ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গুজরাটে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ১৮ জনের মৃত্যু Logo চীনে সেভেন সিস্টার্স নিয়ে যা বলেছিলেন ড. ইউনূস? যেজন্য হতভম্ব ভারত Logo জামায়াতের ঈদ উপলক্ষে প্রীতি ভোজের ঘটনায় বিএনপি – যুবলীগের হামলা Logo শহীদ নাসিব হাসান রিহান-এর পরিবারের সদস্যদের সাথে আমীরে জামায়াতের ঈদ কুশল বিনিময় Logo ড. ইউনূসকে শেহবাজের ফোন, পাকিস্তান সফরের আমন্ত্রণ Logo মিয়ানমারে ভূমিকম্প: ২ হাজার ছাড়াল নিহতের সংখ্যা Logo গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: খালেদা জিয়া Logo ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের পদত্যাগ Logo ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’স্লোগান, বিএনপির সাথে সংঘর্ষ গুলিবিদ্ধ ১ Logo আইপিএলসহ টিভিতে যা দেকবেন আজ

ওসির ছাত্রলীগ সম্পৃক্ততা তদন্ত করতে যাওয়া বিএনপি কার্যালয়ের পিয়ন গ্রেপ্তার

আশুলিয়া থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল হক ডাবলুর ছাত্রলীগ সম্পৃক্ততার বিষয়ে তদন্ত করতে যাওয়া বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পিয়ন সুমনকে চাঁদপুরের শাহরাস্তি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ মার্চ) ভোর রাতে শাহরাস্তি থানার এক দল পুলিশ উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের চান্দল গ্রাম থেকে ডাবলুকে গ্রেপ্তার করে। ওই গ্রামের মৃত আব্দুর রবের ছেলে তিনি।

জানা গেছে, গত ২ মার্চ ঢাকা জেলার পুলিশ সুপার আনিসুজ্জামান স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ মনিরুল হক ডাবলুকে আশুলিয়া থানার ওসির দায়িত্ব দেওয়া হয়।

এরপর গত ৩ মার্চ ওই থানায় যোগদানের পর থেকেই ওসি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততা নিয়ে একটি ডিও লেটার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
এতে আওয়ামী লীগের সাবেক এমপি নজরুল ইসলাম বাবু (নারায়নগঞ্জ-২) স্বাক্ষরিত ওই প্রত্যয়ন পত্রে (২০২২ সালের ৪ জানুয়ারি তারিখের) লিখেন, ‘আমি নজরুল ইসলাম বাবু, এই মর্মে প্রত্যায়ন করছি যে, মো. মনিরুল হক ডাবলু, পিতা- মরহুম আব্দুল জলিল মিয়া, সাং- বাহাদুরপুর, থানাঃল গোয়ালন্দ, জেলা রাজবাড়ী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র ছিলেন। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে সে কৃতিত্বের সহিত ফলাফল করে উত্তীর্ন হয়েছেন।

বাংলাদেশ ছাত্রলীগের লিয়াকত-বাবু কমিটিতে স্বাধীনতার স্বপক্ষের শক্তির পক্ষে বাংলাদেশ ছাত্রলীগের একজন কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দুঃসময়ে সক্রিয় ভূমিকা পালন করেছেন। ডাবলু ব্যক্তিগতভাবে মুজিব সৈনিক এবং শেখ হাসিনার একজন নির্ভীক কর্মী। বর্তমানে নিউমার্কেট থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) হিসেবে কর্মরত আছেন। আমি তার সার্বিক সাফল্য কামনা করছি।

জনপ্রিয় সংবাদ

গুজরাটে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ১৮ জনের মৃত্যু

ওসির ছাত্রলীগ সম্পৃক্ততা তদন্ত করতে যাওয়া বিএনপি কার্যালয়ের পিয়ন গ্রেপ্তার

আপডেট সময় ১০:১৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫

আশুলিয়া থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল হক ডাবলুর ছাত্রলীগ সম্পৃক্ততার বিষয়ে তদন্ত করতে যাওয়া বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পিয়ন সুমনকে চাঁদপুরের শাহরাস্তি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ মার্চ) ভোর রাতে শাহরাস্তি থানার এক দল পুলিশ উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের চান্দল গ্রাম থেকে ডাবলুকে গ্রেপ্তার করে। ওই গ্রামের মৃত আব্দুর রবের ছেলে তিনি।

জানা গেছে, গত ২ মার্চ ঢাকা জেলার পুলিশ সুপার আনিসুজ্জামান স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ মনিরুল হক ডাবলুকে আশুলিয়া থানার ওসির দায়িত্ব দেওয়া হয়।

এরপর গত ৩ মার্চ ওই থানায় যোগদানের পর থেকেই ওসি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততা নিয়ে একটি ডিও লেটার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
এতে আওয়ামী লীগের সাবেক এমপি নজরুল ইসলাম বাবু (নারায়নগঞ্জ-২) স্বাক্ষরিত ওই প্রত্যয়ন পত্রে (২০২২ সালের ৪ জানুয়ারি তারিখের) লিখেন, ‘আমি নজরুল ইসলাম বাবু, এই মর্মে প্রত্যায়ন করছি যে, মো. মনিরুল হক ডাবলু, পিতা- মরহুম আব্দুল জলিল মিয়া, সাং- বাহাদুরপুর, থানাঃল গোয়ালন্দ, জেলা রাজবাড়ী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র ছিলেন। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে সে কৃতিত্বের সহিত ফলাফল করে উত্তীর্ন হয়েছেন।

বাংলাদেশ ছাত্রলীগের লিয়াকত-বাবু কমিটিতে স্বাধীনতার স্বপক্ষের শক্তির পক্ষে বাংলাদেশ ছাত্রলীগের একজন কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দুঃসময়ে সক্রিয় ভূমিকা পালন করেছেন। ডাবলু ব্যক্তিগতভাবে মুজিব সৈনিক এবং শেখ হাসিনার একজন নির্ভীক কর্মী। বর্তমানে নিউমার্কেট থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) হিসেবে কর্মরত আছেন। আমি তার সার্বিক সাফল্য কামনা করছি।