বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস তরুণ প্রজন্মকে মানব ইতিহাসের সবচেয়ে শক্তিশালী প্রজন্ম হিসেবে অভিহিত করেছেন। তিনি শিক্ষার্থীদের কল্পনা করতে, বড় স্বপ্ন দেখতে এবং নিজেদের ‘তিন শূন্য মানুষ’ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
আজ বৃহস্পতিবার কাতারের রাজধানী দোহায় কাতার বিশ্ববিদ্যালয়ে ‘তিন শূন্যের পৃথিবী’ শীর্ষক এক অনুপ্রেরণামূলক বক্তৃতা প্রদান করেন তিনি। অনুষ্ঠানের শুরুতেই বিশ্ব মানবতার কল্যাণে অসামান্য অবদানের জন্য অধ্যাপক ইউনূসকে সম্মানসূচক অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
প্রধান উপদেষ্টা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আমি যখন কোনো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাই, তখন খুবই স্বস্তি বোধ করি। আমি নিজেকে তরতাজা অনুভব করি। তোমরা মানব ইতিহাসের সবচেয়ে শক্তিশালী প্রজন্ম। আমি আন্তরিকভাবে তা বিশ্বাস করি।
তোমরাই সুপারম্যান আর সুপারওম্যান।’অধ্যাপক ইউনূস শিক্ষার্থীদের বলেন, ‘এমন কিছু করো না, যা ধন-সম্পদের কেন্দ্রীকরণে অবদান রাখে। বরং কল্পনা করো এবং স্বপ্ন দেখো এমন একটি নতুন পৃথিবী গড়ার, যেখানে আত্মবিধ্বংসী পদ্ধতির কোনো স্থান নেই। শিক্ষার্থীদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, ‘গন্তব্যে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যেতে হবে।