আল্লাহর রহমতে এই পর্যন্ত কোনো চাঁদাবাজী সন্ত্রাসবাদের নমুনা বাংলাদেশ জামায়তে ইসলামীতে পাওয়া যায়নি। “অন্যরা ক্ষমতায় গিয়ে করেছে, ক্ষমতার বাইরেও করতেছে” বলে মন্তব্য করেছেন ঢাকা-২ সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ তৌফিক হাসান।
গত ২৩ এপ্রিল বুধবার ৫ টায় কেন্দ্র ঘোষিত দাওয়াতি কর্মসূচির অংশ হিসেবে উপজেলার কলাতিয়া খাড়াকান্দি ও এর আশপাশের এলাকায় দাওয়াতি কার্যক্রমের শেষে পথ সভায় তিনি জনগনের উদ্দেশ্যে আরো বলেন
বিগত ৫৩ বছর ক্ষমতায় গিয়ে যারা দেশের ভাগ্য পরিবর্তন করতে পারেনি, তারা ভবিষ্যতেও পারবে না। বিবেক দিয়ে চিন্তা করলেই আপনারা সেটা বুঝতে পারবেন।
ইঞ্জিনিয়ার মোহাম্মদ তৌফিক হাসান বলেন, সৎ ও আল্লাহ ভীরু লোক ছাড়া কেউই রাষ্ট্রীয় আমানতের রক্ষা করতে পারবে না। এর নমুনা আপনারা ইতি মধ্যেই দেখা শুরু করেছেন। গত ৫ আগষ্টের পর আল্লাহর অশেষ রহমতে এই দেশে ইসলাম প্রতিষ্ঠার একটি পরিবেশ সৃষ্টি হয়েছে।তাই আমরা আপনাদের কাছে সংগঠনের পক্ষ থেকে দাওয়াত নিয়ে এসেছি। এর আগে কোরআন শরীফ পাওয়া গেলেও মামলা দেয়া হয়েছে আমাদের বিরুদ্ধে। আপনারা এইবার বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সমর্থন জানিয়ে ও ভোট দিয়ে একটিবার যাচাই করে দেখুন। ইনশাআল্লাহ বাংলাদেশের ভাগ্য পরিবর্তন হবেই হবে।
দেশের প্রত্যেকটি জনগনের কাছে সংগঠনের দাওয়াত পৌছনের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচি অংশ হিসেবে প্রতিদিনই সংগঠনটির দাওয়াত নিয়ে ইঞ্জিনিয়ার মোহাম্মদ তৌফিক হাসান জনগনের দ্বারেদ্বারে ছুটছেন।
মূলত ইসলাম ভিত্তিক সংগঠনটির তৃণমূল পর্যায়ে কর্মী সমর্থক বৃদ্ধির লক্ষ্য নিয়ে প্রতিদিন একটি নির্দিষ্ট এলাকার জনবহুলস্থানসহ হাটবাজারে জামায়াতে ইসলামীর দাওয়াত নিয়ে পৌছান তিনি। সেখানে পথসভার পাশাপাশি, পরিচিতি বিতরন ও সমর্থন ফরম বিলি করেন।