সিলেটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাঁচ গ্রামের মানুষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলছে। বুধবার (৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৫টা থেকে নগরীর শাহপরাণ এলাকার দাসপাড়ায় এ সংঘর্ষের সূত্রপাত হয়। রাত ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলছিল।
স্থানীয়রা জানান, আধিপত্যকে কেন্দ্র করে ইফতার আগ মুহূর্তে শাহপরাণ দাসপাড়া, বংশীধর, বালুটিকর ও চকগ্রাম, হালুপাড়ার দুই পক্ষের মানুষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। ইফতারের পরও দুই পক্ষের মধ্যে থেমে সংঘর্ষ হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা ঘটনাস্থলে যান। তবুও দুই পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।
এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আধিপত্য বিস্তার নিয়ে পাঁচ গ্রামের মানুষ ইফতারের আগে থেকে সংঘর্ষে জড়িয়েছে। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই বাহিনীর সদস্যরা কাজ করছেন।