ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিএনপি নেতা দুলুর বক্তব্যের নিন্দা জানিয়েছেন নাটোর জেলা জামায়াত Logo গাজাবাসীদের জন্য ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র Logo ‘না’ ভোটের প্রস্তাব বিএনপির নয়: নজরুল ইসলাম খান Logo বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় আগ্নেয়াস্ত্র রাখতে পারবে ভারতীয়রা Logo বিদেশি ৭০টি মিশনে সরানো হলেও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক‍্যাফেতে এখনো আছে রাষ্ট্রপতির ছবি Logo কাউনিয়ায় শতাধিক জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ছাত্রশিবির Logo পাবনায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল  টুর্নামেন্ট উদ্বোধন Logo জুলাই সনদেই নির্বাচন চায় জামায়াত-এনসিপি, ভিন্ন অবস্থানে বিএনপি Logo অস্ট্রেলিয়ায় জন্ম নেওয়া নাতিকে নিয়ে আবেগঘন পোস্ট দিলেন বনি আমিন Logo গাইবান্ধায় জামায়াত নেতাকে গলা কেটে হত্যা

মৌলভীবাজারে মাদ্রাসায় আগ্নেয়াস্ত্র নিয়ে শ্রমিকদল নেতার হামলা; আটক ৩

মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে মাদ্রাসায় হামলাকে কেন্দ্র করে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ শ্রমিক দলের সহ-সভাপতি সন্ত্রাসী চান মিয়াসহ তিনজনকে আটক করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে শেরপুর আবাসিক এলাকাধীন চান মিয়ার বসতবাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শেরপুর এলাকায় দীর্ঘদিন ধরে জামেয়াতুল ফালাহ মাদ্রাসা বন্ধের চেষ্টা চালাচ্ছিল ওই এলাকার চান মিয়া। পানি নিষ্কাশনের ড্রেনের ওই এরিয়ার রাস্তার পাশে চান মিয়ার বাড়ি। চান মিয়া মাদক ব্যবসার সাথে জড়িত এবং এই রাস্তা বন্ধ করতেই সে ড্রেন বন্ধ করার চেষ্টা করে যাচ্ছিল, যাতে তার মাদক ব্যবসা সহজ হয়। মাদ্রাসার নিজস্ব জায়গায় ড্রেন থাকলেও বৃহষ্পতিবার ( ২৪ এপ্রিল) চান মিয়ার লোকজন মাদ্রাসার পানি নিষ্কাশনের ড্রেন বন্ধ করে দেয়। এর কারণ জানতে চাইলে বাকবিতণ্ডা হয় এবং পরিস্থিতি উত্তপ্ত হলে এক পর্যায়ে আগ্নেয়াস্ত্রসহ মাদ্রাসায় হামলা চালায় চান মিয়ার লোকজন। এতে ছাত্র এবং শিক্ষকরা আহত হন। খবর পেলে পুলিশ ও যৌথ বাহিনী ঘটনাস্থলে এসে চান মিয়াসহ তিন জনকে আটক করে।

আটককৃতরা হলেন মৌলভীবাজার সদর উপজেলার শ্রমিক দলের শেরপুর আঞ্চলিক শাখার সহ-সভাপতি চান মিয়া (৫০), নবীগঞ্জ উপজেলার মজলিসপুর গ্রামের বশির মিয়ার ছেলে আব্দুল হামিদ (৩০) ও খালেদ মিয়া (২৮)।

মৌলভীবাজার জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম বলেন, আমার ইউনিটের সাংগঠনিক সম্পাদকের মাধ্যমে নিশ্চিত হয়েছি, সে আমাদের শেরপুর আঞ্চলিক শাখার সদস্য নয়।

শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শিপু কুমার দাস বলেন, চান মিয়া মাদ্রাসার ড্রেন বন্ধ করে দিলে বাকবিতণ্ডা হয় এবং পরে মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের ওপর আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র দিয়ে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত ৩ জনকে আগ্নেয়াস্ত্রসহ আটক করেছে পুলিশ ও সেনাবাহিনী। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে মাদ্রাসা কর্তৃপক্ষ।

 

জনপ্রিয় সংবাদ

বিএনপি নেতা দুলুর বক্তব্যের নিন্দা জানিয়েছেন নাটোর জেলা জামায়াত

মৌলভীবাজারে মাদ্রাসায় আগ্নেয়াস্ত্র নিয়ে শ্রমিকদল নেতার হামলা; আটক ৩

আপডেট সময় ০৭:৩৯:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে মাদ্রাসায় হামলাকে কেন্দ্র করে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ শ্রমিক দলের সহ-সভাপতি সন্ত্রাসী চান মিয়াসহ তিনজনকে আটক করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে শেরপুর আবাসিক এলাকাধীন চান মিয়ার বসতবাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শেরপুর এলাকায় দীর্ঘদিন ধরে জামেয়াতুল ফালাহ মাদ্রাসা বন্ধের চেষ্টা চালাচ্ছিল ওই এলাকার চান মিয়া। পানি নিষ্কাশনের ড্রেনের ওই এরিয়ার রাস্তার পাশে চান মিয়ার বাড়ি। চান মিয়া মাদক ব্যবসার সাথে জড়িত এবং এই রাস্তা বন্ধ করতেই সে ড্রেন বন্ধ করার চেষ্টা করে যাচ্ছিল, যাতে তার মাদক ব্যবসা সহজ হয়। মাদ্রাসার নিজস্ব জায়গায় ড্রেন থাকলেও বৃহষ্পতিবার ( ২৪ এপ্রিল) চান মিয়ার লোকজন মাদ্রাসার পানি নিষ্কাশনের ড্রেন বন্ধ করে দেয়। এর কারণ জানতে চাইলে বাকবিতণ্ডা হয় এবং পরিস্থিতি উত্তপ্ত হলে এক পর্যায়ে আগ্নেয়াস্ত্রসহ মাদ্রাসায় হামলা চালায় চান মিয়ার লোকজন। এতে ছাত্র এবং শিক্ষকরা আহত হন। খবর পেলে পুলিশ ও যৌথ বাহিনী ঘটনাস্থলে এসে চান মিয়াসহ তিন জনকে আটক করে।

আটককৃতরা হলেন মৌলভীবাজার সদর উপজেলার শ্রমিক দলের শেরপুর আঞ্চলিক শাখার সহ-সভাপতি চান মিয়া (৫০), নবীগঞ্জ উপজেলার মজলিসপুর গ্রামের বশির মিয়ার ছেলে আব্দুল হামিদ (৩০) ও খালেদ মিয়া (২৮)।

মৌলভীবাজার জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম বলেন, আমার ইউনিটের সাংগঠনিক সম্পাদকের মাধ্যমে নিশ্চিত হয়েছি, সে আমাদের শেরপুর আঞ্চলিক শাখার সদস্য নয়।

শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শিপু কুমার দাস বলেন, চান মিয়া মাদ্রাসার ড্রেন বন্ধ করে দিলে বাকবিতণ্ডা হয় এবং পরে মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের ওপর আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র দিয়ে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত ৩ জনকে আগ্নেয়াস্ত্রসহ আটক করেছে পুলিশ ও সেনাবাহিনী। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে মাদ্রাসা কর্তৃপক্ষ।