মোবাইল নম্বরে একাধিকবার কল করলেও তা বন্ধ পাওয়া যায়।

লালমনিরহাট সদর থানার ওসি মোহাম্মদ নুরনবী বলেন, বুধবার রাতে তিস্তা টোলপ্লাজার ঘটনায় বৃহস্পতিবার দুপুরে থানায় মামলা দায়ের হয়েছে। তদন্ত শেষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।