নারীদের প্রাপ্য মর্যাদা দিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ আহ্বান জানান তিনি।
স্ট্যাটাসে তিনি লেখেন, “নারী জাতিকে তাদের প্রাপ্য সঠিক মর্যাদা দেওয়ার ব্যাপারে যত্নশীল হোন। কারণ আপনার একজন মা আছেন, বোন এবং মেয়েও থাকতে পারে। আদর্শিক সৌন্দর্য দিয়ে মানুষকে আকৃষ্ট করাই উত্তম। তার ফলাফল সবসময় চমৎকার।”
নারীদের সম্মান ও অধিকার রক্ষার বিষয়ে সচেতনতা বাড়াতে সবার প্রতি আহ্বান জানান তিনি।