ইসরায়েলে ভয়াবহ দাবানলের কবলে পড়েছে একাধিক শহর। তীব্র গরম এবং দমকা বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে বিভিন্ন অঞ্চলে। আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন দমকলকর্মীরা। এ পরিস্থিতি তুলে ধরেছে টাইমস অব ইসরায়েলের একটি প্রতিবেদন।
প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে। আগুনের কারণে রাস্তায় যান চলাচল বন্ধ রাখা হয়েছে এবং ট্রেন চলাচলও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
পরিস্থিতি মোকাবেলায় জরুরি বৈঠকে বসেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মধ্য ইসরায়েলের মোশাভ তারুম অঞ্চলে আগুনের সূত্রপাত হয় এবং তা বেইত শেমেশ, এশতাওল, বেইত মেইর এবং মেসিলাত জিওনের দিকে দ্রুত ছড়িয়ে পড়ে। প্রবল বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
বাসিন্দারা দ্রুত শহর ছেড়ে চলে যেতে বাধ্য হন এবং অনেক গাড়িচালক যানবাহন ফেলে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। জেরুজালেমের সঙ্গে সংযোগকারী গুরুত্বপূর্ণ সড়কগুলো বন্ধ করে দিয়েছে পুলিশ।
সরকার জনগণকে সাবধানতা অবলম্বন করতে বলেছে এবং ক্ষতিগ্রস্ত অঞ্চল থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে। ইতোমধ্যে বিমান দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। এ ঘটনায় অন্তত সাতজন দমকলকর্মীসহ নয়জন আহত হয়েছেন।