ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মানিকগঞ্জ -২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী প্রকাশ Logo জনপ্রতিনিধিরা শাসক নয় হবে খাদেম: সেলিম উদ্দিন Logo ‘নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন বাহিনীতে ১৭ হাজার নতুন সদস্য নেওয়া হবে’ Logo নির্বাচনে সিসি ক্যামেরার আওতায় থাকবে সব ভোটকেন্দ্র Logo সরকারি খরচে বিদেশ সফর বন্ধ, কেনা যাবে না গাড়ি Logo ইসলামপন্থীরা বিজয়ী হলে এক পয়সাও দুর্নীতি হবে না: শায়খে চরমোনাই Logo গাইবান্ধায় বিয়ে বাড়িতে মাংস কম দেওয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১ Logo আইনশৃঙ্খলা বাহিনীর লা’ঠিচা’র্জে বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের ২০ শিক্ষার্থী আ’হ’ত Logo বন্যা পরিস্থিতি খাগড়াছড়ি: পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত Logo কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীনকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

মৌলভীবাজারে মাদ্রাসায় আগ্নেয়াস্ত্র নিয়ে শ্রমিকদল নেতার হামলা; আটক ৩

মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে মাদ্রাসায় হামলাকে কেন্দ্র করে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ শ্রমিক দলের সহ-সভাপতি সন্ত্রাসী চান মিয়াসহ তিনজনকে আটক করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে শেরপুর আবাসিক এলাকাধীন চান মিয়ার বসতবাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শেরপুর এলাকায় দীর্ঘদিন ধরে জামেয়াতুল ফালাহ মাদ্রাসা বন্ধের চেষ্টা চালাচ্ছিল ওই এলাকার চান মিয়া। পানি নিষ্কাশনের ড্রেনের ওই এরিয়ার রাস্তার পাশে চান মিয়ার বাড়ি। চান মিয়া মাদক ব্যবসার সাথে জড়িত এবং এই রাস্তা বন্ধ করতেই সে ড্রেন বন্ধ করার চেষ্টা করে যাচ্ছিল, যাতে তার মাদক ব্যবসা সহজ হয়। মাদ্রাসার নিজস্ব জায়গায় ড্রেন থাকলেও বৃহষ্পতিবার ( ২৪ এপ্রিল) চান মিয়ার লোকজন মাদ্রাসার পানি নিষ্কাশনের ড্রেন বন্ধ করে দেয়। এর কারণ জানতে চাইলে বাকবিতণ্ডা হয় এবং পরিস্থিতি উত্তপ্ত হলে এক পর্যায়ে আগ্নেয়াস্ত্রসহ মাদ্রাসায় হামলা চালায় চান মিয়ার লোকজন। এতে ছাত্র এবং শিক্ষকরা আহত হন। খবর পেলে পুলিশ ও যৌথ বাহিনী ঘটনাস্থলে এসে চান মিয়াসহ তিন জনকে আটক করে।

আটককৃতরা হলেন মৌলভীবাজার সদর উপজেলার শ্রমিক দলের শেরপুর আঞ্চলিক শাখার সহ-সভাপতি চান মিয়া (৫০), নবীগঞ্জ উপজেলার মজলিসপুর গ্রামের বশির মিয়ার ছেলে আব্দুল হামিদ (৩০) ও খালেদ মিয়া (২৮)।

মৌলভীবাজার জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম বলেন, আমার ইউনিটের সাংগঠনিক সম্পাদকের মাধ্যমে নিশ্চিত হয়েছি, সে আমাদের শেরপুর আঞ্চলিক শাখার সদস্য নয়।

শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শিপু কুমার দাস বলেন, চান মিয়া মাদ্রাসার ড্রেন বন্ধ করে দিলে বাকবিতণ্ডা হয় এবং পরে মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের ওপর আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র দিয়ে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত ৩ জনকে আগ্নেয়াস্ত্রসহ আটক করেছে পুলিশ ও সেনাবাহিনী। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে মাদ্রাসা কর্তৃপক্ষ।

 

জনপ্রিয় সংবাদ

মানিকগঞ্জ -২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী প্রকাশ

মৌলভীবাজারে মাদ্রাসায় আগ্নেয়াস্ত্র নিয়ে শ্রমিকদল নেতার হামলা; আটক ৩

আপডেট সময় ০৭:৩৯:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে মাদ্রাসায় হামলাকে কেন্দ্র করে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ শ্রমিক দলের সহ-সভাপতি সন্ত্রাসী চান মিয়াসহ তিনজনকে আটক করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে শেরপুর আবাসিক এলাকাধীন চান মিয়ার বসতবাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শেরপুর এলাকায় দীর্ঘদিন ধরে জামেয়াতুল ফালাহ মাদ্রাসা বন্ধের চেষ্টা চালাচ্ছিল ওই এলাকার চান মিয়া। পানি নিষ্কাশনের ড্রেনের ওই এরিয়ার রাস্তার পাশে চান মিয়ার বাড়ি। চান মিয়া মাদক ব্যবসার সাথে জড়িত এবং এই রাস্তা বন্ধ করতেই সে ড্রেন বন্ধ করার চেষ্টা করে যাচ্ছিল, যাতে তার মাদক ব্যবসা সহজ হয়। মাদ্রাসার নিজস্ব জায়গায় ড্রেন থাকলেও বৃহষ্পতিবার ( ২৪ এপ্রিল) চান মিয়ার লোকজন মাদ্রাসার পানি নিষ্কাশনের ড্রেন বন্ধ করে দেয়। এর কারণ জানতে চাইলে বাকবিতণ্ডা হয় এবং পরিস্থিতি উত্তপ্ত হলে এক পর্যায়ে আগ্নেয়াস্ত্রসহ মাদ্রাসায় হামলা চালায় চান মিয়ার লোকজন। এতে ছাত্র এবং শিক্ষকরা আহত হন। খবর পেলে পুলিশ ও যৌথ বাহিনী ঘটনাস্থলে এসে চান মিয়াসহ তিন জনকে আটক করে।

আটককৃতরা হলেন মৌলভীবাজার সদর উপজেলার শ্রমিক দলের শেরপুর আঞ্চলিক শাখার সহ-সভাপতি চান মিয়া (৫০), নবীগঞ্জ উপজেলার মজলিসপুর গ্রামের বশির মিয়ার ছেলে আব্দুল হামিদ (৩০) ও খালেদ মিয়া (২৮)।

মৌলভীবাজার জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম বলেন, আমার ইউনিটের সাংগঠনিক সম্পাদকের মাধ্যমে নিশ্চিত হয়েছি, সে আমাদের শেরপুর আঞ্চলিক শাখার সদস্য নয়।

শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শিপু কুমার দাস বলেন, চান মিয়া মাদ্রাসার ড্রেন বন্ধ করে দিলে বাকবিতণ্ডা হয় এবং পরে মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের ওপর আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র দিয়ে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত ৩ জনকে আগ্নেয়াস্ত্রসহ আটক করেছে পুলিশ ও সেনাবাহিনী। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে মাদ্রাসা কর্তৃপক্ষ।